ETV Bharat / sports

খাদের কিনারা থেকে দলকে টানলেন রাহানে

অজিঙ্কা রাহানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম দিনে 200 পেরোল ভারত ৷ টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়ক করেন 81 রান ৷

রাহানে
author img

By

Published : Aug 23, 2019, 8:22 AM IST

Updated : Aug 23, 2019, 8:59 AM IST

অ্যান্টিগা, 23 অগাস্ট : দু'বছর টেস্টে সেঞ্চুরি পাননি ৷ টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গতকাল সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন অজিঙ্কা রাহানে ৷ সেঞ্চুরি পেলেন না ৷ তবে খাদের কিনারা থেকে দলকে টানলেন ৷

দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক জেসন হোল্ডার বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ বিপক্ষ দলের অধিনায়কের সিদ্ধান্তে খুব একটা অখুশি হননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ টসের সময় সেটা স্পষ্টও করে দেন ৷ জানিয়ে দেন, টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন ৷

তবে টসে হেরে চিন্তায় না পড়লেও প্রথম 10 ওভারের মধ্যেই চিন্তার ভাঁজ পড়ে ভারতীয় শিবিরে ৷ 8 ওভার শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান 3 ব্যাটসম্যান ৷ তার মধ্যে রয়েছেন টেস্টে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ আর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান কোহলিও 9 রান করে সাজঘরে ফিরে গেছেন ৷ অষ্টম ওভার শেষে ভারতীয় দলের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 25 ৷

এখান থেকে কে এল রাহুলকে সঙ্গী করে ম্যাচের হাল ধরেন রাহানে ৷ যখন মনে হচ্ছিল এই দুই ব্যাটসম্যান দলকে টেনে নিয়ে যাবেন, তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 44 রানে চেজ়ের বলে আউট হন রাহুল ৷ রাহুলের সঙ্গে জুটি ভাঙলেও রাহানের ডিফেন্স ভাঙতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের বোলাররা ৷ এরপর হনুমা বিহারীকে নিয়ে হাল ধরেন রাহানে ৷ পরে ব্যক্তিগত 32 রান করে আউট হন বিহারী ৷ 81 রান করে গ্র্যাব্রিয়েলের বলে বোল্ড হন রাহানে ।

বৃষ্টির জন্য কিছুক্ষণ আগেই খেলা বন্ধ হয় । দিনের শেষে ভারতের স্কোর 6 উইকেট হারিয়ে 203 রান । ক্রিজ়ে রয়েছেন পান্থ (20) ও জাদেজা (3) ।

অ্যান্টিগা, 23 অগাস্ট : দু'বছর টেস্টে সেঞ্চুরি পাননি ৷ টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গতকাল সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন অজিঙ্কা রাহানে ৷ সেঞ্চুরি পেলেন না ৷ তবে খাদের কিনারা থেকে দলকে টানলেন ৷

দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক জেসন হোল্ডার বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ বিপক্ষ দলের অধিনায়কের সিদ্ধান্তে খুব একটা অখুশি হননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ টসের সময় সেটা স্পষ্টও করে দেন ৷ জানিয়ে দেন, টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন ৷

তবে টসে হেরে চিন্তায় না পড়লেও প্রথম 10 ওভারের মধ্যেই চিন্তার ভাঁজ পড়ে ভারতীয় শিবিরে ৷ 8 ওভার শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান 3 ব্যাটসম্যান ৷ তার মধ্যে রয়েছেন টেস্টে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ আর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান কোহলিও 9 রান করে সাজঘরে ফিরে গেছেন ৷ অষ্টম ওভার শেষে ভারতীয় দলের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 25 ৷

এখান থেকে কে এল রাহুলকে সঙ্গী করে ম্যাচের হাল ধরেন রাহানে ৷ যখন মনে হচ্ছিল এই দুই ব্যাটসম্যান দলকে টেনে নিয়ে যাবেন, তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 44 রানে চেজ়ের বলে আউট হন রাহুল ৷ রাহুলের সঙ্গে জুটি ভাঙলেও রাহানের ডিফেন্স ভাঙতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের বোলাররা ৷ এরপর হনুমা বিহারীকে নিয়ে হাল ধরেন রাহানে ৷ পরে ব্যক্তিগত 32 রান করে আউট হন বিহারী ৷ 81 রান করে গ্র্যাব্রিয়েলের বলে বোল্ড হন রাহানে ।

বৃষ্টির জন্য কিছুক্ষণ আগেই খেলা বন্ধ হয় । দিনের শেষে ভারতের স্কোর 6 উইকেট হারিয়ে 203 রান । ক্রিজ়ে রয়েছেন পান্থ (20) ও জাদেজা (3) ।

Shahkot (Punjab), Aug 22 (ANI): Punjab Chief Minister Captain Amarinder Singh inspected rescue operations in flood-affected area in Punjab's Shahkot. He announced that government would canalise all the rivers of the state, taking technical support from World Bank (WB) and Asian Development Bank (ADB). Punjab CM also announced to the villagers that relief teams in flood-affected areas in Sultanpur Lodhi (Kapurthala district) and Jalandhar. Each team will comprise officers of health, civil supply and animal husbandry department that will ensure timely supply of food, medicines and fodder for affected families.
Last Updated : Aug 23, 2019, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.