কলকাতা, 25 জানুয়ারি : হায়দরাবাদ ম্যাচের সাত পয়েন্ট বদলে দিয়েছে বাংলাকে । সোমবার থেকে ফের ইডেনে নামবেন মনোজ তিওয়ারিরা । ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজিল্যান্ড চলে গিয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন । ফলে নেতৃত্বের ব্যাটন ফের মনোজ তিওয়ারির হাতে ।
হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পরে আত্মবিশ্বাসে টগবগ করছেন মনোজ তিওয়ারি । তাঁর সেই আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বঙ্গ সাজঘরে । ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ । ফলে সবুজ উইকেটে প্রতিপক্ষকে আমন্ত্রণ জানাবে বাংলা দল । মনোজ বলছেন, "ব্যাটসম্যানদের সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ সামলে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে । তা ছাড়া দলের পেস ডিপার্টমেন্ট অনভিজ্ঞ হলেও দক্ষতায় পিছিয়ে নেই । শুধু দরকার সঠিক দিক নির্দেশ । সিনিয়র হিসেবে সেটা করব ।"
আকাশদীপ, মুকেশ কুমারের পাশে নীলকণ্ঠ দাস দলে আসছেন । চার নম্বর পেসারের নাম ঠিক করতে বঙ্গ থিংক ট্যাঙ্ক সময় চায় । পয়েন্ট টেবিলে দল রয়েছে তিন নম্বর স্থানে । ফলে এলিট গ্রুপে জায়গা পাকা করতে দিল্লি ম্যাচে ছয় পয়েন্ট জরুরি ।
চলতি রনজি মরশুমে ইডেনে বাংলার ম্যাচ বারবারই বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে৷ দিল্লি ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে অধিনায়ক মনোজ তিওয়ারি বিষয়টিকে পাত্তা দিতে চান না । মরশুমের মাঝপথে নেতৃত্বের ব্যাটন নেওয়ার ডাক পড়েছে মনোজ তিওয়ারির । সেই আহ্বানে সাড়া দিতে সময় নিয়েছিলেন । তবে বাংলার কথা ভেবে মুখ ফিরিয়ে থাকেননি । এখন বাকি ম্যাচে নেতৃত্ব এবং ব্যাটিং-এর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে রনজির সাফল্যকে পাখির চোখ করতে চান মনোজ তিওয়ারি ৷