ETV Bharat / sports

নাগপুরে বাংলাদেশকে 30 রানে হারিয়ে সিরিজ় ভারতের - ভারত বনাম বাংলাদেশ

নাগপুরে বাজিমাত ভারতের । বাংলাদেশকে হারিয়ে তিনম্যাচের সিরিজ় মেন ইন ব্লু শিবিরের । 62 রান করে ব্যাট হাতে নজড় কাড়লেন শ্রেয়ষ আইয়ার । আগুনে বোলিংয়ে 6 উইকেট দীপর চাহারের ।

ভারত
author img

By

Published : Nov 10, 2019, 8:00 PM IST

Updated : Nov 11, 2019, 1:02 AM IST

নাগপুর, 10 নভেম্বর : নাগপুরে বাংলাদেশকে 30 রানে হারিয়ে T20 সিরিজ জিতল ভারত । 6 উইকেট নিলেন ডানহাতি পেসার দীপর চাহার । 3 উইকেট নেন শিবম দুবে । বাকি এক উইকেট যুজবেন্দ্র চাহালের ।

তৃতীয় তথা শেষ T20 ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ । শুরুতেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভেলিয়নে ফেরান শাফিউল ইসলাম । এরপর শিখর ধাওয়ানকেও ফেরান শাফিউল ইসলাম ৷ 6 ওভারে 41 রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ।

এই সময় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শ্রেয়ষ আইয়ার । 52 করে প্যাভেলিয়নে ফেরার আগে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন লোকেশ রাহুল । আল-আমিন হুসেনের বলে লিটন দাসের হাতে ধরা দেন রাহুল । এরপর, রিষভ পন্থকে সঙ্গী করে লড়াই শুরু করেন শ্রেয়ষ আইয়ার । রাহুলের পর অর্ধশতরান করেন তিনি । 27 বলে অর্ধশতরানের পথে 5 ছয় মেরেছেন শ্রেয়ষ । এদিকে শেষ T20 তেও ব্যর্থ রিষভ । তাঁর সংগ্রহ 9 বলে 6 রান ।

সৌম্য সরকারের ওভারে রিশভ পন্থ ও শ্রেয়ষ আইয়ারে উইকেট হারিয়ে রানের গতি কমে য়ায় ভারতের । শেষ দিকে মণীষ পান্ডে 13 বলে 22 রান করে ভারতের স্কোর পৌঁছে দেন 174 এ ।

175 রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ । এর পর দলের হাল ধরেন বাংলাদেশ ওপেনার মহম্মদ নইম ও মহম্মদ মিঠুন । তাঁদের 98 রানের পার্টনারশিপ বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিল । কিন্তু মিঠুন প্যাভেলিয়নে ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ । ব্যক্তিগত 81 রানে আউট হন মহম্মদ নইম । তাঁকে ফেরান শিবম দুবে ।

প্রথম ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচে বাজিমাত করলেন সিরিজের ভারত অধিনায়ক রোহিত শর্মা । সিরিজ দেয়র নিরিখে এখনও অপরাজিত হিটম্যান ।

নাগপুর, 10 নভেম্বর : নাগপুরে বাংলাদেশকে 30 রানে হারিয়ে T20 সিরিজ জিতল ভারত । 6 উইকেট নিলেন ডানহাতি পেসার দীপর চাহার । 3 উইকেট নেন শিবম দুবে । বাকি এক উইকেট যুজবেন্দ্র চাহালের ।

তৃতীয় তথা শেষ T20 ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ । শুরুতেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভেলিয়নে ফেরান শাফিউল ইসলাম । এরপর শিখর ধাওয়ানকেও ফেরান শাফিউল ইসলাম ৷ 6 ওভারে 41 রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ।

এই সময় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শ্রেয়ষ আইয়ার । 52 করে প্যাভেলিয়নে ফেরার আগে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন লোকেশ রাহুল । আল-আমিন হুসেনের বলে লিটন দাসের হাতে ধরা দেন রাহুল । এরপর, রিষভ পন্থকে সঙ্গী করে লড়াই শুরু করেন শ্রেয়ষ আইয়ার । রাহুলের পর অর্ধশতরান করেন তিনি । 27 বলে অর্ধশতরানের পথে 5 ছয় মেরেছেন শ্রেয়ষ । এদিকে শেষ T20 তেও ব্যর্থ রিষভ । তাঁর সংগ্রহ 9 বলে 6 রান ।

সৌম্য সরকারের ওভারে রিশভ পন্থ ও শ্রেয়ষ আইয়ারে উইকেট হারিয়ে রানের গতি কমে য়ায় ভারতের । শেষ দিকে মণীষ পান্ডে 13 বলে 22 রান করে ভারতের স্কোর পৌঁছে দেন 174 এ ।

175 রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ । এর পর দলের হাল ধরেন বাংলাদেশ ওপেনার মহম্মদ নইম ও মহম্মদ মিঠুন । তাঁদের 98 রানের পার্টনারশিপ বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিল । কিন্তু মিঠুন প্যাভেলিয়নে ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ । ব্যক্তিগত 81 রানে আউট হন মহম্মদ নইম । তাঁকে ফেরান শিবম দুবে ।

প্রথম ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচে বাজিমাত করলেন সিরিজের ভারত অধিনায়ক রোহিত শর্মা । সিরিজ দেয়র নিরিখে এখনও অপরাজিত হিটম্যান ।

New Delhi, Nov 10 (ANI): Congress leader PL Punia reacted over All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi's statement on Ayodhya verdict. PL Punia said that people who believe in Constitution will respect the Supreme Court's verdict. Owaisi's have expressed dissatisfaction with the Supreme Court verdict and said, "SC is supreme but not infallible". On the other side, while speaking on Maharashtra power tussle, Punia said picture will get clear within next (November 11) day.

Last Updated : Nov 11, 2019, 1:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.