ETV Bharat / sports

ফের শতরান, রোহিত ছুঁয়ে ফেললেন সাঙ্গাকারার রেকর্ড

সাত ইনিংসে চার সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন । বাংলাদেশের বিরুদ্ধে 104 রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন রোহিত ।

রোহিত শর্মা
author img

By

Published : Jul 2, 2019, 8:22 PM IST

বার্মিংহাম, 2 জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে আরও একটা সেঞ্চুরি হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। সাত ইনিংসে চার সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন । বাংলাদেশের বিরুদ্ধে 104 রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন রোহিত । এই রাজকীয় ইনিংসে সাতটা বাউন্ডারি, পাঁচটা ওভার বাউন্ডারি মারলেন রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের এক ধাপ মাত্র দূরে রোহিত । সচিনের পর সবচেয়ে বেশি বিশ্বকাপ সেঞ্চুরির নজির এত দিন যুগ্মভাবে ছিল কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের । আজকের ম্যাচে এই দু'জনকে ছুঁয়ে ফেললেন রোহিত । আর একটা বিশ্বকাপ সেঞ্চুরি করলেই লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলবেন রোহিত ।

এই বিশ্বকাপে আর একটা সেঞ্চুরি পেলেই একই বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের একক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত । বিশ্বকাপে দ্রুততম পাঁচটি শতরানের নজিরও আজ করে ফেললেন রোহিত ।

বার্মিংহাম, 2 জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে আরও একটা সেঞ্চুরি হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। সাত ইনিংসে চার সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন । বাংলাদেশের বিরুদ্ধে 104 রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন রোহিত । এই রাজকীয় ইনিংসে সাতটা বাউন্ডারি, পাঁচটা ওভার বাউন্ডারি মারলেন রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের এক ধাপ মাত্র দূরে রোহিত । সচিনের পর সবচেয়ে বেশি বিশ্বকাপ সেঞ্চুরির নজির এত দিন যুগ্মভাবে ছিল কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের । আজকের ম্যাচে এই দু'জনকে ছুঁয়ে ফেললেন রোহিত । আর একটা বিশ্বকাপ সেঞ্চুরি করলেই লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলবেন রোহিত ।

এই বিশ্বকাপে আর একটা সেঞ্চুরি পেলেই একই বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের একক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত । বিশ্বকাপে দ্রুততম পাঁচটি শতরানের নজিরও আজ করে ফেললেন রোহিত ।

Bandipora (JandK), Jul 02 (ANI): 'Kishtie' race was organised during Wular Sports Festival 2019 in JandK's Bandipora on July 1. The Sports Festival is a joint effort by Indian Army and JandK administration. Races were held in different categories Wular lake. Several people from different parts of the Valley turned up on the inaugural day.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.