ETV Bharat / sports

কলকাতায় হাসিনার প্রতিনিধি দল, নিরাপত্তা নিয়ে কথা - hasina's security officer in eden

ইডেনে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল ৷ তেরো সদস্যের অ্য়াডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য সহ মোট 21জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে আসেন ৷ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে তাঁরা ইডেন পরিদর্শন করেন তাঁরা ৷ ইডেনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তাঁরা ৷

ইডেনে গোলাপি যুদ্ধ
author img

By

Published : Nov 16, 2019, 9:19 PM IST

Updated : Nov 16, 2019, 10:55 PM IST

কলকাতা, 16 নভেম্বর : ইডেনে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল ৷ ইডেনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তাঁরা ৷

এদিন তেরো সদস্যের অ্য়াডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য-সহ মোট 21 জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে আসেন ৷ ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে তাঁরা ইডেন পরিদর্শন করেন তাঁরা ৷ এদের অধিকাংশই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি সরজমিনে দেখাশোনা করেন । 22 নভেম্বর ইডেনে নৈশালোকে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টের প্রথম দিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই তাঁর নিরাপত্তার ব্যবস্থা কী হতে চলেছে তা দেখতেই ইডেনে এসেছিল এই প্রতিনিধি দল ।

এই দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান । তিনিও নিরাপত্তার আয়োজনের প্রাথমিক সম্মতি দিয়েছেন । একই সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে পরামর্শও দিয়েছেন তাঁরা ৷ শেখ হাসিনা যেখানে বসবেন সেখানে চারটে সারি চেয়ার রাখার বদলে তিন সারি চেয়ার রাখার কথা বলা হয়েছে । ওয়াইফাই সিস্টেম জোরালো করার কথা বলা হয়েছে । তাছাড়া ফোনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন তারা ।

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন সিএবির যুগ্ম সচিব-সহ কর্তা ব্যক্তিরা । তারা প্রাথমিকভাবে সবুজ সংকেত পেয়ে খুশি । বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাচ্ছেন । তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন ইডেনে ৷ শুধু উপস্থিত থাকাই নয় ঘণ্টা বাজিয়ে ম্যাচের প্রারম্ভিক সূচনাও করবেন দু’জনে ।

কলকাতা, 16 নভেম্বর : ইডেনে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল ৷ ইডেনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তাঁরা ৷

এদিন তেরো সদস্যের অ্য়াডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য-সহ মোট 21 জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে আসেন ৷ ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে তাঁরা ইডেন পরিদর্শন করেন তাঁরা ৷ এদের অধিকাংশই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি সরজমিনে দেখাশোনা করেন । 22 নভেম্বর ইডেনে নৈশালোকে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টের প্রথম দিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই তাঁর নিরাপত্তার ব্যবস্থা কী হতে চলেছে তা দেখতেই ইডেনে এসেছিল এই প্রতিনিধি দল ।

এই দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান । তিনিও নিরাপত্তার আয়োজনের প্রাথমিক সম্মতি দিয়েছেন । একই সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে পরামর্শও দিয়েছেন তাঁরা ৷ শেখ হাসিনা যেখানে বসবেন সেখানে চারটে সারি চেয়ার রাখার বদলে তিন সারি চেয়ার রাখার কথা বলা হয়েছে । ওয়াইফাই সিস্টেম জোরালো করার কথা বলা হয়েছে । তাছাড়া ফোনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন তারা ।

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন সিএবির যুগ্ম সচিব-সহ কর্তা ব্যক্তিরা । তারা প্রাথমিকভাবে সবুজ সংকেত পেয়ে খুশি । বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাচ্ছেন । তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন ইডেনে ৷ শুধু উপস্থিত থাকাই নয় ঘণ্টা বাজিয়ে ম্যাচের প্রারম্ভিক সূচনাও করবেন দু’জনে ।

Intro:তেরো সদস্যের আডভান্স কমিটি ও সঙ্গে আরও আটজন সদস্য সহ মোট 21জনের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল শনিবাসরীয় ইডেনে ঘণ্টা দুয়েকের বেশি সময় কাটিয়ে গেলেন। এদের অধিকাংশই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি সরজমিনে দেখাশোনা করেন। ফলে 22নভেম্বর ইডেনে নৈশালোকে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টের প্রথম দিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।তার নিরাপত্তার ব্যবস্থা কি হতে চলেছে তা দেখতেই ইডেনে এসেছিল প্রতিনিধি দল। এই দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। তিনিও নিরাপত্তার আয়োজনের প্রাথমিক সম্মতি দিয়েছেন।একই সঙ্গে কয়েকটি বিষয় জুড়তে বলেছেন। শেখ হাসিনা যেখানে বসবেন সেখানে চারটে সারি চেয়ার রাখার বদলে তিন সারি চেয়ার রাখার কথা বলা হয়েছে। ওয়াইফাই সিস্টেম জোরালো করার কথা বলা হয়েছে।তাছাড়া ফোনের সংখ্যা বাড়ানো র কথাও বলেছেন তারা। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন সিএবির যুগ্ম সচিব সহ কর্তা ব্যক্তিরা। তারা প্রাথমিকভাবে সবুজ সংকেত পেয়ে খুশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির দাওয়াত পেয়ে ইডেনে যাচ্ছেন।শুধু ইডেনে থাকাই নয় ঘণ্টা বাজিয়ে প্রারম্ভিক সূচনা করবেন তিনি।


Body:সৌরভ


Conclusion:
Last Updated : Nov 16, 2019, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.