ম্যানচেস্টার, 9 জুলাই : বয়স 87 । সে তো একটা সংখ্যা। এই বয়সেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে সমর্থন করতে এজবাস্টনে গেছিলেন । ম্যাচজুড়ে ভুভুজেলা বাজিয়ে বিরাট বাহিনীকে সমর্থনও করেছেন । চলতি বিশ্বকাপে বাইশ গজের সুপারম্যান যদি হন রোহিত শর্মা, তা হলে অবশ্যই গ্যালারি কুইন হলেন বছর 87-র চারুলতা প্যাটেল । এ বার সেই চারুলতা প্যাটেলকেই দেখা যাবে বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থার বিজ্ঞাপনে ।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসেই ভারতকে চিয়ার আপ করেছিলেন 87 বছরের 'যুবতি' । তারপরেই রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন তিনি । তাঁর ভরপুর এনার্জি অবাক করেছিল গোটা বিশ্বকে । ম্যাচ শেষে তাঁর আশীর্বাদ পেতে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি । এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তাঁকে বিজ্ঞাপনে রাখার সিদ্ধান্ত বলে জানান বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থার কর্তা ।
সংস্থার মুখপাত্র বলেন, "ক্রেতাদের পছন্দ-অপছন্দ জানতে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে কোম্পানি । তা সে বলিউড তারকাকে এনে হোক কিংবা ক্রীড়াদুনিয়ার কোনও ব্যক্তিত্ব । তাই এবার প্রাণবন্ত চারুলতা দেবীর 'সোয়্যাগ' ফুটিয়ে তোলা হবে । এই বিজ্ঞাপনের বার্তা, বয়স একটি সংখ্যা মাত্র ।"