কলম্বো, 2 জুলাই : 10 ঘণ্টা ধরে জেরা করা হল প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে ৷ 2011 সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ তারই তদন্তে নেমে প্রথমে শ্রীলঙ্কার তৎকালীন জাতীয় নির্বাচক প্রধান অরবিন্দ ডি সিলভাকে ও তার পর ওপেনার উপল থারাঙ্গাকে জেরা করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ আর আজ জেরার জন্য ডাকা হয় প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ৷
ম্যারাথন জেরার পর সাংবাদিকদের সাঙ্গাকারা বলেন, ‘‘আমি এখানে এসেছিলাম তথ্য দেওয়ার জন্য ৷ কারণ তৎকালীন অধিনায়ক হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ৷ আমি আশা করি তদন্তের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগের অভিযোগের সত্যতা প্রকাশ পাবে ৷’’
যদিও জেরাতে তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছিল সে বিষয়ে মুখ খোলেননি তিনি ৷ আগামীকাল তৎকালীন শ্রীলঙ্কা দলের সহ অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷
আরও পডুন :- গড়াপেটা কাণ্ডে জেরা থারাঙ্গাকে
2011 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটা অভিযোগে প্রথম ক্রিকেটার হিসেবে উপল থারাঙ্গাকে পুলিশি জেরার মুখোমুখি হতে হয় ৷ বুধবার প্রায় 2 ঘণ্টা ধরে তাঁকে জেরা করে তদন্তকারী দল ৷ এছাড়া প্রাক্তন নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে প্রায় 6 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
মার্লেবোন ক্রিকেট ক্লাব, লন্ডনের বর্তমান সভাপতি সাঙ্গাকারা ৷ বিশেষ তদন্তকারী দলের জেরার মুখে আসার আগে তিনি বলেন, পুরো বিষয়টি ICC-র দেখা উচিত ৷
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে অভিযোগ করেন, 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ভারতকে বিক্রি করে শ্রীলঙ্কা ৷ তবে তিনি এটাও বলেন যে গড়াপেটায় কোনও ক্রিকেটার যুক্ত ছিলেন না ৷ তবে একইসঙ্গে নির্বাচকদের দিকে আঙুল তোলেন তিনি ৷
2011 বিশ্বকাপ ফাইনাল ম্যাচে টস নিয়েও ছিল বিতর্ক ৷ ওই ম্যাচে দু'বার টস হয় ৷ প্রথমবার শ্রীলঙ্কান অধিনায়ক সাঙ্গাকারার কল শুনতে পাননি ম্যাচ রেফারি জেফ ক্রো ৷ তাই তিনি দ্বিতীয়বার ধোনিকে টস করতে বলেন ৷