ETV Bharat / sports

টেলরের ক্যাচ মিস, হ্যামিল্টনে লজ্জার রেকর্ড কুলদীপের - Kuldeep yadav

বুধবার হ্যামিল্টনে কুলদীপের বোলিং ফিগার ছিল 10-84-2 ৷ ভারতের হারের দিনে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার ৷ 50 ওভারের ফরম্যাটে সর্বোচ্চ রান খরচ করা ভারতীয় স্পিনারদের মধ্যে তৃতীয় হলেন তিনি ৷ 10 ওভারে 2 উইকেট নিলেও 84 রান খরচ করলেন ৷

kuldeep yadav
কুলদীপ যাদব
author img

By

Published : Feb 5, 2020, 10:09 PM IST

হ্যামিল্টন, 5 ফেব্রুয়ারি: ক্যাচ মিস মানেই ম্যাচ মিস ৷ ক্রিকেটের পুরানো প্রবাদ ফের সত্যি হল ৷ হ্যামিল্টনে রস টেলরের গুরুত্বপূর্ণ ক্যাচ ফেললেন কুলদীপ যাদব ৷ ভারতের হার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ শুধু ক্যাচ মিস করাই নয়, হ্যামিল্টনের সেডন পার্কে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন কুলদীপ ৷

নিউজ়িল্যান্ডের ইনিংসের 23তম ওভার ৷ রবীন্দ্র জাদেজার ডেলিভারিতে সুইপ শট মারতে গিয়েছিলেন রস টেলর ৷ কিন্তু ব্যাটের মাথায় লেগে বল আকাশে উঠল ৷ ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগ থেকে দৌড়ানো শুরু করলেন কুলদীপ যাদব ৷ কিন্তু সফল হলেন না ৷ প্রচণ্ড বিরক্ত দেখাল জাদেজাকে ৷ টেলরের ব্যক্তিগত স্কোর তখন 12 ৷ নিউজ়িল্যান্ডের স্কোর 2 উইকেটে 125 ৷ নতুন জীবন পেয়ে আর ভুল করেননি ডান হাতি কিউয়ি ব্যাটসম্যান ৷ ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধনা করে 84 বলে অপরাজিত 109 রানের ইনিংস খেলে নিউজ়িল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন টেলর ৷

বুধবার হ্যামিল্টনে কুলদীপের বোলিং ফিগার ছিল 10-84-2 ৷ ভারতের হারের দিনে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার ৷ 50 ওভারের ফরম্যাটে সর্বোচ্চ রান খরচ করা ভারতীয় স্পিনারদের মধ্যে তৃতীয় হলেন তিনি ৷ 10 ওভারে 2 উইকেট নিলেও 84 রান খরচ করলেন ৷ কুলদীপের ওভারে কিউয়ি ব্যাটসম্যানরা 10 টি বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন ৷

কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মুখ্য স্পিনার হিসেবে খেলেছেন কুলদীপ ৷ 2018 সালে কুলদীপের সাফল্যের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয় ৷ তাঁর খারাপ সময়ের শুরু 2019 থেকে ৷ বাজে পারফরম্যান্সের কারণে IPL-এর গত মরশুমে মাঝপথে কুলদীপকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স ৷ বিশ্বকাপের পর গত ডিসেম্বরে উইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ৷ কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি ৷ অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ ৷ তাই সিরিজ়ের বাকি দুটি ম্যাচ এই বাঁ হাতি রিস্ট স্পিনারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ৷

হ্যামিল্টন, 5 ফেব্রুয়ারি: ক্যাচ মিস মানেই ম্যাচ মিস ৷ ক্রিকেটের পুরানো প্রবাদ ফের সত্যি হল ৷ হ্যামিল্টনে রস টেলরের গুরুত্বপূর্ণ ক্যাচ ফেললেন কুলদীপ যাদব ৷ ভারতের হার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ শুধু ক্যাচ মিস করাই নয়, হ্যামিল্টনের সেডন পার্কে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন কুলদীপ ৷

নিউজ়িল্যান্ডের ইনিংসের 23তম ওভার ৷ রবীন্দ্র জাদেজার ডেলিভারিতে সুইপ শট মারতে গিয়েছিলেন রস টেলর ৷ কিন্তু ব্যাটের মাথায় লেগে বল আকাশে উঠল ৷ ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগ থেকে দৌড়ানো শুরু করলেন কুলদীপ যাদব ৷ কিন্তু সফল হলেন না ৷ প্রচণ্ড বিরক্ত দেখাল জাদেজাকে ৷ টেলরের ব্যক্তিগত স্কোর তখন 12 ৷ নিউজ়িল্যান্ডের স্কোর 2 উইকেটে 125 ৷ নতুন জীবন পেয়ে আর ভুল করেননি ডান হাতি কিউয়ি ব্যাটসম্যান ৷ ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধনা করে 84 বলে অপরাজিত 109 রানের ইনিংস খেলে নিউজ়িল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন টেলর ৷

বুধবার হ্যামিল্টনে কুলদীপের বোলিং ফিগার ছিল 10-84-2 ৷ ভারতের হারের দিনে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার ৷ 50 ওভারের ফরম্যাটে সর্বোচ্চ রান খরচ করা ভারতীয় স্পিনারদের মধ্যে তৃতীয় হলেন তিনি ৷ 10 ওভারে 2 উইকেট নিলেও 84 রান খরচ করলেন ৷ কুলদীপের ওভারে কিউয়ি ব্যাটসম্যানরা 10 টি বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন ৷

কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মুখ্য স্পিনার হিসেবে খেলেছেন কুলদীপ ৷ 2018 সালে কুলদীপের সাফল্যের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয় ৷ তাঁর খারাপ সময়ের শুরু 2019 থেকে ৷ বাজে পারফরম্যান্সের কারণে IPL-এর গত মরশুমে মাঝপথে কুলদীপকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স ৷ বিশ্বকাপের পর গত ডিসেম্বরে উইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ৷ কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি ৷ অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ ৷ তাই সিরিজ়ের বাকি দুটি ম্যাচ এই বাঁ হাতি রিস্ট স্পিনারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ৷

Hamilton (New Zealand), Feb 05 (ANI): New Zealand beat India by four wickets in Hamilton to take 1-0 lead in the 3-match ODI series. Ross Taylor's 21st One Day International (ODI) hundred was the cornerstone of Kiwis successful chase of 348 against India in the first of a 3-match series. While addressing the post match press conference in Hamilton, batsman of New Zealand Cricket Team Ross Taylor said, "At one stage it was looking that the runs on scoreboard will reach up to 360-370, but for us to just keep it under 350 and we did it today. There are different situations in games." He scored 109* while chasing the 300 plus target.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.