ETV Bharat / sports

খেলরত্নের জন্য রোহিতের নাম মনোনয়ন BCCI এর

author img

By

Published : May 30, 2020, 9:58 PM IST

খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মা ও অর্জুন পুরস্কারের জন্য শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মার নাম প্রস্তাব করল BCCI

image
রোহিত শর্মা

মুম্বই, 30 মে : 2020 রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য ভারতীয় ওপেনার রোহিত শর্মা নাম প্রস্তাব করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ একই সঙ্গে ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও দীপ্তি শর্মার নাম প্রস্তাব করা হয়েছে অর্জুন পুরস্কারের জন্য ৷

ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের তরফে বিভিন্ন বিভাগের পুরস্কারের জন্য মনোনয়ন চাওয়া হয় ৷ 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই মনোনয়ন চাওয়া হয়েছিল ৷

সাদা বলের ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা 2019 সালে দুরন্ত ছন্দে ছিলেন ৷ ICC ওয়ান-ডে ক্রিকেটার অফ দা ইয়ার 2019 পুরস্কারেও ভূষিত হন তিনি ৷ ওয়ান-ডে বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন ৷ একই সঙ্গে টি-20 ক্রিকেটে চারটি শতরানরকারী প্রথম ক্রিকেটার ও ওয়ান-ডে ক্রিকেটে দুটি দ্বিশতরান করেছেন তিনি ৷

মনোনয়ন নিয়ে বলতে গিয়ে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,’‘ আমরা অনেককিছু চিন্তা ভাবনা ও তথ্য বিচার করে রোহিতের নাম মনোনয়ন করেছি ৷ রোহিত একটি নিজস্ব বেঞ্চমার্ক তৈরি করেছেন ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ও যা বিশাল স্কোর করেছে সেইগুলি চিন্তার বাইরে ৷ আমাদের মনে হয়েছে রাজীব গান্ধি খেলরত্ন পাওয়ার জন্য রোহিতই যোগ্যতম ব্যক্তি ৷’’

অন্যদিকে শিখর ধাওয়ানের অভিষেক টেস্টে দ্রুততম শতরান করার রেকর্ড আছে ৷ এছাড়া শিখরই প্রথম ক্রিকেটার যিনি পরপর দুটি চ্যাম্পিয়ন লিগে সোনার ব্যাট জিতেছিলেন ৷ অন্যদিকে ইশান্ত শর্মা টেস্টে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন ৷ এশিয়ার বাইরে ভারতীয়দের মধ্যে ইশান্তের উইকেট সংখ্যা সবথেকে বেশি ৷

ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মার অনন্য রেকর্ড আছে ৷ মহিলা ওয়ান-ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান আছে দীপ্তির ৷ একই সঙ্গে একমাত্র ভারতীয় স্পিনার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে 6 টি উইকেট আছে ৷

মুম্বই, 30 মে : 2020 রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য ভারতীয় ওপেনার রোহিত শর্মা নাম প্রস্তাব করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ একই সঙ্গে ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও দীপ্তি শর্মার নাম প্রস্তাব করা হয়েছে অর্জুন পুরস্কারের জন্য ৷

ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের তরফে বিভিন্ন বিভাগের পুরস্কারের জন্য মনোনয়ন চাওয়া হয় ৷ 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই মনোনয়ন চাওয়া হয়েছিল ৷

সাদা বলের ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা 2019 সালে দুরন্ত ছন্দে ছিলেন ৷ ICC ওয়ান-ডে ক্রিকেটার অফ দা ইয়ার 2019 পুরস্কারেও ভূষিত হন তিনি ৷ ওয়ান-ডে বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন ৷ একই সঙ্গে টি-20 ক্রিকেটে চারটি শতরানরকারী প্রথম ক্রিকেটার ও ওয়ান-ডে ক্রিকেটে দুটি দ্বিশতরান করেছেন তিনি ৷

মনোনয়ন নিয়ে বলতে গিয়ে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,’‘ আমরা অনেককিছু চিন্তা ভাবনা ও তথ্য বিচার করে রোহিতের নাম মনোনয়ন করেছি ৷ রোহিত একটি নিজস্ব বেঞ্চমার্ক তৈরি করেছেন ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ও যা বিশাল স্কোর করেছে সেইগুলি চিন্তার বাইরে ৷ আমাদের মনে হয়েছে রাজীব গান্ধি খেলরত্ন পাওয়ার জন্য রোহিতই যোগ্যতম ব্যক্তি ৷’’

অন্যদিকে শিখর ধাওয়ানের অভিষেক টেস্টে দ্রুততম শতরান করার রেকর্ড আছে ৷ এছাড়া শিখরই প্রথম ক্রিকেটার যিনি পরপর দুটি চ্যাম্পিয়ন লিগে সোনার ব্যাট জিতেছিলেন ৷ অন্যদিকে ইশান্ত শর্মা টেস্টে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন ৷ এশিয়ার বাইরে ভারতীয়দের মধ্যে ইশান্তের উইকেট সংখ্যা সবথেকে বেশি ৷

ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মার অনন্য রেকর্ড আছে ৷ মহিলা ওয়ান-ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান আছে দীপ্তির ৷ একই সঙ্গে একমাত্র ভারতীয় স্পিনার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে 6 টি উইকেট আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.