ETV Bharat / sports

ইডেনের সবুজ উইকেটে দিল্লির বিরুদ্ধে বাংলা চার পেসারে খেলবে

হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পরে আত্মবিশ্বাসে টগবগ করছেন মনোজ তিওয়ারি । তাঁর সেই আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বঙ্গ সাজঘরে । ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ । ফলে সবুজ উইকেটে প্রতিপক্ষকে আমন্ত্রণ জানাবে বাংলা দল । মনোজ বলছেন, "ব্যাটসম্যানদের সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ সামলে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে । তা ছাড়া দলের পেস ডিপার্টমেন্ট অনভিজ্ঞ হলেও দক্ষতায় পিছিয়ে নেই । শুধু দরকার সঠিক দিক নির্দেশ । সিনিয়র হিসেবে সেটা করব ।"

image
মনোজ তিওয়ারি
author img

By

Published : Jan 25, 2020, 4:35 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : হায়দরাবাদ ম্যাচের সাত পয়েন্ট বদলে দিয়েছে বাংলাকে । সোমবার থেকে ফের ইডেনে নামবেন মনোজ তিওয়ারিরা । ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজিল্যান্ড চলে গিয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন । ফলে নেতৃত্বের ব্যাটন ফের মনোজ তিওয়ারির হাতে ।

হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পরে আত্মবিশ্বাসে টগবগ করছেন মনোজ তিওয়ারি । তাঁর সেই আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বঙ্গ সাজঘরে । ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ । ফলে সবুজ উইকেটে প্রতিপক্ষকে আমন্ত্রণ জানাবে বাংলা দল । মনোজ বলছেন, "ব্যাটসম্যানদের সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ সামলে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে । তা ছাড়া দলের পেস ডিপার্টমেন্ট অনভিজ্ঞ হলেও দক্ষতায় পিছিয়ে নেই । শুধু দরকার সঠিক দিক নির্দেশ । সিনিয়র হিসেবে সেটা করব ।"

আকাশদীপ, মুকেশ কুমারের পাশে নীলকণ্ঠ দাস দলে আসছেন । চার নম্বর পেসারের নাম ঠিক করতে বঙ্গ থিংক ট্যাঙ্ক সময় চায় । পয়েন্ট টেবিলে দল রয়েছে তিন নম্বর স্থানে । ফলে এলিট গ্রুপে জায়গা পাকা করতে দিল্লি ম্যাচে ছয় পয়েন্ট জরুরি ।

বাংলা বনাম দিল্লি ম্যাচ নিয়ে মনোজ তিওয়ারি

চলতি রনজি মরশুমে ইডেনে বাংলার ম্যাচ বারবারই বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে৷ দিল্লি ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে অধিনায়ক মনোজ তিওয়ারি বিষয়টিকে পাত্তা দিতে চান না । মরশুমের মাঝপথে নেতৃত্বের ব্যাটন নেওয়ার ডাক পড়েছে মনোজ তিওয়ারির । সেই আহ্বানে সাড়া দিতে সময় নিয়েছিলেন । তবে বাংলার কথা ভেবে মুখ ফিরিয়ে থাকেননি । এখন বাকি ম্যাচে নেতৃত্ব এবং ব্যাটিং-এর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে রনজির সাফল্যকে পাখির চোখ করতে চান মনোজ তিওয়ারি ৷

কলকাতা, 25 জানুয়ারি : হায়দরাবাদ ম্যাচের সাত পয়েন্ট বদলে দিয়েছে বাংলাকে । সোমবার থেকে ফের ইডেনে নামবেন মনোজ তিওয়ারিরা । ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজিল্যান্ড চলে গিয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন । ফলে নেতৃত্বের ব্যাটন ফের মনোজ তিওয়ারির হাতে ।

হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পরে আত্মবিশ্বাসে টগবগ করছেন মনোজ তিওয়ারি । তাঁর সেই আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বঙ্গ সাজঘরে । ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ । ফলে সবুজ উইকেটে প্রতিপক্ষকে আমন্ত্রণ জানাবে বাংলা দল । মনোজ বলছেন, "ব্যাটসম্যানদের সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ সামলে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে । তা ছাড়া দলের পেস ডিপার্টমেন্ট অনভিজ্ঞ হলেও দক্ষতায় পিছিয়ে নেই । শুধু দরকার সঠিক দিক নির্দেশ । সিনিয়র হিসেবে সেটা করব ।"

আকাশদীপ, মুকেশ কুমারের পাশে নীলকণ্ঠ দাস দলে আসছেন । চার নম্বর পেসারের নাম ঠিক করতে বঙ্গ থিংক ট্যাঙ্ক সময় চায় । পয়েন্ট টেবিলে দল রয়েছে তিন নম্বর স্থানে । ফলে এলিট গ্রুপে জায়গা পাকা করতে দিল্লি ম্যাচে ছয় পয়েন্ট জরুরি ।

বাংলা বনাম দিল্লি ম্যাচ নিয়ে মনোজ তিওয়ারি

চলতি রনজি মরশুমে ইডেনে বাংলার ম্যাচ বারবারই বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে৷ দিল্লি ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে অধিনায়ক মনোজ তিওয়ারি বিষয়টিকে পাত্তা দিতে চান না । মরশুমের মাঝপথে নেতৃত্বের ব্যাটন নেওয়ার ডাক পড়েছে মনোজ তিওয়ারির । সেই আহ্বানে সাড়া দিতে সময় নিয়েছিলেন । তবে বাংলার কথা ভেবে মুখ ফিরিয়ে থাকেননি । এখন বাকি ম্যাচে নেতৃত্ব এবং ব্যাটিং-এর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে রনজির সাফল্যকে পাখির চোখ করতে চান মনোজ তিওয়ারি ৷

Intro:হায়দরাবাদ ম্যাচের সাত পয়েন্ট বদলে দিয়েছে বাংলাকে। সোমবার থেকে ইডেনে নামবেন মনোজ তিওয়ারিরা।ভারতীয় এ দলের হয়ে খেলার ডাক পাওয়ায় নিউজিল্যান্ড চলে গিয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন।ফলে নেতৃত্বের ব্যাটন ফের মনোজ তিওয়ারির হাতে। হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পরে আত্মবিশ্বাসে টগবগ করছেন তিনি।এবং তার আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বঙ্গ সাজঘরে। ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ। ফলে সবুজ উইকেটে প্রতিপক্ষ কে আমন্ত্রণ।মনোজ বলছেন ব্যাটসম্যানদের সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ সামলে দলকে মজবুত ভিতের ওপর দাড় করাতে হবে। তাছাড়া দলের পেস ডিপার্টমেন্ট অনিভিঞ্জ হলেও দক্ষতায় পিছিয়ে নেই।শুধু দরকার সঠিক দিগ নির্দেশ।এবং সিনিয়র হিসেবে সেটা তিনি করবেন। আকাশ দীপ,মুকেশ কুমারের পাশে নীলকণ্ঠ দাশ দলে আসছেন।চার নম্বর পেসারের নাম ঠিক করতে বঙ্গ থিংক ট্যাঙ্ক সময় চায়।পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে দল। ফলে এলিট গ্রুপে জায়গা পাকা করতে দিল্লি ম্যাচের ছয় পয়েন্ট জরুরি।এবং তা মনোজ তিওয়ারি গোপন করছেন না। চলতি রঞ্জি মরসুমে ইডেনে বাংলার ম্যাচ মানে বৃষ্টির ভ্রুকুটি।দিল্লি ম্যাচ ঘিরেও হাওয়া অফিসের সাবধান বাণী রয়েছে।তবে অধিনায়ক মনোজ তিওয়ারি বিষয়টিকে পাত্তা দিতে চান না। বরং টস।জিতলে প্রতিপক্ষকে গতির রোলার কোস্টারে ফেলতে চান।
চলতি মরসুমে র মাঝপথে নেতৃত্বের ব্যাটন নেওয়ার ডাক পড়েছে মনোজ তিওয়ারির।আহবানে সাড়া দিতে সময় নিয়েছিলেন।তবে বাংলার কথা ভেবে মুখ ফিরিয়ে থাকেননি। এখন বাকি ম্যাচে নেতৃত্ব এবং ব্যাটিং এর সামঞ্জস্য ঘটিয়ে রঞ্জিতে সাফল্য কে পাখির চোখ করতে চান মনোজ তিওয়ারি।



Body:বাংলা


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.