ETV Bharat / sports

বুমরার চোট নিয়ে দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে পারেন সৌরভ - বোর্ড সভাপতি

জশপ্রীত বুমরার চোট বিতর্ক যাতে বড় আকার না নেয় সেইদিকেও নজর রাখছেন বোর্ড সভাপতি ৷ শীর্ঘ্রই ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন সৌরভ ৷

BCCI
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Dec 20, 2019, 8:04 PM IST

Updated : Dec 20, 2019, 11:31 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : মহেন্দ্র সিং ধোনি নন ৷ বর্তমান ক্রিকেটে তাঁর প্রথম পছন্দ ঋষভ পন্থ ৷ একটি ফ্যান্টাসি ক্রিকেট গেমিং সংস্থার অনুষ্ঠানে থেকে এমনই বললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঋষভ পন্থের উপর আগাগোড়াই আস্থা রেখে আসছেন সৌরভ ৷ বোর্ড সভাপতি হওয়ার আগেও একাধিকবার প্রকাশ্যে সে বিষয়ে মুখও খুলেছেন তিনি ৷ আজ আরও একবার জানিয়ে দিলেন, মাহি নন, তাঁর বাজি পন্থই ৷

জশপ্রীত বুমরার চোট বিতর্ক যাতে বড় আকার না নেয় সেইদিকেও নজর রাখছেন বোর্ড সভাপতি ৷ শীর্ঘ্রই ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন সৌরভ ৷ পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের আরও উন্নতির জন্য নতুন পদক্ষেপের কথাও ভাবছেন বলে জানান তিনি ৷

দেখে নিন কী বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এবারের IPL নিলামে অজ়ি ক্রিকেটাদের রমরমা নিয়েও মুখ খোলেন তিনি ৷ IPL-এর মতো বড় মঞ্চে সেরা ক্রিকেটাররাই সুযোগ পায় ৷ অজ়িদের রমরমা নিয়ে আজ এমনই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিনোদন ও পেশাদারিত্বের মোড়কে ঘেরা এই টুর্নামেন্টে শামি থেকে শুরু করে বেশ কিছু বাংলার মুখ রয়েছে ৷ বাংলার ক্রিকেটাররা IPL-এর মঞ্চে সুযোগ পাওয়ায় খুশি বোর্ড সভাপতি ৷ BCCI এর সভাপতি পদে নিয়োগ হওয়ার পরে দু'মাস ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন সৌরভ ৷ এরমধ্যেই গোলাপি টেস্টের আয়োজন করেছেন তিনি ৷ আগামি দিনগুলিতে কোচ, ক্যাপ্টেন ও ক্রিকেটার তিন ভূমিকাতেই থাকতে চান ৷ হালকা মেজাজে এমনই বলে গেলেন BCCI প্রশাসক ' প্রিন্স অফ ক্যালকাটা ' ৷

কলকাতা, 20 ডিসেম্বর : মহেন্দ্র সিং ধোনি নন ৷ বর্তমান ক্রিকেটে তাঁর প্রথম পছন্দ ঋষভ পন্থ ৷ একটি ফ্যান্টাসি ক্রিকেট গেমিং সংস্থার অনুষ্ঠানে থেকে এমনই বললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঋষভ পন্থের উপর আগাগোড়াই আস্থা রেখে আসছেন সৌরভ ৷ বোর্ড সভাপতি হওয়ার আগেও একাধিকবার প্রকাশ্যে সে বিষয়ে মুখও খুলেছেন তিনি ৷ আজ আরও একবার জানিয়ে দিলেন, মাহি নন, তাঁর বাজি পন্থই ৷

জশপ্রীত বুমরার চোট বিতর্ক যাতে বড় আকার না নেয় সেইদিকেও নজর রাখছেন বোর্ড সভাপতি ৷ শীর্ঘ্রই ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন সৌরভ ৷ পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের আরও উন্নতির জন্য নতুন পদক্ষেপের কথাও ভাবছেন বলে জানান তিনি ৷

দেখে নিন কী বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এবারের IPL নিলামে অজ়ি ক্রিকেটাদের রমরমা নিয়েও মুখ খোলেন তিনি ৷ IPL-এর মতো বড় মঞ্চে সেরা ক্রিকেটাররাই সুযোগ পায় ৷ অজ়িদের রমরমা নিয়ে আজ এমনই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিনোদন ও পেশাদারিত্বের মোড়কে ঘেরা এই টুর্নামেন্টে শামি থেকে শুরু করে বেশ কিছু বাংলার মুখ রয়েছে ৷ বাংলার ক্রিকেটাররা IPL-এর মঞ্চে সুযোগ পাওয়ায় খুশি বোর্ড সভাপতি ৷ BCCI এর সভাপতি পদে নিয়োগ হওয়ার পরে দু'মাস ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন সৌরভ ৷ এরমধ্যেই গোলাপি টেস্টের আয়োজন করেছেন তিনি ৷ আগামি দিনগুলিতে কোচ, ক্যাপ্টেন ও ক্রিকেটার তিন ভূমিকাতেই থাকতে চান ৷ হালকা মেজাজে এমনই বলে গেলেন BCCI প্রশাসক ' প্রিন্স অফ ক্যালকাটা ' ৷

Intro:মহেন্দ্র সিং ধোনি নয় বর্তমান ক্রিকেটের ভিত্তিতে ঋষভ পন্থ যে তার বাজি তা সৌরভ গাঙ্গুলী গোপন করেন না।একটি ভিডিও ক্রিকেটের দল বাছতে বসেও নিজের পছন্দের একাদশে ধোনি নন, ঋষভে আস্থা রেখেছেন তিনি।তবে এই ক্রিকেটে নিজের ভূমিকা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন তিনি করতে চ ক্যাপ্টন ও ক্রিকেটার তিন ভূমিকাতেই থাকবেন।পুরো বিষয়টি হালকা মেজাজে মজার ছলে দেখতে চান।এবং সেটা বলেও দিলেন।
ভারতীয় ক্রিকেট, সদ্য শেষ হওয়া আইপিএল নিলাম, জশপ্রীত বুমরাহ চোট বিতর্ক এবং বঙ্গ ক্রিকেটের রঞ্জি মরসুমের ভালো শুরু হওয়ার প্রসঙ্গ উঠতেই তিনি গুরুগম্ভীর।যেখানে তিনি প্রশাসক,বিশ্লেষক।


Body:ক্রিকেট


Conclusion:
Last Updated : Dec 20, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.