ETV Bharat / sports

স্টিভ ওয়ার চোখে বর্তমান প্রজন্মের 'হিরো' কোহলি - বিরাট কোহলিকে আধুনিক ক্রিকেটের হিরো বললেন স্টিভ ওয়া

"ক্যাপচারিং ক্রিকেট : স্টিভ ওয়া ইন ইন্ডিয়া" নামক 60 মিনিটের একটি ডকুমেন্টারিতে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অজ়ি অধিনায়ক ৷

kohli
kohli
author img

By

Published : Mar 1, 2021, 10:53 PM IST

মেলবোর্ন, 1 মার্চ : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া ৷ কোহলিকে বর্তমান প্রজন্মের 'হিরো' বলে সম্বোধন করেছেন তিনি ৷ ওয়ার মতে, বিরাট কোহলি ভারতীয় দলে নয়া মনোভাব গড়ে তুলেছেন ৷ কোনও কিছুই অসম্ভব নয়, এই মনোভাব নিয়েই মাঠে নামেন কোহলি ৷

"ক্যাপচারিং ক্রিকেট : স্টিভ ওয়া ইন ইন্ডিয়া" নামক 60 মিনিটের একটি ডকুমেন্টারির লঞ্চে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অজ়ি অধিনায়ক ৷ তাঁর মতে, যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাটের হার না মানা মনোভাবের কারণেই ভারতীয় দর্শক তাঁকে পছন্দ করে ৷ ওয়া বলেছেন, "ভারতীয় দলে কোহলি নতুন ভাষা আমদানি করেছেন ৷ ভয় পেয়ো না, বিরাটের এই মনোভাবই তারা পছন্দ করে ৷ বিরাটের মন্ত্রই হল, সবকিছু হাসিল করা সম্ভব ৷ ও হল বর্তমান যুগের নায়ক ৷"

আরও পড়ুন : চার বলে চার উইকেট, ক্লাব ক্রিকেটে নজির

পাশাপাশি ভারতে যেভাবে ক্রিকেটের উদযাপন হয় তা স্টিভ ওয়ার বেশ পছন্দের ৷ তিনি বলেছেন, "1986 সালে প্রথমবার ভারত সফরে গিয়েছিলাম ৷ ওদেশে ক্রিকেট খেলাকে যেভাবে উদযাপন করা হয় তা দেখে আমি মুগ্ধ ৷" সম্প্রতি ধরমশালা, চিন্নস্বামী স্টেডিয়ামের মতো কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম ও তাজমহলের মতো ভারতের দর্শনীয় কিছু স্থানে গিয়েছিলেন ওয়া ৷ তাঁর কথায়, এই সফর সারাজীবনের মতো তাঁর স্মৃতিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে ৷ ভারতীয় দর্শকরা এই ডকুমেন্টারি দেখলে তাঁর এই আবেগকে অনুভব করতে পারবেন বলে জানিয়েছেন তিনি ৷

মেলবোর্ন, 1 মার্চ : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া ৷ কোহলিকে বর্তমান প্রজন্মের 'হিরো' বলে সম্বোধন করেছেন তিনি ৷ ওয়ার মতে, বিরাট কোহলি ভারতীয় দলে নয়া মনোভাব গড়ে তুলেছেন ৷ কোনও কিছুই অসম্ভব নয়, এই মনোভাব নিয়েই মাঠে নামেন কোহলি ৷

"ক্যাপচারিং ক্রিকেট : স্টিভ ওয়া ইন ইন্ডিয়া" নামক 60 মিনিটের একটি ডকুমেন্টারির লঞ্চে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অজ়ি অধিনায়ক ৷ তাঁর মতে, যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাটের হার না মানা মনোভাবের কারণেই ভারতীয় দর্শক তাঁকে পছন্দ করে ৷ ওয়া বলেছেন, "ভারতীয় দলে কোহলি নতুন ভাষা আমদানি করেছেন ৷ ভয় পেয়ো না, বিরাটের এই মনোভাবই তারা পছন্দ করে ৷ বিরাটের মন্ত্রই হল, সবকিছু হাসিল করা সম্ভব ৷ ও হল বর্তমান যুগের নায়ক ৷"

আরও পড়ুন : চার বলে চার উইকেট, ক্লাব ক্রিকেটে নজির

পাশাপাশি ভারতে যেভাবে ক্রিকেটের উদযাপন হয় তা স্টিভ ওয়ার বেশ পছন্দের ৷ তিনি বলেছেন, "1986 সালে প্রথমবার ভারত সফরে গিয়েছিলাম ৷ ওদেশে ক্রিকেট খেলাকে যেভাবে উদযাপন করা হয় তা দেখে আমি মুগ্ধ ৷" সম্প্রতি ধরমশালা, চিন্নস্বামী স্টেডিয়ামের মতো কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম ও তাজমহলের মতো ভারতের দর্শনীয় কিছু স্থানে গিয়েছিলেন ওয়া ৷ তাঁর কথায়, এই সফর সারাজীবনের মতো তাঁর স্মৃতিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে ৷ ভারতীয় দর্শকরা এই ডকুমেন্টারি দেখলে তাঁর এই আবেগকে অনুভব করতে পারবেন বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.