ETV Bharat / sports

মুম্বই ইন্ডিয়ান্সে প্রায় চলেই গিয়েছিলেন ধোনি ! - IPL 2020

নিয়মের গেরোয় পড়ে তৎকালীন জাতীয় দলের অধিনায়ককে দলে নিতে পারেনি মুম্বই ।

Dhoni
Dhoni
author img

By

Published : Sep 19, 2020, 3:39 PM IST

মুম্বই, 19 সেপ্টেম্বর : কেমন হত যদি IPL- এ মহেন্দ্র সিং ধোনিকে হলুদ জার্সির পরিবর্তে অন্য কোনও দলের জার্সিতে দেখতেন ? ধোনি অনুরাগীরা এমন কিছুর কথা ভাবতেও পারেন না । কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা ছিল । যেদিন মুম্বই ইন্ডিয়ান্স ধোনিকে প্রায় কিনেই নিয়েছিল ।

IPL- এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি । তিনবার খেতাব জেতানোর পাশাপাশি ধোনির নেতৃত্বে রেকর্ড আটবার ফাইনালে উঠেছে চেন্নাই । সেই IPL - এর প্রথম সংস্করণ থেকে চেন্নাই - এর সদস্য মাহি । কিন্তু এসবের কিছুই হত না যদি 2008 সালের প্রথম IPL- এর নিলামে কিছু নিয়ম না থাকতো । সেই নিয়মের গেরোয় পড়ে তৎকালীন জাতীয় দলের অধিনায়ককে দলে নিতে পারেনি মুম্বই ।

IPL-এর প্রাক্তন COO সুন্দর রামন ফাঁস করেছেন, 2008 IPL- এ নিয়ম ছিল যে জাতীয় দলের জনপ্রিয় মুখগুলি নিলামের অংশ হবে না । সৌরভ, সচিন, যুবরাজদের মত তারকা ক্রিকেটারদের হোম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে হবে । যে কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় KKR- এর হয়ে, বীরেন্দ্র সেওয়াগ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে, যুবরাজ সিং পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন । ক্যারিয়ারের শীর্ষে থাকা ধোনি অবশ্য সেই নিয়মের বাইরে ছিলেন । কারণ রাঁচির কোনও IPL ফ্র্যাঞ্চাইজি ছিল না । বছরখানেক আগে টি-20 বিশ্বকাপ জেতানো মাহিকে দলে নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছিল নীতা অম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স । কিন্তু সেই চেষ্টায় বাধা হয় সচিন তেন্ডুলকরকে 1.6 মিলিয়ন ডলারে সই করানোর সিদ্ধান্ত । প্রথম মরশুমে প্রতিটি দলকে প্লেয়ার কেনার জন্য 5 মিলিয়ন ডলার অর্থ বেঁধে দেওয়া হয় । ফলে বিপুল অর্থ দিয়ে সচিনকে দলে নেওয়ার পর ধোনিকে কেনার অর্থ ছিল না মুম্বই এর কাছে । ফলে ধোনিকে সই করতে ব্যর্থ হয় নীতা অম্বানির দল ।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সে অর্থে কোনও দামি প্লেয়ার ছিল না । একমাত্র দীনেশ কার্তিক ছাড়া জাতীয় দলে সে-সময় চেন্নাই - এর কেউ খেলেছিলেন না । কিন্তু কার্তিক নয়, 1.65 মিলিয়ন ডলারে ধোনিকে সই করায় চেন্নাই । বাকিটা ইতিহাস ।

মুম্বই, 19 সেপ্টেম্বর : কেমন হত যদি IPL- এ মহেন্দ্র সিং ধোনিকে হলুদ জার্সির পরিবর্তে অন্য কোনও দলের জার্সিতে দেখতেন ? ধোনি অনুরাগীরা এমন কিছুর কথা ভাবতেও পারেন না । কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা ছিল । যেদিন মুম্বই ইন্ডিয়ান্স ধোনিকে প্রায় কিনেই নিয়েছিল ।

IPL- এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি । তিনবার খেতাব জেতানোর পাশাপাশি ধোনির নেতৃত্বে রেকর্ড আটবার ফাইনালে উঠেছে চেন্নাই । সেই IPL - এর প্রথম সংস্করণ থেকে চেন্নাই - এর সদস্য মাহি । কিন্তু এসবের কিছুই হত না যদি 2008 সালের প্রথম IPL- এর নিলামে কিছু নিয়ম না থাকতো । সেই নিয়মের গেরোয় পড়ে তৎকালীন জাতীয় দলের অধিনায়ককে দলে নিতে পারেনি মুম্বই ।

IPL-এর প্রাক্তন COO সুন্দর রামন ফাঁস করেছেন, 2008 IPL- এ নিয়ম ছিল যে জাতীয় দলের জনপ্রিয় মুখগুলি নিলামের অংশ হবে না । সৌরভ, সচিন, যুবরাজদের মত তারকা ক্রিকেটারদের হোম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে হবে । যে কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় KKR- এর হয়ে, বীরেন্দ্র সেওয়াগ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে, যুবরাজ সিং পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন । ক্যারিয়ারের শীর্ষে থাকা ধোনি অবশ্য সেই নিয়মের বাইরে ছিলেন । কারণ রাঁচির কোনও IPL ফ্র্যাঞ্চাইজি ছিল না । বছরখানেক আগে টি-20 বিশ্বকাপ জেতানো মাহিকে দলে নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছিল নীতা অম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স । কিন্তু সেই চেষ্টায় বাধা হয় সচিন তেন্ডুলকরকে 1.6 মিলিয়ন ডলারে সই করানোর সিদ্ধান্ত । প্রথম মরশুমে প্রতিটি দলকে প্লেয়ার কেনার জন্য 5 মিলিয়ন ডলার অর্থ বেঁধে দেওয়া হয় । ফলে বিপুল অর্থ দিয়ে সচিনকে দলে নেওয়ার পর ধোনিকে কেনার অর্থ ছিল না মুম্বই এর কাছে । ফলে ধোনিকে সই করতে ব্যর্থ হয় নীতা অম্বানির দল ।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সে অর্থে কোনও দামি প্লেয়ার ছিল না । একমাত্র দীনেশ কার্তিক ছাড়া জাতীয় দলে সে-সময় চেন্নাই - এর কেউ খেলেছিলেন না । কিন্তু কার্তিক নয়, 1.65 মিলিয়ন ডলারে ধোনিকে সই করায় চেন্নাই । বাকিটা ইতিহাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.