কলকাতা, 17মে : গ্রীষ্মের দাবদাহের মত CAB পরিচালিত ঘরোয়া ক্লাব ক্রিকেটে স্টিম রোলার চালাচ্ছে মোহনবাগান। জেসি মুখার্জির পরে সবুজ মেরুন ব্রিগেড এবার সিনিয়র নক আউট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল । ফাইনালে কালীঘাট ক্লাবকে 99 রানে হারিয়ে সহজ জয় তুলে নিল মোহনবাগান ।
প্রথমে ব্যাট করতে নেমে মোহনবাগান ছয় উইকেটে 346 রান তোলে । ম্যাচের সেরা বিবেক সিং 78 রান, মনোজ তিওয়ারির 61 ও দেবব্রত দাসের অপরাজিত 78 রান মোহনবাগানকে সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দেয় । দেবব্রত মাত্র 32 বল খেলেন । তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারি । প্রত্যুত্তরে কালীঘাট 41.3 ওভারে 247 রানে অলআউট হয়ে যায় । মোহনবাগানের হয়ে সৌরভ মণ্ডল তিনটি উইকেট তুলে নেন ।