ETV Bharat / sports

হ্যামিলটনে ম্যাচ জিতল ভারত, নতুন রেকর্ড কোহলির

হ্যামিলটনে কোহলির নতুন রেকর্ড ৷ ভারত অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারী হলেন ভারত অধিনায়ক ৷

image
বিরাট কোহলি
author img

By

Published : Jan 29, 2020, 7:53 PM IST

হ্যামিলটন, 29 জানুয়ারি : বিরাটের মুকুটে নতুন পালক ৷ অধিনায়ক হিসাবে ভেঙে ফেললেন মহেন্দ্র সিংধোনির রেকর্ড ৷ ভারত অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারি হলেন তিনি ৷

বিশ্বের অধিনায়কদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে ৷ কোহলির আগে আছেন কেন উইলিয়ামসন ও ফাফ ডুপ্লেসি ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন দুই নম্বরে ৷ অধিনায়ক হিসাবে তাঁর রান 1148 ৷ তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডুপ্লেসি ৷ তাঁর সংগ্রহ 1273 রান ৷

অধিনায়ক হিসাবে এতদিন ধোনি ছিলেন তিন নম্বরে ৷ তাঁর ছিল 1112 রান ৷ মাহির রেকর্ড ভাঙতে কোহলির সময় লাগল 37 টি ম্যাচ ৷ হ্যামিলটনে কোহলি করেন 27 বলে 38 রান ৷ নিউজ়িল্যান্ডকে ভারতে 180 রানের টার্গেট দেয় ৷ শেষ ওভারে শামির দুরন্ত বোলিংয়ে টাই হয় ম্যাচ ৷ সুপারওভারে রোহিতের বিধ্বংসী ব্যাটে ম্যাচ জেতে ভারত ৷

হ্যামিলটন, 29 জানুয়ারি : বিরাটের মুকুটে নতুন পালক ৷ অধিনায়ক হিসাবে ভেঙে ফেললেন মহেন্দ্র সিংধোনির রেকর্ড ৷ ভারত অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারি হলেন তিনি ৷

বিশ্বের অধিনায়কদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে ৷ কোহলির আগে আছেন কেন উইলিয়ামসন ও ফাফ ডুপ্লেসি ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন দুই নম্বরে ৷ অধিনায়ক হিসাবে তাঁর রান 1148 ৷ তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডুপ্লেসি ৷ তাঁর সংগ্রহ 1273 রান ৷

অধিনায়ক হিসাবে এতদিন ধোনি ছিলেন তিন নম্বরে ৷ তাঁর ছিল 1112 রান ৷ মাহির রেকর্ড ভাঙতে কোহলির সময় লাগল 37 টি ম্যাচ ৷ হ্যামিলটনে কোহলি করেন 27 বলে 38 রান ৷ নিউজ়িল্যান্ডকে ভারতে 180 রানের টার্গেট দেয় ৷ শেষ ওভারে শামির দুরন্ত বোলিংয়ে টাই হয় ম্যাচ ৷ সুপারওভারে রোহিতের বিধ্বংসী ব্যাটে ম্যাচ জেতে ভারত ৷

New Delhi, Jan 29 (ANI): Chief Minister Arvind Kejriwal held a roadshow in Delhi on Jan 29 ahead of Assembly elections. He was accompanied by AAP's MLA Raghav Chadha, who has filed his nomination from South Delhi parliamentary constituency. Delhi Assembly elections will be held on February 08 and the results will be declared on February 11.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.