ETV Bharat / sports

অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজ় জয় ভারতের - Rohit Sharma

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার 286 রানের জবাবে ভালো শুরু ভারতের ৷ ওপেনার শিখর ধাওয়ান চোট পাওয়ায় ওপেন করতে আসেন লোকেশ রাহুল ৷

India vs Australia
ভারত অস্ট্রেলিয়া
author img

By

Published : Jan 19, 2020, 11:38 AM IST

Updated : Jan 19, 2020, 9:05 PM IST

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল মেন ইন ব্লু ৷ সেই হারের ধাক্কা সামলে উঠে রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে 36 রানে জয়ী হয় বিরাট অ্যান্ড কোং ৷ আজ সিরিজ়ের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 286 রান করে অজ়িরা ৷ জবাবে ব্যাট করতে নেমে রাহুলের উইকেট হারিয়েও রোহিত-বিরাটের ব্যাটে ম্যাচে ফেরে ভারত ৷ শতরানের পর 119 রান করে আউট হন রোহিত ৷ 36.4 ওভারের শেষে 2 উইকেটে 206 রান করেছে ভারত ৷

India vs Australia
ভারতকে টানছেন রোহিত-বিরাট

চোটের কারণে ওপেন করতে নামেননি শিখর ধাওয়ান ৷ পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন লোকেশ রাহুল ৷ব্যক্তিগত 19 রানে আগরের বলে আউট লোকেশ রাহুল ৷ বিরাটকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত ৷ 62 রানে অপরাজিত আছেন বিরাট ৷

India vs Australia
দুরন্ত রোহিত

বেঙ্গালুরুতে শুরুতেই ওয়ার্নারের উইকেট তুলে নিয়ে অজ়ি ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দেন মহম্মদ শামি ৷ এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজ়ি অধিনায়ক ফিঞ্চ ৷ দু’ উইকেট হারানো দলকে সামাল দেন স্টিভ স্মিথ ও লাবুশেন জুটি ৷ দু’জনে 127 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ শতরান করেন স্মিথ ৷ অন্যদিকে অর্ধশতরান করে আউট হন লাবুশেন ৷

অজ়ি ইনিংসের শেষ দিকে দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা ৷শামি নেন 4টি উইকেট ৷ 2টি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ কুলদীপ ও নভদীপ সাইনি নেন একটি করে উইকেট ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শিখর ধাওয়ান ৷

বেঙ্গালুরুতে অজ়ি শিবিরে কেন রিচার্ডসনের বদলে নামানো হচ্ছে হেজ়েলউডকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি ৷

ভারত (প্রথম একাদশ) : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরা ৷

অস্ট্রেলিয়া (প্রথম একাদশ) : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, অ্যালেক্স কেরি (উইকেট রক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন আগর, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজ়েলউড, অ্যাডাম জ়াম্পা ৷

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল মেন ইন ব্লু ৷ সেই হারের ধাক্কা সামলে উঠে রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে 36 রানে জয়ী হয় বিরাট অ্যান্ড কোং ৷ আজ সিরিজ়ের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 286 রান করে অজ়িরা ৷ জবাবে ব্যাট করতে নেমে রাহুলের উইকেট হারিয়েও রোহিত-বিরাটের ব্যাটে ম্যাচে ফেরে ভারত ৷ শতরানের পর 119 রান করে আউট হন রোহিত ৷ 36.4 ওভারের শেষে 2 উইকেটে 206 রান করেছে ভারত ৷

India vs Australia
ভারতকে টানছেন রোহিত-বিরাট

চোটের কারণে ওপেন করতে নামেননি শিখর ধাওয়ান ৷ পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন লোকেশ রাহুল ৷ব্যক্তিগত 19 রানে আগরের বলে আউট লোকেশ রাহুল ৷ বিরাটকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত ৷ 62 রানে অপরাজিত আছেন বিরাট ৷

India vs Australia
দুরন্ত রোহিত

বেঙ্গালুরুতে শুরুতেই ওয়ার্নারের উইকেট তুলে নিয়ে অজ়ি ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দেন মহম্মদ শামি ৷ এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজ়ি অধিনায়ক ফিঞ্চ ৷ দু’ উইকেট হারানো দলকে সামাল দেন স্টিভ স্মিথ ও লাবুশেন জুটি ৷ দু’জনে 127 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ শতরান করেন স্মিথ ৷ অন্যদিকে অর্ধশতরান করে আউট হন লাবুশেন ৷

অজ়ি ইনিংসের শেষ দিকে দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা ৷শামি নেন 4টি উইকেট ৷ 2টি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ কুলদীপ ও নভদীপ সাইনি নেন একটি করে উইকেট ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শিখর ধাওয়ান ৷

বেঙ্গালুরুতে অজ়ি শিবিরে কেন রিচার্ডসনের বদলে নামানো হচ্ছে হেজ়েলউডকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি ৷

ভারত (প্রথম একাদশ) : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরা ৷

অস্ট্রেলিয়া (প্রথম একাদশ) : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, অ্যালেক্স কেরি (উইকেট রক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন আগর, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজ়েলউড, অ্যাডাম জ়াম্পা ৷

Mumbai, Jan 19 (ANI): Maharashtra Chief Minister Uddhav Thackeray flagged off Mumbai Marathon on Jan 19. Thousands of runners gathered to take part in the marathon. Participants are taking part in different categories including half marathon, full marathon. The marathon is organised to spread awareness on cancer. The 5.9-km marathon began from CSMT and will end at MG road.

Last Updated : Jan 19, 2020, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.