ETV Bharat / sports

2023 পর্যন্ত সৌরভ ও তাঁর দল BCCI পরিচালনা করুক ,চাইছেন গাভাসকর - 2023 বিশ্বকাপ

সুনীল গাভাসকর বলছেন, শতকের শুরুতে বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্যের কারণ সৌরভ ৷ দুঃসময় থেকে ভারতীয় দলকে টেনে তুলেছিলেন ৷ এছাড়া ক্রিকেট ভক্তদের আস্থা ফিরিয়ে এনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jul 27, 2020, 4:16 AM IST

দিল্লি, 26 জুলাই : 2023 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডর মসনদে থাকুক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এমনটাই চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকর ৷ তাঁর মতে, ভারতীয় বোর্ড পরিচালনা করার জন্য যে গুণ দরকার সৌরভের মধ্যে তা বর্তমান ৷

সুনীল গাভাসকর বলছেন, শতকের শুরুতে বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্যের কারণ সৌরভ ৷ দুঃসময় থেকে ভারতীয় দলকে টেনে তুলেছিলেন ৷ এছাড়া ক্রিকেট ভক্তদের আস্থা ফিরিয়ে এনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সুনীল গাভাসকর বলছেন জয় শাহা-সহ, সৌরভের যে টিম BCCI পরিচালনা করছেন তাদের 2023 বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান ৷ সুনীল বলছেন, ‘‘ ব্যক্তিগতভাবে আমি মনে করি সৌরভ ও তার দল 2023 বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাক ৷ কিন্তু দেখা যাক কোর্ট কী চিন্তা করছে ৷ দুঃসময়ে সৌরভ ভারতীয় দলকে টেনে তুলেছিলেন এবং ক্রিকেট ভক্তদের আস্থা অর্জন করেছিলেন ৷ এখন সৌরভ ও তাঁর দলকে দেখে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনের দায়িত্ব সামলাতে পারবেন ৷

প্রসঙ্গত লোধা কমিটির নির্দেশ অনুযায়ী BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহাকে 3 বছরের কুলিং অফে যেতে হবে ৷ তাঁরা ক্রিকেট প্রশাসক হিসেবে তাদের 6 বছরের টার্ম শেষ করেছেন ৷ দেশের সর্বোচ্চ কোর্টে বহু প্রতিক্ষীত সভাপতি ও সচিবের মেয়াদ বাড়ানোর মামলার আগামী বুধবার শুনানি হবে বলে জানিয়েছে ৷ এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৷

দিল্লি, 26 জুলাই : 2023 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডর মসনদে থাকুক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এমনটাই চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকর ৷ তাঁর মতে, ভারতীয় বোর্ড পরিচালনা করার জন্য যে গুণ দরকার সৌরভের মধ্যে তা বর্তমান ৷

সুনীল গাভাসকর বলছেন, শতকের শুরুতে বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্যের কারণ সৌরভ ৷ দুঃসময় থেকে ভারতীয় দলকে টেনে তুলেছিলেন ৷ এছাড়া ক্রিকেট ভক্তদের আস্থা ফিরিয়ে এনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সুনীল গাভাসকর বলছেন জয় শাহা-সহ, সৌরভের যে টিম BCCI পরিচালনা করছেন তাদের 2023 বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান ৷ সুনীল বলছেন, ‘‘ ব্যক্তিগতভাবে আমি মনে করি সৌরভ ও তার দল 2023 বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাক ৷ কিন্তু দেখা যাক কোর্ট কী চিন্তা করছে ৷ দুঃসময়ে সৌরভ ভারতীয় দলকে টেনে তুলেছিলেন এবং ক্রিকেট ভক্তদের আস্থা অর্জন করেছিলেন ৷ এখন সৌরভ ও তাঁর দলকে দেখে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনের দায়িত্ব সামলাতে পারবেন ৷

প্রসঙ্গত লোধা কমিটির নির্দেশ অনুযায়ী BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহাকে 3 বছরের কুলিং অফে যেতে হবে ৷ তাঁরা ক্রিকেট প্রশাসক হিসেবে তাদের 6 বছরের টার্ম শেষ করেছেন ৷ দেশের সর্বোচ্চ কোর্টে বহু প্রতিক্ষীত সভাপতি ও সচিবের মেয়াদ বাড়ানোর মামলার আগামী বুধবার শুনানি হবে বলে জানিয়েছে ৷ এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.