ETV Bharat / sports

বিতর্ক নেই, নিয়ম মেনেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড : সৌরভ

বিশ্বকাপে ধারাভাষ্যের কাজ সেরে কলকাতায় ফিরেছেন সৌরভ । গতকাল এসেছিলেন CAB-তে । বলেন, "ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কোনও বিতর্ক নেই ।"

সৌরভ
author img

By

Published : Jul 18, 2019, 7:25 AM IST

কলকাতা, 18 জুলাই : নিয়ম মেনেই খেতাব পেয়েছে ইয়ন মর্গ্যানের দল । মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের । বিশ্বকাপে ধারাভাষ্যের কাজ সেরে কলকাতায় ফিরেছেন সৌরভ । গতকাল এসেছিলেন CAB-তে । সেখান থেকে বেরোনোর সময় বলেন, "ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কোনও বিতর্ক নেই ।" ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ম্যাচ টাই হলেও তা সুপার ওভারে গড়িয়েছিল । সেখানে টাই । কিন্তু বাউন্ডারি মারার ক্ষেত্রে সংখ্যায় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

এদিকে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে মুখ খুলতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক । তবে রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করেছেন । একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন । তা সত্ত্বেও ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার জোটেনি । যা পেয়েছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন । এরমধ্যে অবশ্য অন্যায় দেখছেন না সৌরভ । তাঁর মতে, যারা ফাইনালে ওঠে তাদের মধ্যে টুর্নামেন্ট সেরা বাছা হয় ।

এদিকে, এবার CAB-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ । মেয়েদের মধ্যে সেরা দিপ্তী শর্মা । সেরার তালিকা চূড়ান্ত না হলেও তাঁরা দু'জন এগিয়ে রয়েছেন বলে খবর ।

কলকাতা, 18 জুলাই : নিয়ম মেনেই খেতাব পেয়েছে ইয়ন মর্গ্যানের দল । মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের । বিশ্বকাপে ধারাভাষ্যের কাজ সেরে কলকাতায় ফিরেছেন সৌরভ । গতকাল এসেছিলেন CAB-তে । সেখান থেকে বেরোনোর সময় বলেন, "ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কোনও বিতর্ক নেই ।" ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ম্যাচ টাই হলেও তা সুপার ওভারে গড়িয়েছিল । সেখানে টাই । কিন্তু বাউন্ডারি মারার ক্ষেত্রে সংখ্যায় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।

এদিকে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে মুখ খুলতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক । তবে রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করেছেন । একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন । তা সত্ত্বেও ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার জোটেনি । যা পেয়েছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন । এরমধ্যে অবশ্য অন্যায় দেখছেন না সৌরভ । তাঁর মতে, যারা ফাইনালে ওঠে তাদের মধ্যে টুর্নামেন্ট সেরা বাছা হয় ।

এদিকে, এবার CAB-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ । মেয়েদের মধ্যে সেরা দিপ্তী শর্মা । সেরার তালিকা চূড়ান্ত না হলেও তাঁরা দু'জন এগিয়ে রয়েছেন বলে খবর ।

Intro:বিতর্ক নেই, নিয়ম মেনেই চ্যাম্পিয়ন ইংল্যান্ডঃ সৌরভ

কলকাতা,১৭ অগস্টঃ সিএবির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিমন্যু ইশ্বরণ। মেয়েদের মধ্যে সেরা দিপ্তী শর্মা। সেরার তালিকা চুড়ান্ত না হলেও এরা দুজন এগিয়ে রয়েছেন বলে সিএবি সুত্রে জানানো হয়েছে। বিশ্বকাপের ধারাভাষ্যের কাজ সেরে কলকাতায় ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সিএবিতে এসেছিলেন। পরে বেরোনোর সময় ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কোনও নেই। নিয়ম মেনেই খেতাব পেয়েছে ইয়ন মর্গ্যানের দল। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ম্যাচ টাই হলেও তা সুপার ওভারে গড়িয়েছিল। সেখানে টাই। কিন্তু বাউন্ডারি মারার ক্ষেত্রে সংখ্যায় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক। রোহিত শর্মার ব্যাটিং পারফরম্যান্সের ভয়সী প্রশংসা করেছেন। একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন। তা সত্ত্বেও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জোটেনি। যা পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এরমধ্যে অন্যায় দেখেন না সৌরভ। তাঁর মতে যারা ফাইনালে ওঠে তাদের মধ্যে টুর্নামেন্ট সেরা বাছা হয়।Body:SouravConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.