কলকাতা, 20 ডিসেম্বর : মহেন্দ্র সিং ধোনি নন ৷ বর্তমান ক্রিকেটে তাঁর প্রথম পছন্দ ঋষভ পন্থ ৷ একটি ফ্যান্টাসি ক্রিকেট গেমিং সংস্থার অনুষ্ঠানে থেকে এমনই বললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঋষভ পন্থের উপর আগাগোড়াই আস্থা রেখে আসছেন সৌরভ ৷ বোর্ড সভাপতি হওয়ার আগেও একাধিকবার প্রকাশ্যে সে বিষয়ে মুখও খুলেছেন তিনি ৷ আজ আরও একবার জানিয়ে দিলেন, মাহি নন, তাঁর বাজি পন্থই ৷
জশপ্রীত বুমরার চোট বিতর্ক যাতে বড় আকার না নেয় সেইদিকেও নজর রাখছেন বোর্ড সভাপতি ৷ শীর্ঘ্রই ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন সৌরভ ৷ পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের আরও উন্নতির জন্য নতুন পদক্ষেপের কথাও ভাবছেন বলে জানান তিনি ৷
এবারের IPL নিলামে অজ়ি ক্রিকেটাদের রমরমা নিয়েও মুখ খোলেন তিনি ৷ IPL-এর মতো বড় মঞ্চে সেরা ক্রিকেটাররাই সুযোগ পায় ৷ অজ়িদের রমরমা নিয়ে আজ এমনই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিনোদন ও পেশাদারিত্বের মোড়কে ঘেরা এই টুর্নামেন্টে শামি থেকে শুরু করে বেশ কিছু বাংলার মুখ রয়েছে ৷ বাংলার ক্রিকেটাররা IPL-এর মঞ্চে সুযোগ পাওয়ায় খুশি বোর্ড সভাপতি ৷ BCCI এর সভাপতি পদে নিয়োগ হওয়ার পরে দু'মাস ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন সৌরভ ৷ এরমধ্যেই গোলাপি টেস্টের আয়োজন করেছেন তিনি ৷ আগামি দিনগুলিতে কোচ, ক্যাপ্টেন ও ক্রিকেটার তিন ভূমিকাতেই থাকতে চান ৷ হালকা মেজাজে এমনই বলে গেলেন BCCI প্রশাসক ' প্রিন্স অফ ক্যালকাটা ' ৷