ইন্দোর, 14 নভেম্বর : ইন্দোরে ভারতীয় পেস বোলারদের দাপটে বেসামাল বাংলাদেশি টপ অর্ডার ৷ একই সঙ্গে ভারতীয় বোলারদের ক্যাচ মিসের ঘটনা অব্যাহত ৷ যদিও মধ্যাহ্নভোজের আগেই 3 উইকেট হারায় বেঙ্গল টাইগাররা ৷
বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন ভারতীয় পেস বোলার উমেশ যাদব ৷ যাদবের আউট সুইঙ্গার ইমরুল কায়েজ়ের ব্যাট ছুঁয়ে স্লিপে রাহানের হাতে ধরা দেয় ৷ ঠিক তার পরের ওভারেই ইশান্ত শর্মার বল শাদমান ইসলামের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার নিরাপদ দস্তানায় ধরা পরে ৷ এরপর অধিনায়ক মইনুল হক ও মহম্মদ মিঠুন বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন ৷ কিন্তু মহম্মদ শামির দুরন্ত বল মহম্মদ মিঠুন কিছু বুঝে ওঠার আগেই বল এসে পায়ে লাগে ৷ LBW হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷
মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই তিন উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ইনিংসের হাল ধরেন রহিম ও মইনুল ৷ তবে এরপরই ফের অশ্বিনের বলে রহিমের ক্যাচ ফেলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে কিছুক্ষণের মধ্যেই অশ্বিনের দুরন্ত ঘূর্ণি বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন বাংলাদেশি অধিনায়ক ৷ বর্তমানে 45 ওভারে বাংলাদেশের রান সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 115 ৷