হ্যামিলটন, 29 জানুয়ারি : বিরাটের মুকুটে নতুন পালক ৷ অধিনায়ক হিসাবে ভেঙে ফেললেন মহেন্দ্র সিংধোনির রেকর্ড ৷ ভারত অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারি হলেন তিনি ৷
বিশ্বের অধিনায়কদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে ৷ কোহলির আগে আছেন কেন উইলিয়ামসন ও ফাফ ডুপ্লেসি ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন দুই নম্বরে ৷ অধিনায়ক হিসাবে তাঁর রান 1148 ৷ তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডুপ্লেসি ৷ তাঁর সংগ্রহ 1273 রান ৷
অধিনায়ক হিসাবে এতদিন ধোনি ছিলেন তিন নম্বরে ৷ তাঁর ছিল 1112 রান ৷ মাহির রেকর্ড ভাঙতে কোহলির সময় লাগল 37 টি ম্যাচ ৷ হ্যামিলটনে কোহলি করেন 27 বলে 38 রান ৷ নিউজ়িল্যান্ডকে ভারতে 180 রানের টার্গেট দেয় ৷ শেষ ওভারে শামির দুরন্ত বোলিংয়ে টাই হয় ম্যাচ ৷ সুপারওভারে রোহিতের বিধ্বংসী ব্যাটে ম্যাচ জেতে ভারত ৷