ETV Bharat / sports

নজরে টেস্ট সিরিজ়, NCA-তে ফিটনেস ট্রেনিং শুরু করলেন রোহিত

author img

By

Published : Nov 19, 2020, 5:49 PM IST

IPL চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিতকে বাদ দিয়েছিল নির্বাচকরা ।

Rohit Sharma
Rohit Sharma

বেঙ্গালুরু, 19 নভেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার IPL জিতিয়ে দেশে ফিরে এসেছেন রোহিত শর্মা । লক্ষ্য, দ্রুত চোট সারিয়ে টেস্ট সিরিজ়ের আগে অস্ট্রেলিয়া উড়ে যাওয়া । সেই লক্ষে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস অনুশীলন শুরু করলেন হিটম্যান ।

IPL চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিতকে বাদ দিয়েছিলেন নির্বাচকরা । যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় । পরে বোর্ডের তরফে রোহিতের ফিটনেস টেস্ট করা হয় । পাশাপাশি ফাইনাল IPL-এর শেষ দুটি ম্যাচ খেলেন রোহিত । তারপরই টেস্ট স্কোয়াডে রোহিতকে অন্তর্ভুক্ত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা । যদিও IPL শেষে বাকি টিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি তিনি । কারণ, রোহিত নিজেকে পুরোপুরি সুস্থ বলে মনে করলেও BCCI-এর মেডিকেল টিম মনে করছে সেরে ওঠার জন্য রোহিতের আরও সময় প্রয়োজন ।

রোহিতের পুরোপুরি সুস্থ হওয়া টিম ইন্ডিয়ার জন্য খুব প্রয়োজন । কারণ বর্ডার-গাভাসকর সিরিজ়ের শেষ তিনটি ম্যাচে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না দল । বিরাটের অনুপস্থিতিতে হিটম্যানকে প্রয়োজন দলের । এদিকে বুধবার থেকে অনুশীলন শুরু করেছেন ইশান্ত শর্মাও । পাঁজরে চোট পাওয়া ইশান্তেরও NCA-তে রিহ্যাব চলছে । পুরোপুরি সুস্থ হয়ে দুজনই টেস্ট সিরিজ়ের আগে অস্ট্রেলিয়ায় যেতে তৈরি ।

বেঙ্গালুরু, 19 নভেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার IPL জিতিয়ে দেশে ফিরে এসেছেন রোহিত শর্মা । লক্ষ্য, দ্রুত চোট সারিয়ে টেস্ট সিরিজ়ের আগে অস্ট্রেলিয়া উড়ে যাওয়া । সেই লক্ষে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস অনুশীলন শুরু করলেন হিটম্যান ।

IPL চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিতকে বাদ দিয়েছিলেন নির্বাচকরা । যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় । পরে বোর্ডের তরফে রোহিতের ফিটনেস টেস্ট করা হয় । পাশাপাশি ফাইনাল IPL-এর শেষ দুটি ম্যাচ খেলেন রোহিত । তারপরই টেস্ট স্কোয়াডে রোহিতকে অন্তর্ভুক্ত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা । যদিও IPL শেষে বাকি টিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি তিনি । কারণ, রোহিত নিজেকে পুরোপুরি সুস্থ বলে মনে করলেও BCCI-এর মেডিকেল টিম মনে করছে সেরে ওঠার জন্য রোহিতের আরও সময় প্রয়োজন ।

রোহিতের পুরোপুরি সুস্থ হওয়া টিম ইন্ডিয়ার জন্য খুব প্রয়োজন । কারণ বর্ডার-গাভাসকর সিরিজ়ের শেষ তিনটি ম্যাচে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না দল । বিরাটের অনুপস্থিতিতে হিটম্যানকে প্রয়োজন দলের । এদিকে বুধবার থেকে অনুশীলন শুরু করেছেন ইশান্ত শর্মাও । পাঁজরে চোট পাওয়া ইশান্তেরও NCA-তে রিহ্যাব চলছে । পুরোপুরি সুস্থ হয়ে দুজনই টেস্ট সিরিজ়ের আগে অস্ট্রেলিয়ায় যেতে তৈরি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.