বার্মিংহাম, 2 জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে আরও একটা সেঞ্চুরি হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। সাত ইনিংসে চার সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন । বাংলাদেশের বিরুদ্ধে 104 রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন রোহিত । এই রাজকীয় ইনিংসে সাতটা বাউন্ডারি, পাঁচটা ওভার বাউন্ডারি মারলেন রোহিত।
বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের এক ধাপ মাত্র দূরে রোহিত । সচিনের পর সবচেয়ে বেশি বিশ্বকাপ সেঞ্চুরির নজির এত দিন যুগ্মভাবে ছিল কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের । আজকের ম্যাচে এই দু'জনকে ছুঁয়ে ফেললেন রোহিত । আর একটা বিশ্বকাপ সেঞ্চুরি করলেই লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলবেন রোহিত ।
এই বিশ্বকাপে আর একটা সেঞ্চুরি পেলেই একই বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের একক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত । বিশ্বকাপে দ্রুততম পাঁচটি শতরানের নজিরও আজ করে ফেললেন রোহিত ।