কলকাতা, 2 জানুয়ারি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে মহারাজের । বাকি দু'টি আর্টারির বিষয়ে চিন্তাভাবনা চলছে ।
চিকিৎসকরা বলছেন, এই বয়সে তিনটি আর্টারি ব্লক হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক । দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে শনিবার দুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘ট্রিপিল ভেসেল ডিজ়িজে ভুগছেন সৌরভ ।’’ শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি আর্টারিতে প্রায় 100 শতাংশই ব্লক ছিল । এই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দুই আর্টারির ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে ৷ এই দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হবে কি না, তা নিয়ে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ।
আরও পড়ুন :- সৌরভের দ্রুত আরোগ্য কামনা সচিনের
চিকিৎসকরা আরও জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়স 48 বছর । তিনি একজন স্পোর্টসম্যান। তার উপর হেল্দি লাইফস্টাইল মেইনটেন করেন । এই রকম একজনের ক্ষেত্রে তিনটি আর্টারিতে ব্লক দুর্ভাগ্যজনক । এই ধরনের পরিস্থিতিতে পরবর্তী চিকিৎসা হিসাবে বাইপাস সার্জারির সম্ভাবনা থেকেই যায়।