আবু ধাবি, 11 অক্টোবর : ফের সন্দেহের মুখে সুনীল নারাইনের বোলিং অ্যাকশন । ব্যাটে ভরসা দিতে না পারলেও বল হাতে KKR-কে স্বস্তি দিতে শুরু করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার । গতকালের ম্যাচে শেষ ওভারে তাঁর বোলিংয়ের সামনে টার্গেটে পৌঁছাতে ব্যর্থ হয় কিংস ইলেভেন পঞ্জাব । স্বস্তি মিলতে না মিলতেই KKR শিবিরকে ফের চিন্তায় ফেললেন নারাইন । জানা গেছে, পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়াররা ।
নারাইনের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে রিপোর্ট জমা দিয়েছেন অনফিল্ড আম্পায়াররা । তবে নিয়ম অনুযায়ী প্রথমবার নারাইনকে সতর্ক করে দেওয়া হয়েছে । IPL-এ বলও করতে পারবেন তিনি । এরপর যদি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আরও একটি রিপোর্ট জমা হয় তাহলে এবছরের IPL-এ আর বল করতে পারবেন না নারাইন । BCCI-এর সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ।
এর আগেও বেশ কয়েকবার নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে । শাস্তি হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধও হয়েছিলেন তিনি । 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-20 টুর্নামেন্টে দুবার নারাইনের বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় পড়ে । ওই টুর্নামেন্টে নিষিদ্ধ হন তিনি । নিষেধাজ্ঞার কারণে 2015 বিশ্বকাপেও জাতীয় দলে জায়গা হয়নি । বোলিং অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন ওঠায় 2016 সালের টি-20 বিশ্বকাপও খেলা হয়নি তাঁর । 2018 সালে পাকিস্তান সুপার লিগে খেলার সময়ও নারাইনের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল ।