ETV Bharat / sports

ডবল সেঞ্চুরি মায়াঙ্কের, ওপেনিংয়ে 'হিট' রোহিত

রোহিতের পর এবার সেঞ্চুরি করলেন অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৷ দু'জনের জুটিতে প্রথম উইকেটে হল 317 রান ৷

author img

By

Published : Oct 3, 2019, 1:47 PM IST

Updated : Oct 3, 2019, 2:10 PM IST

রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল

বিশাখাপটনম, 3 অক্টোবর : একজন প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বীরেন্দ্র সেহওয়াগকে মনে পড়ালেন ৷ অন্যজন দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করলেন ৷ প্রথমজন রোহিত শর্মা ৷ আর তাঁর সঙ্গী মায়াঙ্ক আগরওয়াল ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে এই দু'জনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত ৷

সচিনের বিদায়ি সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল রোহিত শর্মার ৷ 2013 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে দুটি ম্যাচেই সেঞ্চুরি করেন 'হিটম্যান' ৷ তারপর কেটে গেছে প্রায় 6 বছর ৷ ওয়ান ডে ক্রিকেটে এই 6 বছরে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই মুম্বইকর ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা ধাক্কা খেয়েছে ৷ অনেকসময় দল থেকে বাদ পড়েছেন ৷ সবমিলিয়ে অভিষেকের পর থেকে এই সিরিজ়ের আগে পর্যন্ত খেলেছেন মাত্র 27টি টেস্ট ৷

এর মধ্যে টেস্টে ওপেনার হিসেবে উঠে এসেছেন কয়েকজন ৷ কিন্তু, কে এল রাহুল, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, মুরলী বিজয়রা ওপেনিংয়ে স্থায়ী জায়গা নিতে পারেননি ৷ এর মধ্যে পৃথ্বী শ নিজের অভিষেক সিরিজ়ের পর চোট এবং শৃঙ্খলাভঙ্গের জন্য আর মাঠে নামতে পারেননি ৷ এই অবস্থায় একদিনের ক্রিকেটের মতো টেস্টেও রোহিতকে ওপেন করানোর কথা ভাবে টিম ম্যানেজমেন্ট ৷ যেমনটা 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগকে নিয়ে ভেবেছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও কোচ জন রাইট ৷ তারপর একদশক ভারতের ইনিংস সূচনা করেছেন সেহওয়াগ ৷ গড়েছেন একাধিক কীর্তি ৷

যদিও রোহিতকে এখনই সেহওয়াগের সঙ্গে তুলনা করতে রাজি নন ক্রীড়া বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, বিদেশের মাটিতে বল মুভ করলে রোহিতের পারফরমেন্স কেমন হবে, সেটা দেখা দরকার ৷ তারপর দু'জনের তুলনা টানা উচিত ৷

বিশেষজ্ঞদের মতামত ভবিষ্যতে বোঝা যাবে ৷ আপাতত ভারতের মাটিতে টেস্টে ওপেনার নিয়ে যে আর ভাবনাচিন্তা না করলেও চলবে, তা বুঝিয়ে দিলেন রোহিত ৷ টেস্টে প্রথমবার ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে গতকাল সেঞ্চুরি করেন ৷ আর আজ খেলা শুরু থেকেই তিনি বুঝিয়ে দিলেন, বোলারদের শাসন করতে নেমেছেন ৷ শেষপর্যন্ত কেশব মহারাজের বলে স্ট্যাম্প হওয়ার আগে করলেন 176 রান ৷ মারলেন 6টি ছয় ৷

অন্যদিকে, রোহিতের মতোই টিম ম্যানেজমেন্টের ওপেনার নিয়ে চিন্তা আপাতত দূর করলেন মায়াঙ্ক ৷ গতবছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশে টেস্টে অভিষেক হয় তাঁর ৷ সেখানে দুটি টেস্ট খেলেন ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এবছর সেদেশে দুটি টেস্ট খেলেন তিনি ৷ ফলে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলছেন ৷ আর দেশের মাটিতে প্রথম ইনিংসই স্মরণীয় করে রাখলেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান ৷

আজ খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জীবনের প্রথম সেঞ্চুরি করেন মায়াঙ্ক ৷ আর চা পানের বিরতির আগেই পূর্ণ করেন ডবল সেঞ্চুরি ৷ রোহিতের মতোই শাসন করলেন বোলারদের ৷ এখনও পর্যন্ত 5টি ছয় ও 22টি চার মেরেছেন ৷

রোহিত-মায়াঙ্কের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ তেমনই রোহিত-মায়াঙ্ক জুটি আপাতত ওপেনিং নিয়ে দুশ্চিন্তাও দূর করল টিম ম্যানেজমেন্টের ৷

বিশাখাপটনম, 3 অক্টোবর : একজন প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বীরেন্দ্র সেহওয়াগকে মনে পড়ালেন ৷ অন্যজন দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করলেন ৷ প্রথমজন রোহিত শর্মা ৷ আর তাঁর সঙ্গী মায়াঙ্ক আগরওয়াল ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে এই দু'জনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত ৷

সচিনের বিদায়ি সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল রোহিত শর্মার ৷ 2013 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে দুটি ম্যাচেই সেঞ্চুরি করেন 'হিটম্যান' ৷ তারপর কেটে গেছে প্রায় 6 বছর ৷ ওয়ান ডে ক্রিকেটে এই 6 বছরে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই মুম্বইকর ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা ধাক্কা খেয়েছে ৷ অনেকসময় দল থেকে বাদ পড়েছেন ৷ সবমিলিয়ে অভিষেকের পর থেকে এই সিরিজ়ের আগে পর্যন্ত খেলেছেন মাত্র 27টি টেস্ট ৷

এর মধ্যে টেস্টে ওপেনার হিসেবে উঠে এসেছেন কয়েকজন ৷ কিন্তু, কে এল রাহুল, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, মুরলী বিজয়রা ওপেনিংয়ে স্থায়ী জায়গা নিতে পারেননি ৷ এর মধ্যে পৃথ্বী শ নিজের অভিষেক সিরিজ়ের পর চোট এবং শৃঙ্খলাভঙ্গের জন্য আর মাঠে নামতে পারেননি ৷ এই অবস্থায় একদিনের ক্রিকেটের মতো টেস্টেও রোহিতকে ওপেন করানোর কথা ভাবে টিম ম্যানেজমেন্ট ৷ যেমনটা 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগকে নিয়ে ভেবেছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও কোচ জন রাইট ৷ তারপর একদশক ভারতের ইনিংস সূচনা করেছেন সেহওয়াগ ৷ গড়েছেন একাধিক কীর্তি ৷

যদিও রোহিতকে এখনই সেহওয়াগের সঙ্গে তুলনা করতে রাজি নন ক্রীড়া বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, বিদেশের মাটিতে বল মুভ করলে রোহিতের পারফরমেন্স কেমন হবে, সেটা দেখা দরকার ৷ তারপর দু'জনের তুলনা টানা উচিত ৷

বিশেষজ্ঞদের মতামত ভবিষ্যতে বোঝা যাবে ৷ আপাতত ভারতের মাটিতে টেস্টে ওপেনার নিয়ে যে আর ভাবনাচিন্তা না করলেও চলবে, তা বুঝিয়ে দিলেন রোহিত ৷ টেস্টে প্রথমবার ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে গতকাল সেঞ্চুরি করেন ৷ আর আজ খেলা শুরু থেকেই তিনি বুঝিয়ে দিলেন, বোলারদের শাসন করতে নেমেছেন ৷ শেষপর্যন্ত কেশব মহারাজের বলে স্ট্যাম্প হওয়ার আগে করলেন 176 রান ৷ মারলেন 6টি ছয় ৷

অন্যদিকে, রোহিতের মতোই টিম ম্যানেজমেন্টের ওপেনার নিয়ে চিন্তা আপাতত দূর করলেন মায়াঙ্ক ৷ গতবছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশে টেস্টে অভিষেক হয় তাঁর ৷ সেখানে দুটি টেস্ট খেলেন ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এবছর সেদেশে দুটি টেস্ট খেলেন তিনি ৷ ফলে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলছেন ৷ আর দেশের মাটিতে প্রথম ইনিংসই স্মরণীয় করে রাখলেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান ৷

আজ খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জীবনের প্রথম সেঞ্চুরি করেন মায়াঙ্ক ৷ আর চা পানের বিরতির আগেই পূর্ণ করেন ডবল সেঞ্চুরি ৷ রোহিতের মতোই শাসন করলেন বোলারদের ৷ এখনও পর্যন্ত 5টি ছয় ও 22টি চার মেরেছেন ৷

রোহিত-মায়াঙ্কের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ তেমনই রোহিত-মায়াঙ্ক জুটি আপাতত ওপেনিং নিয়ে দুশ্চিন্তাও দূর করল টিম ম্যানেজমেন্টের ৷

Jalgaon (Maharashtra), Oct 03 (ANI): On the occasion of 150 birth anniversary of Mahatma Gandhi, his great-grandson Tushar Gandhi on October 02 said that on Gandhi Jayanti everybody wants to claim a part of that legacy and I believe that everyone has the right to claim the legacy. He said, "Bapu belongs to the humanity in general and nobody has any proprietary ownership of that legacy. "Some people do it sincerely, some don't. Politics of all kind is insincere in their eulogy of Bapu and their show of aligning with him but I don't think anybody is fooled by that insincerity. That's all across, you can't say that somebody is better than the other." he added.
Last Updated : Oct 3, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.