দিল্লি, 6 মার্চ : লক্ষ্য টি-20 বিশ্বকাপ ৷ তাই বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করতে IPL -কেই পাখির চোখ করছেন কুলদীপ যাদব ৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলে বিশ্বকাপের টিকিটের দিকেই নজর তাঁর ৷
বছর খানেক আগেও ভারতীয় দলের সেরা স্পিনার ধরা হত এই চায়নাম্যান বোলারকে ৷ কিন্তু সম্প্রতি ফর্ম হারিয়েছেন ৷ জাতীয় দল থেকে নিজের জায়গাও খুইয়েছেন তিনি ৷ তবে হতাশ হতে নারাজ কুলদীপ ৷
আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে IPL ৷ চায়নাম্যান এই লেগ স্পিনার বলছেন,‘‘ সমস্য কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না ৷ দলের কম্বিনেশনের উপর অনেককিছু নির্ভর করে ৷ নিউজ়িল্যান্ডে উইকেটের চরিত্র আলাদা ছিল ৷’’
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীরও ভূয়সি প্রংশসা করেছেন কুলদীপ ৷ বলেন, ‘‘রবি ভাই আমাকে খুব সাহায্য করেন ৷ আমি যতটা ক্রিকেট খেলেছি, রবি ভাই আমাকে সাপোর্ট করে গেছেন ৷’’
আসন্ন IPL নিয়ে কুলদীপ বলেন,‘‘ এই টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিচ্ছি ৷ জাতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ৷’’