ETV Bharat / sports

খেলার মাঠ হোক রাজনীতিমুক্ত, ''নো ফ্লাই জ়োন '' ওল্ড ট্রাফোর্ড

সরুক রাজনীতি, ওল্ড ট্রাফোর্ড ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে বন্ধ রাখা হল আকাশপথ ।

ওল্ড ট্রাফোর্ড
author img

By

Published : Jul 9, 2019, 4:45 PM IST

ম্যানচেস্টার, 9 জুলাই : আজ ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড । ম্যাচে বৃষ্টির ভ্রূকুটি চিন্তায় ফেলেছে দর্শক ও আয়োজকদের । পাশাপাশি আয়োজকদের কপালে আরও একটি বিষয়ে চিন্তার ভাঁজ । তা হল খেলার মাঠে রাজনৈতিক বিতর্ক । আর সেই রাজনীতি থেকে বিশ্বকাপকে বাঁচাতে ওল্ড ট্রাফোর্ডের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল । ম্যানচেস্টারে সেমিফাইনালে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছেয তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের সময় ব্যক্তিগত বিমান থেকে কাশ্মীর নিয়ে দেশবিরোধী ব্যানার উড়তে দেখা যায় । '' কাশ্মীরের জন্য ন্যায় চাই ''-লেখা উস্কানিমূলক ব্যানারটি অস্বস্তিতে ফেলে ICC ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে । ICC-কে এই নিয়ে অভিযোগও জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।

বোর্ড সূত্রে এক আধিকারিক বলেন, "আমরা নিরাপত্তাবেষ্টনী ভাঙা এবং ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলাম । ECB সেই উদ্বেগের কথা জানতে পেরে BCCI-র CEO রাহুল জহুরিকে জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডের আকাশপথকে আজকের জন্য 'নো ফ্লাই জ়োন' করে দেওয়া হয়েছে ।"

ভারতবিরোধী ব্যানার ছাড়াও চলতি বিশ্বকাপে বালুচিস্তান প্রসঙ্গে ব্যানার নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল ।

ম্যানচেস্টার, 9 জুলাই : আজ ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড । ম্যাচে বৃষ্টির ভ্রূকুটি চিন্তায় ফেলেছে দর্শক ও আয়োজকদের । পাশাপাশি আয়োজকদের কপালে আরও একটি বিষয়ে চিন্তার ভাঁজ । তা হল খেলার মাঠে রাজনৈতিক বিতর্ক । আর সেই রাজনীতি থেকে বিশ্বকাপকে বাঁচাতে ওল্ড ট্রাফোর্ডের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল । ম্যানচেস্টারে সেমিফাইনালে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছেয তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের সময় ব্যক্তিগত বিমান থেকে কাশ্মীর নিয়ে দেশবিরোধী ব্যানার উড়তে দেখা যায় । '' কাশ্মীরের জন্য ন্যায় চাই ''-লেখা উস্কানিমূলক ব্যানারটি অস্বস্তিতে ফেলে ICC ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে । ICC-কে এই নিয়ে অভিযোগও জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।

বোর্ড সূত্রে এক আধিকারিক বলেন, "আমরা নিরাপত্তাবেষ্টনী ভাঙা এবং ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলাম । ECB সেই উদ্বেগের কথা জানতে পেরে BCCI-র CEO রাহুল জহুরিকে জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডের আকাশপথকে আজকের জন্য 'নো ফ্লাই জ়োন' করে দেওয়া হয়েছে ।"

ভারতবিরোধী ব্যানার ছাড়াও চলতি বিশ্বকাপে বালুচিস্তান প্রসঙ্গে ব্যানার নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল ।

Gurugram (Haryana), July 09 (ANI): Residents of Phalodi village in Gurugram came up with a unique idea to turn salty groundwater of the area into freshwater. They dug pond and linked them to a nearby canal. They did it under the Integrated Watershed Management Programme. While speaking to ANI, Sarpanch of Phalodi Village, S Yadav said, "We used to get salty groundwater, wherever we use to dig in the village. So, we dug pond under the Integrated Watershed Management Programme, connected them with the nearby canal using pipeline and filled it with water. Within 3-4 months, groundwater turned into freshwater."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.