ETV Bharat / sports

মহিলাদের একদিনের ক্রিকেটে শীর্ষে ঝুলন ও স্মৃতি - indian woman

বোলিং ও ব্যাটিং দুই তালিকার শীর্ষে ভারতীয়

ঝুলন গোস্বামী
author img

By

Published : Mar 4, 2019, 11:28 PM IST

Updated : Mar 5, 2019, 7:57 AM IST

গুয়াহাটি (অসম), ৪ ফেব্রুয়ারি : মহিলাদের ক্রিকেটে বোলারদের মধ্যে ODI তালিকায় শীর্ষস্থানে ঝুলন গোস্বামী। তাঁর পয়েন্ট ৭৩০। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন স্মৃতি মন্ধানা। তাঁর পয়েন্ট ৭৯৭।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ে মোট ৮ উইকেট নেন ঝুলন। ODI ক্যারিয়ারে ঝুলনের সংগ্রহে মোট ২১৮টি উইকেট। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার জেস জোনাসসেন (৭২৩) ও পাকিস্তানের সানা মীর (৭১৮)।

এই তালিকায় ভারতীয়দের মধ্যে ঝুলন ছাড়াও আছেন শিখা পান্ডে। ১২ ধাপ উপরে উঠে তিনি আছেন পঞ্চম স্থানে। তাঁর সংগ্রহ ৬৮৮ পয়েন্ট।

অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে আছেন ভারতের স্মৃতি মন্ধানা। মিথালি রাজ আছেন চতুর্থ স্থানে।

গুয়াহাটি (অসম), ৪ ফেব্রুয়ারি : মহিলাদের ক্রিকেটে বোলারদের মধ্যে ODI তালিকায় শীর্ষস্থানে ঝুলন গোস্বামী। তাঁর পয়েন্ট ৭৩০। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন স্মৃতি মন্ধানা। তাঁর পয়েন্ট ৭৯৭।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ে মোট ৮ উইকেট নেন ঝুলন। ODI ক্যারিয়ারে ঝুলনের সংগ্রহে মোট ২১৮টি উইকেট। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার জেস জোনাসসেন (৭২৩) ও পাকিস্তানের সানা মীর (৭১৮)।

এই তালিকায় ভারতীয়দের মধ্যে ঝুলন ছাড়াও আছেন শিখা পান্ডে। ১২ ধাপ উপরে উঠে তিনি আছেন পঞ্চম স্থানে। তাঁর সংগ্রহ ৬৮৮ পয়েন্ট।

অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে আছেন ভারতের স্মৃতি মন্ধানা। মিথালি রাজ আছেন চতুর্থ স্থানে।



Mumbai, Mar 04 (ANI): Union Railway Minister Piyush Goyal offered prayers to Lord Shiva on the occasion of Maha Shivratri at Babulnath temple near Girgaon.

Last Updated : Mar 5, 2019, 7:57 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.