অ্যান্টিগা, 23 অগাস্ট : দু'বছর টেস্টে সেঞ্চুরি পাননি ৷ টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গতকাল সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন অজিঙ্কা রাহানে ৷ সেঞ্চুরি পেলেন না ৷ তবে খাদের কিনারা থেকে দলকে টানলেন ৷
দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক জেসন হোল্ডার বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ বিপক্ষ দলের অধিনায়কের সিদ্ধান্তে খুব একটা অখুশি হননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ টসের সময় সেটা স্পষ্টও করে দেন ৷ জানিয়ে দেন, টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন ৷
তবে টসে হেরে চিন্তায় না পড়লেও প্রথম 10 ওভারের মধ্যেই চিন্তার ভাঁজ পড়ে ভারতীয় শিবিরে ৷ 8 ওভার শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান 3 ব্যাটসম্যান ৷ তার মধ্যে রয়েছেন টেস্টে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ আর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান কোহলিও 9 রান করে সাজঘরে ফিরে গেছেন ৷ অষ্টম ওভার শেষে ভারতীয় দলের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 25 ৷
এখান থেকে কে এল রাহুলকে সঙ্গী করে ম্যাচের হাল ধরেন রাহানে ৷ যখন মনে হচ্ছিল এই দুই ব্যাটসম্যান দলকে টেনে নিয়ে যাবেন, তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 44 রানে চেজ়ের বলে আউট হন রাহুল ৷ রাহুলের সঙ্গে জুটি ভাঙলেও রাহানের ডিফেন্স ভাঙতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের বোলাররা ৷ এরপর হনুমা বিহারীকে নিয়ে হাল ধরেন রাহানে ৷ পরে ব্যক্তিগত 32 রান করে আউট হন বিহারী ৷ 81 রান করে গ্র্যাব্রিয়েলের বলে বোল্ড হন রাহানে ।
বৃষ্টির জন্য কিছুক্ষণ আগেই খেলা বন্ধ হয় । দিনের শেষে ভারতের স্কোর 6 উইকেট হারিয়ে 203 রান । ক্রিজ়ে রয়েছেন পান্থ (20) ও জাদেজা (3) ।