ETV Bharat / sports

ত্রিমুকুট জয়ই পাখির চোখ মোহনবাগানের - eden garden

মরশুমের দ্বিতীয় ট্রফি জিতল মোহনবাগান ক্রিকেট দল, CAB নকআউট টুর্নামেন্টের ফাইনালে কালীঘাটকে 99 রানে হারাল সবজ-মেরুন শিবির

মোহনবাগান
author img

By

Published : May 17, 2019, 10:51 AM IST

Updated : May 17, 2019, 11:19 AM IST

কলকাতা, 17মে : গ্রীষ্মের দাবদাহের মত CAB পরিচালিত ঘরোয়া ক্লাব ক্রিকেটে স্টিম রোলার চালাচ্ছে মোহনবাগান। জেসি মুখার্জির পরে সবুজ মেরুন ব্রিগেড এবার সিনিয়র নক আউট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল । ফাইনালে কালীঘাট ক্লাবকে 99 রানে হারিয়ে সহজ জয় তুলে নিল মোহনবাগান ।

প্রথমে ব্যাট করতে নেমে মোহনবাগান ছয় উইকেটে 346 রান তোলে । ম্যাচের সেরা বিবেক সিং 78 রান, মনোজ তিওয়ারির 61 ও দেবব্রত দাসের অপরাজিত 78 রান মোহনবাগানকে সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দেয় । দেবব্রত মাত্র 32 বল খেলেন । তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারি । প্রত্যুত্তরে কালীঘাট 41.3 ওভারে 247 রানে অলআউট হয়ে যায় । মোহনবাগানের হয়ে সৌরভ মণ্ডল তিনটি উইকেট তুলে নেন ।

ভিডিয়োয় দেখুন মোহনবাগানের উচ্ছাস
ক্লাব ক্রিকেটে কালীঘাট শক্তিশালী দল । কিন্তু ব্যাটিংয়ের শুরুটা তাদের ভালো হয়নি । প্রথম দুই ওভারে দশ রানে দুই উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গেছিল তারা । এই সময় অভিমন্যু ঈশ্বরণের ৮২ বলে ৮৭ ও শুভম দাসের ৪৮ রান আশা জাগালেও তা মোহনবাগানের রান টপকে যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল না । বাগান অধিনায়ক মনোজ তিওয়ারি দলের সহজ জয়ে খুশি । সবুজ মেরুন কোচ শুভময় দাস বলেছেন মরশুমের প্রথম থেকে একটা দল হিসেবে সকলে পারফর্ম করছে। দুটো ট্রফি জয় সম্ভব হয়েছে। এবার লিগ জিতে ত্রিমুকুটই পাখির চোখ।

কলকাতা, 17মে : গ্রীষ্মের দাবদাহের মত CAB পরিচালিত ঘরোয়া ক্লাব ক্রিকেটে স্টিম রোলার চালাচ্ছে মোহনবাগান। জেসি মুখার্জির পরে সবুজ মেরুন ব্রিগেড এবার সিনিয়র নক আউট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল । ফাইনালে কালীঘাট ক্লাবকে 99 রানে হারিয়ে সহজ জয় তুলে নিল মোহনবাগান ।

প্রথমে ব্যাট করতে নেমে মোহনবাগান ছয় উইকেটে 346 রান তোলে । ম্যাচের সেরা বিবেক সিং 78 রান, মনোজ তিওয়ারির 61 ও দেবব্রত দাসের অপরাজিত 78 রান মোহনবাগানকে সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দেয় । দেবব্রত মাত্র 32 বল খেলেন । তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারি । প্রত্যুত্তরে কালীঘাট 41.3 ওভারে 247 রানে অলআউট হয়ে যায় । মোহনবাগানের হয়ে সৌরভ মণ্ডল তিনটি উইকেট তুলে নেন ।

ভিডিয়োয় দেখুন মোহনবাগানের উচ্ছাস
ক্লাব ক্রিকেটে কালীঘাট শক্তিশালী দল । কিন্তু ব্যাটিংয়ের শুরুটা তাদের ভালো হয়নি । প্রথম দুই ওভারে দশ রানে দুই উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গেছিল তারা । এই সময় অভিমন্যু ঈশ্বরণের ৮২ বলে ৮৭ ও শুভম দাসের ৪৮ রান আশা জাগালেও তা মোহনবাগানের রান টপকে যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল না । বাগান অধিনায়ক মনোজ তিওয়ারি দলের সহজ জয়ে খুশি । সবুজ মেরুন কোচ শুভময় দাস বলেছেন মরশুমের প্রথম থেকে একটা দল হিসেবে সকলে পারফর্ম করছে। দুটো ট্রফি জয় সম্ভব হয়েছে। এবার লিগ জিতে ত্রিমুকুটই পাখির চোখ।
Intro:মোহনবাগান


Body:চ্যাম্পিয়ন


Conclusion:
Last Updated : May 17, 2019, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.