ETV Bharat / sports

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে 107 রানে জয়, সিরিজ়ে সমতা ফেরাল ভারত

বিশাখাপটনমে ওয়েস্ট ইন্ডিজ়কে 107 রানে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Dec 18, 2019, 9:28 PM IST

Updated : Dec 18, 2019, 9:54 PM IST

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রোহিত, রাহুলের শতরান শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিং ও বল হাতে কুলদীপের হ্যাটট্রিক ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত ৷ 280 রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস ৷ 107 রানে ম্যাচ জেতে ভারত ৷

image
শতরানের পর রোহিত

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে ডাকেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক পোলার্ড ৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার দুরন্ত শুরু করেন ৷ শতরান করেন রাহুল ও রোহিত শর্মা ৷ শতরান করার পর আউট হয়ে রাহুল প্যাভিলিয়নে ফিরলেও ইনিংস এগিয়ে নিয়ে যান হিটম্যান ৷ বিশাখাপটনমে ব্যর্থ কোহলি ৷ শূন্য রানে ফিরতে হল ভারত অধিনায়ককে ৷ রোহিত ফিরতেই ক্রিজে আসেন ঋষভ পন্থ ৷ এসেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন তিনি ৷ মাত্র 16 বলে 39 রান করেন তিনি ৷ অন্যদিকে 32 বল খেলে 53 রান করেন শ্রেয়স ৷ নির্ধারিত 50 ওভারে ভারত পৌঁছায় 5 উইকেটের বিনিময়ে 387 রানে ৷

image
দুরন্ত লোকেশ রাহুল

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ ওপেনিংয়ে 61 রানের পার্টনারশিপ গড়েন ইভেন লুইস ও শাই হোপ ৷ ক্যারিবিয়ান ইনিংসে প্রথম ধাক্কা দেন শার্দুল ঠাকুর ৷ কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যান শাই হোপ ৷ গত ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ার মাত্র 4 রান করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ যদিও নিকোলাস পুরানকে সঙ্গী করে ইনিংস এগিয়া নিয়ে যান হোপ ৷ 47 বলে 75 রান করে শামির বলে প্যাভিলিয়নে ফেরেন নিকোলাস পুরান ৷ অধিনায়ক পোলার্ড শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ৷

image
ব্যর্থ চেষ্টা
image
দ্বিতীয় হ্যাটট্রিক কুলদীপের

এর পরই শুরু হয় কুলদীপ যাদব ম্যাজিক ৷ শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই চায়নাম্যান বোলার ৷ শেষ দিকে খেরি পিয়ারকে সঙ্গী করে ম্যাচ বের করার চেষ্টা করেন কিমো পল ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি ৷ 107 রানে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ভারত ৷

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রোহিত, রাহুলের শতরান শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিং ও বল হাতে কুলদীপের হ্যাটট্রিক ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত ৷ 280 রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস ৷ 107 রানে ম্যাচ জেতে ভারত ৷

image
শতরানের পর রোহিত

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে ডাকেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক পোলার্ড ৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার দুরন্ত শুরু করেন ৷ শতরান করেন রাহুল ও রোহিত শর্মা ৷ শতরান করার পর আউট হয়ে রাহুল প্যাভিলিয়নে ফিরলেও ইনিংস এগিয়ে নিয়ে যান হিটম্যান ৷ বিশাখাপটনমে ব্যর্থ কোহলি ৷ শূন্য রানে ফিরতে হল ভারত অধিনায়ককে ৷ রোহিত ফিরতেই ক্রিজে আসেন ঋষভ পন্থ ৷ এসেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন তিনি ৷ মাত্র 16 বলে 39 রান করেন তিনি ৷ অন্যদিকে 32 বল খেলে 53 রান করেন শ্রেয়স ৷ নির্ধারিত 50 ওভারে ভারত পৌঁছায় 5 উইকেটের বিনিময়ে 387 রানে ৷

image
দুরন্ত লোকেশ রাহুল

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ ওপেনিংয়ে 61 রানের পার্টনারশিপ গড়েন ইভেন লুইস ও শাই হোপ ৷ ক্যারিবিয়ান ইনিংসে প্রথম ধাক্কা দেন শার্দুল ঠাকুর ৷ কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যান শাই হোপ ৷ গত ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ার মাত্র 4 রান করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ যদিও নিকোলাস পুরানকে সঙ্গী করে ইনিংস এগিয়া নিয়ে যান হোপ ৷ 47 বলে 75 রান করে শামির বলে প্যাভিলিয়নে ফেরেন নিকোলাস পুরান ৷ অধিনায়ক পোলার্ড শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ৷

image
ব্যর্থ চেষ্টা
image
দ্বিতীয় হ্যাটট্রিক কুলদীপের

এর পরই শুরু হয় কুলদীপ যাদব ম্যাজিক ৷ শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই চায়নাম্যান বোলার ৷ শেষ দিকে খেরি পিয়ারকে সঙ্গী করে ম্যাচ বের করার চেষ্টা করেন কিমো পল ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি ৷ 107 রানে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ভারত ৷

Coimbatore (Tamil Nadu), Dec 18 (ANI): Ahead of Christmas celebration across nation, bamboo weavers are making eco-friendly cribs in Tamil Nadu's Coimbatore. Bamboo weavers cut cribs into small sticks depending on the size. People celebrate the annual festival of Christmas with full fervour. The festival is celebrated on December 25, commemorating the birth of Jesus Christ.
Last Updated : Dec 18, 2019, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.