ETV Bharat / sports

সৌরভ ও কোহলি, দু'জনেরই মিল রাহুলে ! - রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়ের মতো লোকেশ রাহুলকে ব্যবহার করতে চাইছে বিরাট কোহলি ৷ 2003 বিশ্বকাপে যেমন রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনই লোকেশকে দিয়ে কিপিং করাতে চান কোহলি ৷

image
লোকেশ রাহুল ও রাহুল দ্রাবিড়
author img

By

Published : Jan 22, 2020, 3:29 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধায় ও বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক ৷ সৌরভ প্রাক্তন, বিরাট বর্তমান ৷ কিন্তু অদ্ভুত সামঞ্জস্য লক্ষ্য করা যায় দু’জনের মধ্যে ৷ বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন সৌরভ ৷ আর সেই ধারা বজায় রেখেই বর্তমান ভারতীয় দলকে টেস্টে এক নম্বরে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি ৷

2000 সালে বেটিংয়ের জালে জড়িয়ে পরে ভারতীয় ক্রিকেট ৷ সেই জাল কেটে বেরিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ৷ দায়িত্ব নিয়েই সৌরভ বুঝেছিলেন দলকে টেনে তুলতে দরকার নতুনদের ৷ দলে আগমন হয়েছিল এক ঝাঁক নতুন তারকার ৷ সৌরভ আরও একটি জিনিস পরিবর্তন করেছিলেন ৷ নিজেদের শক্তিতে ভরসা রাখতে শুরু করেছিলেন সৌরভ ৷ তৎকালীন প্রায় অপরাজেয় অস্ট্রেলিয়া দলকে ইডেনের মাটিতে হারিয়েছিল সৌরভের ভারত ৷ এছাড়া 2003 সালের বিশ্বকাপ, দলের প্রয়োজনে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করান সৌরভ ৷ ফলে দল অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলাতে পারল ৷ 2003 সালের বিশ্বকাপের সেই দলই ফাইনাল খেলেছিল ৷

ICC-র একদিনের ম্যাচ বা টেস্ট সবেতেই ছুটে চলেছে বিরাট কোহলির ভারতের অশ্বমেধের ঘোড়া ৷ তবে সাফল্যের মধ্যেও আছে ব্যর্থতা ৷ বিরাট দায়িত্ব নেওয়ার পরে ভারতের কপালে জোটেনি কোনও মেজর ICC ট্রফি ৷ 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফির পর আর কোনও ICC ট্রফি জেতেনি ভারত ৷ বর্তমানে কোহলির পাখির চোখ ICC ট্রফি ৷

এখানেই বর্তমান অনুসরণ করছে প্রাক্তনকে ৷ সৌরভের মতই দলের ভারসাম্য রাখতে লোকেশ রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলানোর চিন্তা কোহলির মাথায় ৷ নিজের রাজ্যের দল কর্নাটকে অস্থায়ী উইকেটরক্ষক করতেন রাহুল ৷ এছাড়া IPL-এ কিংস ইলেভেন পঞ্জাবে নিয়মিত উইকেট রক্ষকের ভূমিকায় দেখা গেছে তাঁকে ৷ এবার IPL-এ দলের মতো জাতীয় দলেও রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলাতে চান কোহলি ৷

লোকেশ রাহুল, ওপেনার হিসাবে খেললেও দলের প্রয়োজনে যেকোনও পজিশনে খেলতে পারেন এই ব্যাটসম্যান ৷ অজ়িদের বিরুদ্ধে রাজকোটে পাঁচে নেমে দুরন্ত খেলেছিলেন তিনি ৷ আবার ঋষভের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে সামলেছেন উইকেটরক্ষকের ভূমিকা ৷

রাহুলের এই দক্ষতাই বেশ কয়েকটি বিকল্প খুলে দিয়েছে কোহলির হাতে ৷ ভারতের অর্ডার রান পেলেও সেভাবে পরিক্ষিত নয় ভারতীয় মিডল অর্ডার ৷ রাহুলকে উইকেটরক্ষকের ভূমিকায় খেলালে আরও একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ থকছে কোহলির হাতে ৷ রাহুল নিজেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন সেক্ষেত্রে রোহিত-শিখর ইনিংস শুরু করলেও রাহুল খেলতে পারবেন মিডল অর্ডারে ৷

সৌরভের রাহুল সেই সময় দায়িত্বের সঙ্গেই উইকেটকিপিং ও ব্যাটিংয়ের গুরুদায়িত্ব পালন করেছিলেন ৷ সেই একই গুরুদায়িত্ব হয়ত পড়তে চলেছে কোহলির রাহুলের উপরও ৷ এখন দেখার কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের মতো লোকেশ রাহুলও কী সেই দায়িত্ব পালন করে ভারতকে সাফল্য এনে দিতে পারবেন ?

দিল্লি, 22 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধায় ও বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক ৷ সৌরভ প্রাক্তন, বিরাট বর্তমান ৷ কিন্তু অদ্ভুত সামঞ্জস্য লক্ষ্য করা যায় দু’জনের মধ্যে ৷ বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন সৌরভ ৷ আর সেই ধারা বজায় রেখেই বর্তমান ভারতীয় দলকে টেস্টে এক নম্বরে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি ৷

2000 সালে বেটিংয়ের জালে জড়িয়ে পরে ভারতীয় ক্রিকেট ৷ সেই জাল কেটে বেরিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ৷ দায়িত্ব নিয়েই সৌরভ বুঝেছিলেন দলকে টেনে তুলতে দরকার নতুনদের ৷ দলে আগমন হয়েছিল এক ঝাঁক নতুন তারকার ৷ সৌরভ আরও একটি জিনিস পরিবর্তন করেছিলেন ৷ নিজেদের শক্তিতে ভরসা রাখতে শুরু করেছিলেন সৌরভ ৷ তৎকালীন প্রায় অপরাজেয় অস্ট্রেলিয়া দলকে ইডেনের মাটিতে হারিয়েছিল সৌরভের ভারত ৷ এছাড়া 2003 সালের বিশ্বকাপ, দলের প্রয়োজনে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করান সৌরভ ৷ ফলে দল অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলাতে পারল ৷ 2003 সালের বিশ্বকাপের সেই দলই ফাইনাল খেলেছিল ৷

ICC-র একদিনের ম্যাচ বা টেস্ট সবেতেই ছুটে চলেছে বিরাট কোহলির ভারতের অশ্বমেধের ঘোড়া ৷ তবে সাফল্যের মধ্যেও আছে ব্যর্থতা ৷ বিরাট দায়িত্ব নেওয়ার পরে ভারতের কপালে জোটেনি কোনও মেজর ICC ট্রফি ৷ 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফির পর আর কোনও ICC ট্রফি জেতেনি ভারত ৷ বর্তমানে কোহলির পাখির চোখ ICC ট্রফি ৷

এখানেই বর্তমান অনুসরণ করছে প্রাক্তনকে ৷ সৌরভের মতই দলের ভারসাম্য রাখতে লোকেশ রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলানোর চিন্তা কোহলির মাথায় ৷ নিজের রাজ্যের দল কর্নাটকে অস্থায়ী উইকেটরক্ষক করতেন রাহুল ৷ এছাড়া IPL-এ কিংস ইলেভেন পঞ্জাবে নিয়মিত উইকেট রক্ষকের ভূমিকায় দেখা গেছে তাঁকে ৷ এবার IPL-এ দলের মতো জাতীয় দলেও রাহুলকে উইকেট রক্ষকের ভূমিকায় খেলাতে চান কোহলি ৷

লোকেশ রাহুল, ওপেনার হিসাবে খেললেও দলের প্রয়োজনে যেকোনও পজিশনে খেলতে পারেন এই ব্যাটসম্যান ৷ অজ়িদের বিরুদ্ধে রাজকোটে পাঁচে নেমে দুরন্ত খেলেছিলেন তিনি ৷ আবার ঋষভের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে সামলেছেন উইকেটরক্ষকের ভূমিকা ৷

রাহুলের এই দক্ষতাই বেশ কয়েকটি বিকল্প খুলে দিয়েছে কোহলির হাতে ৷ ভারতের অর্ডার রান পেলেও সেভাবে পরিক্ষিত নয় ভারতীয় মিডল অর্ডার ৷ রাহুলকে উইকেটরক্ষকের ভূমিকায় খেলালে আরও একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ থকছে কোহলির হাতে ৷ রাহুল নিজেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন সেক্ষেত্রে রোহিত-শিখর ইনিংস শুরু করলেও রাহুল খেলতে পারবেন মিডল অর্ডারে ৷

সৌরভের রাহুল সেই সময় দায়িত্বের সঙ্গেই উইকেটকিপিং ও ব্যাটিংয়ের গুরুদায়িত্ব পালন করেছিলেন ৷ সেই একই গুরুদায়িত্ব হয়ত পড়তে চলেছে কোহলির রাহুলের উপরও ৷ এখন দেখার কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের মতো লোকেশ রাহুলও কী সেই দায়িত্ব পালন করে ভারতকে সাফল্য এনে দিতে পারবেন ?

Thane (Maharashtra), Jan 22 (ANI): A massive fire broke out at Maharashtra Industrial Development Corporation (MIDC) in Badlapur town of Thane district on Jan 22. Five fire tenders have reached on the spot to douse the flames. One casualty has been reported in the incident till now. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.