ছত্তিশগড়, 3 জানুয়ারি : পায়ের উপর ভর কর হাঁটতেও পারে না ৷ কিন্তু ক্রিকেট মাঠে এলেই তার যাবতীয় প্রতিকূলতা সে এক নিমেষে ভুলে যেতে পারে ৷ ব্যাট হাত নিয়ে মারতে পারে চার, ছয় ৷ বিশেষ ভাবে সক্ষম এই নাবালকের নাম মাদ্দা রাম কাওয়াসি ৷
ছত্তিশগড়ের এক কৃষক পরিবারের সন্তান মাদ্দা রাম ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম সে ৷ কিন্তু ক্রিকেটের বড় ভক্ত মাদ্দা ৷ ব্যাট হাতে বড় সাবলীল সে ৷ রান নেয় হামাগুড়ি দিয়ে ৷ বছরের প্রথম দিন তার ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেন স্বয়ং সচিন তেণ্ডুলকর ৷
-
Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS
">Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020
It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegSStart your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020
It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS
‘‘আমার বাবা একজন কৃষক, আমি দু’বছর ধরে ক্রিকেট খেলছি, আমি হামাগুড়ি দিয়ে রান নিই, আমি সচিন স্যারকে ধন্যবাদ জানাই আমার ভিডিয়ো শেয়ার করার জন্য ৷’’ এভাবেই মাস্টার ব্লাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্দা রাম ৷