মুম্বই, 2 অগাস্ট : গাড়ির সামনের সিটে বসে রয়েছেন সচিন তেন্ডুলকর । গাড়ি গ্যারাজে পার্ক করা হচ্ছে । যদিও ড্রাইভারের সিটে নেই কেউ । অথচ গাড়ির স্টিয়ারিং এপাশ-ওপাশ করছে । কী ভাবছেন লিটল মাস্টারের গাড়িতে ভূত আছে? কিন্তু, এ কি সচিনকে তো দেখা যাচ্ছে এমন ভূতুড়ে ব্যাপারের ধারাভাষ্য দিতে ।
বিষয়টি খোলসা করা যাক । আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সচিন । সেখানে একটি গাড়িকে নিজে থেকে চলতে দেখা যায় । গাড়ি নিজে থেকেই গ্যারাজে পার্ক হয় । সেই চালকহীন গাড়িতে চড়ে বেশ রোমাঞ্চিত মাস্টার ব্লাস্টার । টুইটে সচিন লেখেন, "আমার গ্যারাজে নিজে থেকেই গাড়ি পার্ক হওয়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা । মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়া (অনিল কাপুর) গাড়ি চালাচ্ছে ! আমি নিশ্চিত সপ্তাহের বাকি অংশটি আমার বন্ধুদের জন্য উত্তেজনাপূর্ণ হবে ।" সচিনের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল । 41 সেকেন্ডের ভিডিয়োটি দেখেছেন 48 হাজার জন ।
উল্লেখযোগ্যভাবে, ভিডিয়োটি প্রকাশের ঠিক কয়েক দিন আগেই গাড়ির যন্ত্রাংশ তৈরি সংস্থা Bosch and Daimler-র যৌথ উদ্যোগে জার্মানির ইঞ্জিনিয়ররা বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন পার্কিং সিস্টেম তৈরি করেছেন । যা যে কোনও গাড়িকে নিরাপদে গ্যারাজে পার্ক করতে পারে । বর্তমানে মার্সিডিজ় বেঞ্জ মিউজ়িয়ামের পার্কিং গ্যারাজে এই সিস্টেমের ট্রায়াল চলছে । একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গোটা সিস্টেমটি পরিচালনা করা যায় ।