ETV Bharat / sports

গাড়ি পার্ক করছে অদৃশ্য চালক ! টুইট সচিনের

গাড়ির সামনের সিটে বসে রয়েছেন সচিন তেন্ডুলকর । গাড়ি গ্যারাজে পার্ক করা হচ্ছে । যদিও ড্রাইভারের সিটে নেই কেউ । অথচ গাড়ির স্টিয়ারিং এপাশ-ওপাশ করছে । কী ভাবছেন লিটল মাস্টারের গাড়িতে ভূত আছে? কিন্তু, এ কি সচিনকে তো দেখা যাচ্ছে এমন ভূতুড়ে ব্যাপারের ধারাভাষ্য দিতে ।

ছবি সৌজন্য : টুইটার@sachin_rt
author img

By

Published : Aug 2, 2019, 10:07 PM IST

মুম্বই, 2 অগাস্ট : গাড়ির সামনের সিটে বসে রয়েছেন সচিন তেন্ডুলকর । গাড়ি গ্যারাজে পার্ক করা হচ্ছে । যদিও ড্রাইভারের সিটে নেই কেউ । অথচ গাড়ির স্টিয়ারিং এপাশ-ওপাশ করছে । কী ভাবছেন লিটল মাস্টারের গাড়িতে ভূত আছে? কিন্তু, এ কি সচিনকে তো দেখা যাচ্ছে এমন ভূতুড়ে ব্যাপারের ধারাভাষ্য দিতে ।

বিষয়টি খোলসা করা যাক । আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সচিন । সেখানে একটি গাড়িকে নিজে থেকে চলতে দেখা যায় । গাড়ি নিজে থেকেই গ্যারাজে পার্ক হয় । সেই চালকহীন গাড়িতে চড়ে বেশ রোমাঞ্চিত মাস্টার ব্লাস্টার । টুইটে সচিন লেখেন, "আমার গ্যারাজে নিজে থেকেই গাড়ি পার্ক হওয়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা । মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়া (অনিল কাপুর) গাড়ি চালাচ্ছে ! আমি নিশ্চিত সপ্তাহের বাকি অংশটি আমার বন্ধুদের জন্য উত্তেজনাপূর্ণ হবে ।" সচিনের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল । 41 সেকেন্ডের ভিডিয়োটি দেখেছেন 48 হাজার জন ।

উল্লেখযোগ্যভাবে, ভিডিয়োটি প্রকাশের ঠিক কয়েক দিন আগেই গাড়ির যন্ত্রাংশ তৈরি সংস্থা Bosch and Daimler-র যৌথ উদ্যোগে জার্মানির ইঞ্জিনিয়ররা বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন পার্কিং সিস্টেম তৈরি করেছেন । যা যে কোনও গাড়িকে নিরাপদে গ্যারাজে পার্ক করতে পারে । বর্তমানে মার্সিডিজ় বেঞ্জ মিউজ়িয়ামের পার্কিং গ্যারাজে এই সিস্টেমের ট্রায়াল চলছে । একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গোটা সিস্টেমটি পরিচালনা করা যায় ।

মুম্বই, 2 অগাস্ট : গাড়ির সামনের সিটে বসে রয়েছেন সচিন তেন্ডুলকর । গাড়ি গ্যারাজে পার্ক করা হচ্ছে । যদিও ড্রাইভারের সিটে নেই কেউ । অথচ গাড়ির স্টিয়ারিং এপাশ-ওপাশ করছে । কী ভাবছেন লিটল মাস্টারের গাড়িতে ভূত আছে? কিন্তু, এ কি সচিনকে তো দেখা যাচ্ছে এমন ভূতুড়ে ব্যাপারের ধারাভাষ্য দিতে ।

বিষয়টি খোলসা করা যাক । আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সচিন । সেখানে একটি গাড়িকে নিজে থেকে চলতে দেখা যায় । গাড়ি নিজে থেকেই গ্যারাজে পার্ক হয় । সেই চালকহীন গাড়িতে চড়ে বেশ রোমাঞ্চিত মাস্টার ব্লাস্টার । টুইটে সচিন লেখেন, "আমার গ্যারাজে নিজে থেকেই গাড়ি পার্ক হওয়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা । মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়া (অনিল কাপুর) গাড়ি চালাচ্ছে ! আমি নিশ্চিত সপ্তাহের বাকি অংশটি আমার বন্ধুদের জন্য উত্তেজনাপূর্ণ হবে ।" সচিনের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল । 41 সেকেন্ডের ভিডিয়োটি দেখেছেন 48 হাজার জন ।

উল্লেখযোগ্যভাবে, ভিডিয়োটি প্রকাশের ঠিক কয়েক দিন আগেই গাড়ির যন্ত্রাংশ তৈরি সংস্থা Bosch and Daimler-র যৌথ উদ্যোগে জার্মানির ইঞ্জিনিয়ররা বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন পার্কিং সিস্টেম তৈরি করেছেন । যা যে কোনও গাড়িকে নিরাপদে গ্যারাজে পার্ক করতে পারে । বর্তমানে মার্সিডিজ় বেঞ্জ মিউজ়িয়ামের পার্কিং গ্যারাজে এই সিস্টেমের ট্রায়াল চলছে । একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গোটা সিস্টেমটি পরিচালনা করা যায় ।

Mumbai, July 25 (ANI): Sachin Ahir joined Shiv Sena in presence of party chief Uddhav Thackeray and his son Aditya Thackeray ahead of Maharashtra election on Thursday. Earlier, Sachin Ahir was the president of Nationalist Congress Party (NCP). Ahir was a cabinet minister in the previous Congress-NCP government in Maharashtra.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.