ETV Bharat / sports

"গরমে গলা শুকিয়ে আসছিল", হায়দরাবাদের কাছে হারের পর জানালেন ধোনি - IPL 2020

বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা দুবাইয়ের 22 গজে ধোনিকে দেখে মানতে বাধ্য হচ্ছেন "থালা" সমর্থকরা ৷ আমিরশাহীর গরম নাজেহাল করে ছেড়েছে তাঁকে ৷

"গরমে গলা শুকিয়ে আসছিল", হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ধোনি
"গরমে গলা শুকিয়ে আসছিল", হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ধোনি
author img

By

Published : Oct 3, 2020, 7:38 AM IST

দুবাই, 3 অক্টোবর : চলতি IPL-এ হারের হ্যাটট্রিক করে ফেলেছে টুর্নামেন্টের অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংস ৷ IPL-এর মঞ্চে যা বিরল ৷ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে হারের পর এর ব্যাখ্যা দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বললেন, বারবার একই ভুল করার ফলেই এই হার ৷

ম্যাচের পর CSK অধিনায়ক বলেছেন, "হতে পারে, অনেকদিন আগে একসঙ্গে তিনটি ম্যাচ হেরেছিলাম ৷ আমাদের অনেক কিছু ঠিক করতে হবে ৷ আরও পেশাদার হতে হবে ৷ ক্যাচ ফেলা, নো বলের মতো বিষয়গুলির দিকে নজর দিতে হবে ৷ আমরা বারবার একই ভুল করে যাচ্ছি ৷ 16 ওভারের পরের দু'টো ওভার খুব খারাপ ছিল ৷ সবমিলিয়ে আমরা আর একটু ভালো পারফর্ম করতে পারতাম ৷ " তিনি আরও বলেন, ক্যাচ ফেলতে কেউ চায় না ৷ এধরনের ভুল নকআউট পর্যায়ের ম্যাচে হলে সমস্যা হবে ৷ যদি এটা নকআউট পর্বের ম্যাচ হত তাহলে কী হত ? উন্নতির অনেক জায়গা রয়েছে ৷ আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব ৷"

ধোনি নিজে 36 বলে অপরাজিত 47 রান করেন ৷ কিন্তু সেই আগের মতো ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়ে দলকে জেতাতে পারেননি ৷ বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা দুবাইয়ের 22 গজে ধোনিকে দেখে মানতে বাধ্য হচ্ছেন "থালা" সমর্থকরা ৷ আমিরশাহীর গরম নাজেহাল করে ছেড়েছে তাঁকে ৷ দু'রান নিতে গিয়ে দম রাখতে পারলেন না ৷ এক হাঁটু ভাঁজ করে বসে পড়েন মাঠেই ৷ যে দৃশ্য দেখে মনখারাপ হতে বাধ্য ৷ ম্যাচ শেষে মাহি বললেন, "আমি হয়ত খুব জোর শট মারার চেষ্টা করছিলাম ৷ আউটফিল্ড দেখে অজান্তেই এটা করেছি ৷ এখন ঠিক আছি ৷ কিন্তু তখন গরমে গলা শুকিয়ে আসছিল ৷"

দুবাই, 3 অক্টোবর : চলতি IPL-এ হারের হ্যাটট্রিক করে ফেলেছে টুর্নামেন্টের অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংস ৷ IPL-এর মঞ্চে যা বিরল ৷ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 রানে হারের পর এর ব্যাখ্যা দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বললেন, বারবার একই ভুল করার ফলেই এই হার ৷

ম্যাচের পর CSK অধিনায়ক বলেছেন, "হতে পারে, অনেকদিন আগে একসঙ্গে তিনটি ম্যাচ হেরেছিলাম ৷ আমাদের অনেক কিছু ঠিক করতে হবে ৷ আরও পেশাদার হতে হবে ৷ ক্যাচ ফেলা, নো বলের মতো বিষয়গুলির দিকে নজর দিতে হবে ৷ আমরা বারবার একই ভুল করে যাচ্ছি ৷ 16 ওভারের পরের দু'টো ওভার খুব খারাপ ছিল ৷ সবমিলিয়ে আমরা আর একটু ভালো পারফর্ম করতে পারতাম ৷ " তিনি আরও বলেন, ক্যাচ ফেলতে কেউ চায় না ৷ এধরনের ভুল নকআউট পর্যায়ের ম্যাচে হলে সমস্যা হবে ৷ যদি এটা নকআউট পর্বের ম্যাচ হত তাহলে কী হত ? উন্নতির অনেক জায়গা রয়েছে ৷ আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব ৷"

ধোনি নিজে 36 বলে অপরাজিত 47 রান করেন ৷ কিন্তু সেই আগের মতো ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়ে দলকে জেতাতে পারেননি ৷ বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা দুবাইয়ের 22 গজে ধোনিকে দেখে মানতে বাধ্য হচ্ছেন "থালা" সমর্থকরা ৷ আমিরশাহীর গরম নাজেহাল করে ছেড়েছে তাঁকে ৷ দু'রান নিতে গিয়ে দম রাখতে পারলেন না ৷ এক হাঁটু ভাঁজ করে বসে পড়েন মাঠেই ৷ যে দৃশ্য দেখে মনখারাপ হতে বাধ্য ৷ ম্যাচ শেষে মাহি বললেন, "আমি হয়ত খুব জোর শট মারার চেষ্টা করছিলাম ৷ আউটফিল্ড দেখে অজান্তেই এটা করেছি ৷ এখন ঠিক আছি ৷ কিন্তু তখন গরমে গলা শুকিয়ে আসছিল ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.