ETV Bharat / sports

ভারতীয় পেসে বেসামাল পদ্মাপারের ব্যাটিং অর্ডার - indian bolwer

ইন্দোরে ভারতীয় পেস বোলারদের দাপটে বেসামাল বাংলাদেশি টপ অর্ডার ৷ মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই তিন উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ বর্তমানে 42 ওভারে বাংলাদেশের রান 4 উইকেটের বিনিময়ে 107 ৷

টিম ইন্ডিয়া
author img

By

Published : Nov 14, 2019, 2:10 PM IST

ইন্দোর, 14 নভেম্বর : ইন্দোরে ভারতীয় পেস বোলারদের দাপটে বেসামাল বাংলাদেশি টপ অর্ডার ৷ একই সঙ্গে ভারতীয় বোলারদের ক্যাচ মিসের ঘটনা অব্যাহত ৷ যদিও মধ্যাহ্নভোজের আগেই 3 উইকেট হারায় বেঙ্গল টাইগাররা ৷

বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন ভারতীয় পেস বোলার উমেশ যাদব ৷ যাদবের আউট সুইঙ্গার ইমরুল কায়েজ়ের ব্যাট ছুঁয়ে স্লিপে রাহানের হাতে ধরা দেয় ৷ ঠিক তার পরের ওভারেই ইশান্ত শর্মার বল শাদমান ইসলামের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার নিরাপদ দস্তানায় ধরা পরে ৷ এরপর অধিনায়ক মইনুল হক ও মহম্মদ মিঠুন বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন ৷ কিন্তু মহম্মদ শামির দুরন্ত বল মহম্মদ মিঠুন কিছু বুঝে ওঠার আগেই বল এসে পায়ে লাগে ৷ LBW হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷

মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই তিন উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ইনিংসের হাল ধরেন রহিম ও মইনুল ৷ তবে এরপরই ফের অশ্বিনের বলে রহিমের ক্যাচ ফেলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে কিছুক্ষণের মধ্যেই অশ্বিনের দুরন্ত ঘূর্ণি বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন বাংলাদেশি অধিনায়ক ৷ বর্তমানে 45 ওভারে বাংলাদেশের রান সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 115 ৷

ইন্দোর, 14 নভেম্বর : ইন্দোরে ভারতীয় পেস বোলারদের দাপটে বেসামাল বাংলাদেশি টপ অর্ডার ৷ একই সঙ্গে ভারতীয় বোলারদের ক্যাচ মিসের ঘটনা অব্যাহত ৷ যদিও মধ্যাহ্নভোজের আগেই 3 উইকেট হারায় বেঙ্গল টাইগাররা ৷

বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন ভারতীয় পেস বোলার উমেশ যাদব ৷ যাদবের আউট সুইঙ্গার ইমরুল কায়েজ়ের ব্যাট ছুঁয়ে স্লিপে রাহানের হাতে ধরা দেয় ৷ ঠিক তার পরের ওভারেই ইশান্ত শর্মার বল শাদমান ইসলামের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার নিরাপদ দস্তানায় ধরা পরে ৷ এরপর অধিনায়ক মইনুল হক ও মহম্মদ মিঠুন বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন ৷ কিন্তু মহম্মদ শামির দুরন্ত বল মহম্মদ মিঠুন কিছু বুঝে ওঠার আগেই বল এসে পায়ে লাগে ৷ LBW হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷

মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই তিন উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ইনিংসের হাল ধরেন রহিম ও মইনুল ৷ তবে এরপরই ফের অশ্বিনের বলে রহিমের ক্যাচ ফেলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে কিছুক্ষণের মধ্যেই অশ্বিনের দুরন্ত ঘূর্ণি বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন বাংলাদেশি অধিনায়ক ৷ বর্তমানে 45 ওভারে বাংলাদেশের রান সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 115 ৷

Indore (MP), Nov 14 (ANI): India vs Bangladesh 1st Test match kicked off today, Indian cricket fans flocked to stadium and showed their love via placards and posters. Fans also painted tricolor on their face. On the other side, an elderly has turned up with enthusiasm to support Bangladesh. Bangladesh captain Mominul Haque won the toss and opted to bat in the first Test against India in Indore.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.