সিডনি, 8 জানুয়ারি : টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম ইনিংসে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। মাত্র 25 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে সিডনিতে চলা তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 131 রান করে রান আউট হন স্মিথ। 338 রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়। জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে 96 রান করেছে ভারত।
এদিন স্মিথের সেঞ্চুরি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের বিরুদ্ধে টানা চার বছর পর অস্ট্রেলিয়া দলের সেঞ্চুরির খরা কাটল। এর আগে স্টিভ স্মিথই 2017 সালে শেষবার ধরমশালায় 111 রানের ইনিংস খেলেছিলেন। তারপর টানা এগারো ইনিংস পর স্মিথের ব্যাটেই সেই খরা কাটল। স্টিভ স্মিথ ছাড়াও, গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ভারতের বিরুদ্ধে টেস্টে 8টি করে সেঞ্চুরি করেছেন।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে থাকা স্মিথ এই মুহূর্তে টেস্টে 27টি সেঞ্চুরি করেছেন। এর ফলে বিরাট কোহলি, গ্রেম স্মিথ এবং অ্যালান বর্ডারের সঙ্গে এক সারিতে চলে এসেছেন তিনি।