ETV Bharat / sports

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লারা

বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা ।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লারা
author img

By

Published : Jun 25, 2019, 4:08 PM IST

Updated : Jun 25, 2019, 4:49 PM IST

মুম্বই, 25 জুন : বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা । এর আগে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । এবার লারার অসুস্থতা বা শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ।

দেখুন ভিডিয়ো

মুম্বইয়ের এক হোটেলে আজ বিশ্বকাপের ব্রডকাস্টারদের তরফে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল লারার । অনুষ্ঠানের ঠিক আগেই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক । তখনই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী গ্লোবাল হাসপাতালে ভরতি করা হয় ।

বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচারে একজন বিশেষজ্ঞ হিসেবে ভারতে এসেছেন ব্রায়ান লারা । সম্প্রতি ব্যস্ততার মাঝেই প্রাক্তন অজ়ি পেসার ব্রেট লি-র সঙ্গে মুম্বইয়ে গলি ক্রিকেটকে উৎসাহ দিতে দেখা গেছিল তাঁকে ।

50 বছর বয়সী লারা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডের অধিকারী । তাঁর অপরাজিত 400 রানের ইনিংসটি টেস্টের একমাত্র কোয়াড্রিপল সেঞ্চুরি। তিনি 299টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 40.17 গড়ে 10405 রান করেছেন ।

131টি টেস্টে প্রায় 11953 রান করেছেন লারা । গড় 52.89 । টেস্টের এক ইনিংসে 400 রানের বিশ্বরেকর্ড ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ অপরাজিত 501 রান । সেই ইনিংসটিও লারার ক্রিকেট কেরিয়ারের অনন্য এক মাইলফলক ।

মুম্বই, 25 জুন : বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা । এর আগে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । এবার লারার অসুস্থতা বা শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ।

দেখুন ভিডিয়ো

মুম্বইয়ের এক হোটেলে আজ বিশ্বকাপের ব্রডকাস্টারদের তরফে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল লারার । অনুষ্ঠানের ঠিক আগেই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক । তখনই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী গ্লোবাল হাসপাতালে ভরতি করা হয় ।

বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচারে একজন বিশেষজ্ঞ হিসেবে ভারতে এসেছেন ব্রায়ান লারা । সম্প্রতি ব্যস্ততার মাঝেই প্রাক্তন অজ়ি পেসার ব্রেট লি-র সঙ্গে মুম্বইয়ে গলি ক্রিকেটকে উৎসাহ দিতে দেখা গেছিল তাঁকে ।

50 বছর বয়সী লারা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডের অধিকারী । তাঁর অপরাজিত 400 রানের ইনিংসটি টেস্টের একমাত্র কোয়াড্রিপল সেঞ্চুরি। তিনি 299টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 40.17 গড়ে 10405 রান করেছেন ।

131টি টেস্টে প্রায় 11953 রান করেছেন লারা । গড় 52.89 । টেস্টের এক ইনিংসে 400 রানের বিশ্বরেকর্ড ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ অপরাজিত 501 রান । সেই ইনিংসটিও লারার ক্রিকেট কেরিয়ারের অনন্য এক মাইলফলক ।


Jaipur (Rajasthan) , June 25 (ANI): Deputy Leader of Opposition in Rajasthan Assembly and Bharatiya Janata Party leader Rajendra Rathore slammed state government over farmer suicide case in Sri Ganganagar, said government is responsible for farmer's suicide and this case falls under IPC 306 (Abetment of suicide). He said, "Farmers are committing suicide feeling cheated by promise of loan waiver. The farmer wrote that Chief Minister (Ashok Gehlot) and Deputy Chief Minister (Sachin Pilot) are responsible." A farmer committed suicide at Thakri village in Rajasthan's Sri Ganganagar district on Sunday, leaving behind a farewell video and a two-page note accusing the Ashok Gehlot government of not honouring its pre-poll promise of waiving bank loans.
Last Updated : Jun 25, 2019, 4:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.