ETV Bharat / sports

ময়দানে ক্যামেরা হাতে স্টিভ ওয়া - steve waugh

আজ সকালে হঠাৎ ক্যামেরা নিয়ে ময়দানে দেখা গেল প্রাক্তন অজ়ি তারকা স্টিভ ওয়াকে ৷ কলকাতায় এসেছিলেন তিনি ৷ ঘুরে গেলেন ইডেনেও ৷

image
কিংবদন্তি স্টিভ ওয়া
author img

By

Published : Jan 27, 2020, 9:16 PM IST

Updated : Jan 27, 2020, 9:27 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : কলকাতা ময়দানে স্টিভ ওয়া । অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইডেনে পা রাখলেন ৷ 1987 সালে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন প্রথম বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য তিনি । আবার 2001 সালে এই ইডেনেই স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া সিংহাসনচ্যুত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার কাছে ।

মাঝে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । ক্রিকেটার জীবনের শেষদিকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন । অবসরের পরে স্টিভ ওয়া আরও বেশি সামাজিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন । গতকাল সাধারণতন্ত্র দিবসে ব্যারাকপুরের উদয়নে গিয়েছিলেন । কিন্তু কলকাতায় পা দেবেন আর ক্রিকেট থেকে দূরে থাকবেন তা কী হয় ? ফলে ব্যস্ত সূচির মাঝে ইডেনে চলে আসেন‌ । সেখানে তখন চলছিল বাংলা বনাম দিল্লির রণজি ট্রফির ম্যাচ । ম্যাচ দেখলেন স্টিভ ওয়া । ক্রিকেট দেখতে আসা দর্শকদের ছবি তুললেন ।

ক্যামেরা হাতে অজ়ি কিংবদন্তি স্টিভ ওয়া

ইডেন থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে সোজা ময়দানে পা রাখলেন প্রাক্তন অজ়ি অধিনায়ক । প্রথমে আশুতোষ কলেজের প্র্যাকটিসে দোদার ছবি তুলে চলে গেলেন কাস্টমস ক্লাবের অনুশীলনে । সেখানেও ফটোগ্রাফারের ভূমিকায় স্টিভ ওয়া । ক্যামেরার লেন্সে ধরে রাখলেন ময়দানি ক্রিকেট ।

কলকাতা, 27 জানুয়ারি : কলকাতা ময়দানে স্টিভ ওয়া । অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইডেনে পা রাখলেন ৷ 1987 সালে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন প্রথম বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য তিনি । আবার 2001 সালে এই ইডেনেই স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া সিংহাসনচ্যুত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার কাছে ।

মাঝে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । ক্রিকেটার জীবনের শেষদিকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন । অবসরের পরে স্টিভ ওয়া আরও বেশি সামাজিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন । গতকাল সাধারণতন্ত্র দিবসে ব্যারাকপুরের উদয়নে গিয়েছিলেন । কিন্তু কলকাতায় পা দেবেন আর ক্রিকেট থেকে দূরে থাকবেন তা কী হয় ? ফলে ব্যস্ত সূচির মাঝে ইডেনে চলে আসেন‌ । সেখানে তখন চলছিল বাংলা বনাম দিল্লির রণজি ট্রফির ম্যাচ । ম্যাচ দেখলেন স্টিভ ওয়া । ক্রিকেট দেখতে আসা দর্শকদের ছবি তুললেন ।

ক্যামেরা হাতে অজ়ি কিংবদন্তি স্টিভ ওয়া

ইডেন থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে সোজা ময়দানে পা রাখলেন প্রাক্তন অজ়ি অধিনায়ক । প্রথমে আশুতোষ কলেজের প্র্যাকটিসে দোদার ছবি তুলে চলে গেলেন কাস্টমস ক্লাবের অনুশীলনে । সেখানেও ফটোগ্রাফারের ভূমিকায় স্টিভ ওয়া । ক্যামেরার লেন্সে ধরে রাখলেন ময়দানি ক্রিকেট ।

Intro:কলকাতা ময়দানে স্টিভ ওয়া। অস্ট্রেলিয়া র প্রাক্তন অধিনায়ক ইডেনে পা রাখলেন। ইডেন তির কাছে দ্বৈত স্মৃতির। 1987সালে আলান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।আবার 2001সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া সিংহাসন চ্যুত হয়েছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়ার কাছে। মাঝে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।ক্রিকেটার জীবনের শেষদিকে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন। অবসরের পরে স্টিভ ওয়া আরও বেশি মানবিক কাজে ব্যস্ত হয়েছেন।রবিবার প্রজাতন্ত্র দিবসে বারাকপুরের উদয়নে গিয়েছিলেন।কিন্তু কলকাতায় পা দেবেন আর ক্রিকেট থেকে দূরে থাকবেন তা হয় না।ফলে ব্যস্ত সূচির মাঝে ইডেনে চলে আসেন‌। সেখানে তখন চলছিল বাংলা বনাম দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচ। স্টিভ ওয়া ম্যাচ দেখলেন।ক্রিকেট দেখতে আসা দর্শকদের ছবি তুললেন।তারপর ইডেন থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে সোজা ময়দানে পা রাখলেন।প্রথমে আশুতোষ কলেজের প্র্যাকটিসে দেদার ছবি তুলে চলে গেলেন কাস্টমস ক্লাবের অনুশীলনে।সেখানেও স্টিভ ওয়ার ভূমিকা ফটোগ্রাফারের।ক্যামেরার লেন্সে ধরে রাখলেন ময়দানি ক্রিকেট।খেলোয়াড়ী জীবনে হোটেল থেকে স্টেডিয়াম করে ফিরে গিয়েছেন।কলকাতা ময়দানি ক্রিকেটের উন্মাদনার কথা।শুনে ছিলেন।এবার তা প্রত্যক্ষ করে স্মৃতি ও ক্যামেরার লেন্সে ধরে রাখলেন।
স্টিভ ওয়া একটি বিরল ক্রিকেট চরিত্র, নিসন্দেহে।


Body:maydan


Conclusion:
Last Updated : Jan 27, 2020, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.