হ্যামিল্টন, 5 ফেব্রুয়ারি: ক্যাচ মিস মানেই ম্যাচ মিস ৷ ক্রিকেটের পুরানো প্রবাদ ফের সত্যি হল ৷ হ্যামিল্টনে রস টেলরের গুরুত্বপূর্ণ ক্যাচ ফেললেন কুলদীপ যাদব ৷ ভারতের হার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ শুধু ক্যাচ মিস করাই নয়, হ্যামিল্টনের সেডন পার্কে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন কুলদীপ ৷
নিউজ়িল্যান্ডের ইনিংসের 23তম ওভার ৷ রবীন্দ্র জাদেজার ডেলিভারিতে সুইপ শট মারতে গিয়েছিলেন রস টেলর ৷ কিন্তু ব্যাটের মাথায় লেগে বল আকাশে উঠল ৷ ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগ থেকে দৌড়ানো শুরু করলেন কুলদীপ যাদব ৷ কিন্তু সফল হলেন না ৷ প্রচণ্ড বিরক্ত দেখাল জাদেজাকে ৷ টেলরের ব্যক্তিগত স্কোর তখন 12 ৷ নিউজ়িল্যান্ডের স্কোর 2 উইকেটে 125 ৷ নতুন জীবন পেয়ে আর ভুল করেননি ডান হাতি কিউয়ি ব্যাটসম্যান ৷ ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধনা করে 84 বলে অপরাজিত 109 রানের ইনিংস খেলে নিউজ়িল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন টেলর ৷
বুধবার হ্যামিল্টনে কুলদীপের বোলিং ফিগার ছিল 10-84-2 ৷ ভারতের হারের দিনে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার ৷ 50 ওভারের ফরম্যাটে সর্বোচ্চ রান খরচ করা ভারতীয় স্পিনারদের মধ্যে তৃতীয় হলেন তিনি ৷ 10 ওভারে 2 উইকেট নিলেও 84 রান খরচ করলেন ৷ কুলদীপের ওভারে কিউয়ি ব্যাটসম্যানরা 10 টি বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন ৷
কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মুখ্য স্পিনার হিসেবে খেলেছেন কুলদীপ ৷ 2018 সালে কুলদীপের সাফল্যের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয় ৷ তাঁর খারাপ সময়ের শুরু 2019 থেকে ৷ বাজে পারফরম্যান্সের কারণে IPL-এর গত মরশুমে মাঝপথে কুলদীপকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স ৷ বিশ্বকাপের পর গত ডিসেম্বরে উইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ৷ কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি ৷ অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ ৷ তাই সিরিজ়ের বাকি দুটি ম্যাচ এই বাঁ হাতি রিস্ট স্পিনারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ৷