ETV Bharat / sports

আজ নাগপুরে দ্বিতীয় ম্যাচ, দলে আসতে পারেন ঋষভ-চাহাল - nagpur

পাঁচ ম্যাচের সিরিজ়ে বিরাট কোহলির দল এখন ১-০ এগিয়ে। আজ নাগপুরে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ই ভারতের শেষ ম্যাচ প্র্যাকটিস।

author img

By

Published : Mar 5, 2019, 10:55 AM IST

নাগপুর, ৫ মার্চ : কোহলির অধিনায়কত্বে ভারতের মাটিতে প্রথমবার কোনও সিরিজ় হেরেছে ভারত। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20 সিরিজ়ে হারের পর হায়দরাবাদের প্রথম ওয়ান ডেতে দুরন্ত জয় পেয়েছেন কোহলিরা। পাঁচ ম্যাচের সিরিজ়ে বিরাট কোহলির দল এখন ১-০ এগিয়ে। আজ নাগপুরে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ই ভারতের শেষ ম্যাচ প্র্যাকটিস। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে অজ়িদের বিরুদ্ধে চূড়ান্ত মহড়া সেরে নিতে চাইবেন হেড কোচ রবি শাস্ত্রী। এই সিরিজ়ে পরীক্ষা নিরীক্ষা চলবে বলে আশা করা যাচ্ছে। তবে নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সেই সিরিজ়ে ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে বিরাট ব্রিগেড।

ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে বিরাট এখনও পর্যন্ত ঘরের মাঠে ১৬টি সিরিজ়ে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সাতটি টেস্ট সিরিজ়, পাঁচটি ওয়ান ডে সিরিজ়ের প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। বিশ্বকাপের আগে কোহলি চাইবেন এই সিরিজ়টাও জিততে। আর সেই লক্ষ্যে আজকের ম্যচ জিতলে অনেকটাই এগিয়ে থাকবে ভারত।

প্রথম একদিনের ম্যাচে রান পাননি ওপেনার শিখর ধাওয়ান। নাগপুরে তাঁকে আরও একটা সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অজ়িদের বিরুদ্ধে দুটি T-20-তে রান পাওয়া ওপেনার কেএল রাহুলকেও দেখে নেওয়া হতে পারে নাগপুরে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বিজয় শংকরকে। তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে খেলানো হতে পারে। রবীন্দ্র জাদেজার জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল। 'কুল-চা' জুটিকে ফের দেখা যেতে পারে নাগপুরে। হায়দরাবাদে মিডল অর্ডারে ধোনি-কেদার যাদব জুটি ভরসা জুগিয়েছে বিরাটকে। তেমনই অধিনায়ক কোহলিকে স্বস্তিতে রেখেছে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির আগুনে বোলিং।

undefined

নাগপুর, ৫ মার্চ : কোহলির অধিনায়কত্বে ভারতের মাটিতে প্রথমবার কোনও সিরিজ় হেরেছে ভারত। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20 সিরিজ়ে হারের পর হায়দরাবাদের প্রথম ওয়ান ডেতে দুরন্ত জয় পেয়েছেন কোহলিরা। পাঁচ ম্যাচের সিরিজ়ে বিরাট কোহলির দল এখন ১-০ এগিয়ে। আজ নাগপুরে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ই ভারতের শেষ ম্যাচ প্র্যাকটিস। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে অজ়িদের বিরুদ্ধে চূড়ান্ত মহড়া সেরে নিতে চাইবেন হেড কোচ রবি শাস্ত্রী। এই সিরিজ়ে পরীক্ষা নিরীক্ষা চলবে বলে আশা করা যাচ্ছে। তবে নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সেই সিরিজ়ে ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে বিরাট ব্রিগেড।

ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে বিরাট এখনও পর্যন্ত ঘরের মাঠে ১৬টি সিরিজ়ে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সাতটি টেস্ট সিরিজ়, পাঁচটি ওয়ান ডে সিরিজ়ের প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। বিশ্বকাপের আগে কোহলি চাইবেন এই সিরিজ়টাও জিততে। আর সেই লক্ষ্যে আজকের ম্যচ জিতলে অনেকটাই এগিয়ে থাকবে ভারত।

প্রথম একদিনের ম্যাচে রান পাননি ওপেনার শিখর ধাওয়ান। নাগপুরে তাঁকে আরও একটা সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অজ়িদের বিরুদ্ধে দুটি T-20-তে রান পাওয়া ওপেনার কেএল রাহুলকেও দেখে নেওয়া হতে পারে নাগপুরে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বিজয় শংকরকে। তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে খেলানো হতে পারে। রবীন্দ্র জাদেজার জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল। 'কুল-চা' জুটিকে ফের দেখা যেতে পারে নাগপুরে। হায়দরাবাদে মিডল অর্ডারে ধোনি-কেদার যাদব জুটি ভরসা জুগিয়েছে বিরাটকে। তেমনই অধিনায়ক কোহলিকে স্বস্তিতে রেখেছে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির আগুনে বোলিং।

undefined

Nagpur (Maharashtra) Mar 03 (ANI): The Indian and Australian teams arrived in Nagpur for upcoming second ODI match which is going to be held at Vidarbha Cricket Association stadium in Nagpur on Tuesday, March 5. India kicked off the five matches ODI series against Australia with a six wicket win in Hyderabad on Saturday.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.