ETV Bharat / sports

হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের - madda ram thanks sachin for shearing his video playing cricket

বিশেষ ভাবে সক্ষম শিশু ক্রিকেট খেলছে, আর তার ভিডিয়ো পোস্ট করছেন মাস্টার ব্লাস্টার সচিন স্বয়ং৷ এবার সচিনকে ধন্যবাদ জানাল সেই শিশু মাদ্দা রাম কাওয়াসি ৷

হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের
হামাগুড়ি দিয়ে রান নেওয়ার ভিডিয়ো পোস্ট সচিনের, কৃতজ্ঞতা বিশেষভাবে সক্ষম বালকের
author img

By

Published : Jan 3, 2020, 10:24 AM IST

Updated : Jan 3, 2020, 3:13 PM IST

ছত্তিশগড়, 3 জানুয়ারি : পায়ের উপর ভর কর হাঁটতেও পারে না ৷ কিন্তু ক্রিকেট মাঠে এলেই তার যাবতীয় প্রতিকূলতা সে এক নিমেষে ভুলে যেতে পারে ৷ ব্যাট হাত নিয়ে মারতে পারে চার, ছয় ৷ বিশেষ ভাবে সক্ষম এই নাবালকের নাম মাদ্দা রাম কাওয়াসি ৷

ছত্তিশগড়ের এক কৃষক পরিবারের সন্তান মাদ্দা রাম ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম সে ৷ কিন্তু ক্রিকেটের বড় ভক্ত মাদ্দা ৷ ব্যাট হাতে বড় সাবলীল সে ৷ রান নেয় হামাগুড়ি দিয়ে ৷ বছরের প্রথম দিন তার ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেন স্বয়ং সচিন তেণ্ডুলকর ৷

  • Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
    It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS

    — Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

‘‘আমার বাবা একজন কৃষক, আমি দু’বছর ধরে ক্রিকেট খেলছি, আমি হামাগুড়ি দিয়ে রান নিই, আমি সচিন স্যারকে ধন্যবাদ জানাই আমার ভিডিয়ো শেয়ার করার জন্য ৷’’ এভাবেই মাস্টার ব্লাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্দা রাম ৷

ছত্তিশগড়, 3 জানুয়ারি : পায়ের উপর ভর কর হাঁটতেও পারে না ৷ কিন্তু ক্রিকেট মাঠে এলেই তার যাবতীয় প্রতিকূলতা সে এক নিমেষে ভুলে যেতে পারে ৷ ব্যাট হাত নিয়ে মারতে পারে চার, ছয় ৷ বিশেষ ভাবে সক্ষম এই নাবালকের নাম মাদ্দা রাম কাওয়াসি ৷

ছত্তিশগড়ের এক কৃষক পরিবারের সন্তান মাদ্দা রাম ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম সে ৷ কিন্তু ক্রিকেটের বড় ভক্ত মাদ্দা ৷ ব্যাট হাতে বড় সাবলীল সে ৷ রান নেয় হামাগুড়ি দিয়ে ৷ বছরের প্রথম দিন তার ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেন স্বয়ং সচিন তেণ্ডুলকর ৷

  • Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
    It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS

    — Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

‘‘আমার বাবা একজন কৃষক, আমি দু’বছর ধরে ক্রিকেট খেলছি, আমি হামাগুড়ি দিয়ে রান নিই, আমি সচিন স্যারকে ধন্যবাদ জানাই আমার ভিডিয়ো শেয়ার করার জন্য ৷’’ এভাবেই মাস্টার ব্লাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্দা রাম ৷

New Delhi, Jan 03 (ANI): The cold waves are reeling in the national capital. People took refuge in government-supported night shelters at Lodhi Road. These night shelters have become heaven for homeless people. They are provided with free blankets, pillows. Temperature has dropped down in Delhi due to snowfall in parts of North India. The minimum temperature recorded was 6 C.
Last Updated : Jan 3, 2020, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.