বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রোহিত, রাহুলের শতরান শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিং ও বল হাতে কুলদীপের হ্যাটট্রিক ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত ৷ 280 রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস ৷ 107 রানে ম্যাচ জেতে ভারত ৷
টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে ডাকেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক পোলার্ড ৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার দুরন্ত শুরু করেন ৷ শতরান করেন রাহুল ও রোহিত শর্মা ৷ শতরান করার পর আউট হয়ে রাহুল প্যাভিলিয়নে ফিরলেও ইনিংস এগিয়ে নিয়ে যান হিটম্যান ৷ বিশাখাপটনমে ব্যর্থ কোহলি ৷ শূন্য রানে ফিরতে হল ভারত অধিনায়ককে ৷ রোহিত ফিরতেই ক্রিজে আসেন ঋষভ পন্থ ৷ এসেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন তিনি ৷ মাত্র 16 বলে 39 রান করেন তিনি ৷ অন্যদিকে 32 বল খেলে 53 রান করেন শ্রেয়স ৷ নির্ধারিত 50 ওভারে ভারত পৌঁছায় 5 উইকেটের বিনিময়ে 387 রানে ৷
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ ওপেনিংয়ে 61 রানের পার্টনারশিপ গড়েন ইভেন লুইস ও শাই হোপ ৷ ক্যারিবিয়ান ইনিংসে প্রথম ধাক্কা দেন শার্দুল ঠাকুর ৷ কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যান শাই হোপ ৷ গত ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ার মাত্র 4 রান করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ যদিও নিকোলাস পুরানকে সঙ্গী করে ইনিংস এগিয়া নিয়ে যান হোপ ৷ 47 বলে 75 রান করে শামির বলে প্যাভিলিয়নে ফেরেন নিকোলাস পুরান ৷ অধিনায়ক পোলার্ড শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ৷
এর পরই শুরু হয় কুলদীপ যাদব ম্যাজিক ৷ শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই চায়নাম্যান বোলার ৷ শেষ দিকে খেরি পিয়ারকে সঙ্গী করে ম্যাচ বের করার চেষ্টা করেন কিমো পল ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি ৷ 107 রানে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ভারত ৷