ETV Bharat / sports

সেমিফাইনালের 'রাস্তা খোলা' পাকিস্তানের সামনে, জিততে হবে শূন্য বলে ! - new zealand

হাস্যকর হলেও সেমিফাইনালে পৌঁছাতে বাংলাদেশকে তাদের হারাতে হবে শূন্য বলে । পাকিস্তানের জন্য সেমিফাইনালের পরিসংখ্যান এটাই ।

সেমিফাইনালের 'রাস্তা খোলা' পাকিস্তানের সামনে, জিততে হবে শূন্য বলে !
author img

By

Published : Jul 4, 2019, 10:09 AM IST

লন্ডন, 4 জুলাই : পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে ড্রেসিংরুমেই । হাস্যকর হলেও ইংল্যান্ডের কাছে নিউজ়িল্যান্ডের হারে পাকিস্তানের জন্য সেমিফাইনালের পরিসংখ্যান এটাই । বাংলাদেশকে তাদের হারাতে হবে শূন্য বলে ।

চেস্টার লি স্ট্রিটে নিউজ়িল্যান্ডকে 119 রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড । পাশাপাশি অসম্ভব একটি টার্গেটের সামনে পাকিস্তান । বাংলাদেশের বিরুদ্ধে কোনও বল না খেলেই টার্গেট পূরণ করতে হবে পাকিস্তান দলকে । তবেই যদি সেমিফাইনালে জায়গা হয় সরফরাজ়দের ।

বস্তুত গতকাল হারের পরও কিউইদের রানরেট ‍+0.175 । বর্তমানে (8 ম্যাচে 9 পয়েন্ট) টেবিলের পাঁচে থাকা পাকিস্তানের রানরেট -0.792 । যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তবে রানরেটের এই ঘাটতি পুষিয়ে সেমিফাইনালে ওঠা অঙ্কের নিরিখে সম্ভব হলেও বাস্তবে প্রায় অসম্ভব । আর দ্বিতীয় ইনিংসে যদি তাদের ব্যাটিং আসে তাহলে তো কথাই নেই । ড্রেসিংরুমে থাকতে থাকতেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যমাত্রা টপকাতে হবে তাদের ।

প্রথম ব্যাট করেও বাংলাদেশকে হারাতে হবে কম করে 300 রানের ব্যাবধানে । এক দিনের ক্রিকেটের ইতিহাসে যা এর আগে কোনও দল করতে পারেনি । ওয়ানডে ইতিহাসে 290 রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল নিউজ়িল্যান্ড ।

গতকাল ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য নিউজ়িল্যান্ডকে 306 রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড । কিন্তু পাকিস্তানের সমর্থকদের হতাশ করে সেই লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি উইলিয়ামসনরা । আর তার জেরেই শূন্য বলে জেতার মতো অসম্ভব টার্গেটের সামনে পাকিস্তান ।

লন্ডন, 4 জুলাই : পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে ড্রেসিংরুমেই । হাস্যকর হলেও ইংল্যান্ডের কাছে নিউজ়িল্যান্ডের হারে পাকিস্তানের জন্য সেমিফাইনালের পরিসংখ্যান এটাই । বাংলাদেশকে তাদের হারাতে হবে শূন্য বলে ।

চেস্টার লি স্ট্রিটে নিউজ়িল্যান্ডকে 119 রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড । পাশাপাশি অসম্ভব একটি টার্গেটের সামনে পাকিস্তান । বাংলাদেশের বিরুদ্ধে কোনও বল না খেলেই টার্গেট পূরণ করতে হবে পাকিস্তান দলকে । তবেই যদি সেমিফাইনালে জায়গা হয় সরফরাজ়দের ।

বস্তুত গতকাল হারের পরও কিউইদের রানরেট ‍+0.175 । বর্তমানে (8 ম্যাচে 9 পয়েন্ট) টেবিলের পাঁচে থাকা পাকিস্তানের রানরেট -0.792 । যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তবে রানরেটের এই ঘাটতি পুষিয়ে সেমিফাইনালে ওঠা অঙ্কের নিরিখে সম্ভব হলেও বাস্তবে প্রায় অসম্ভব । আর দ্বিতীয় ইনিংসে যদি তাদের ব্যাটিং আসে তাহলে তো কথাই নেই । ড্রেসিংরুমে থাকতে থাকতেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যমাত্রা টপকাতে হবে তাদের ।

প্রথম ব্যাট করেও বাংলাদেশকে হারাতে হবে কম করে 300 রানের ব্যাবধানে । এক দিনের ক্রিকেটের ইতিহাসে যা এর আগে কোনও দল করতে পারেনি । ওয়ানডে ইতিহাসে 290 রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল নিউজ়িল্যান্ড ।

গতকাল ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য নিউজ়িল্যান্ডকে 306 রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড । কিন্তু পাকিস্তানের সমর্থকদের হতাশ করে সেই লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি উইলিয়ামসনরা । আর তার জেরেই শূন্য বলে জেতার মতো অসম্ভব টার্গেটের সামনে পাকিস্তান ।

Lucknow, Jul 04 (ANI): A fire broke out on three floors of Picup Bhawan in Lucknow's Gomti Nagar area earlier this evening. It was later brought under control with the help of 6 fire tenders. The fire department is still present at the spot. Further investigation is underway. The CM has ordered a 3-member committee to file a report within 48 hours.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.