ETV Bharat / sports

2021 টি-20 ও 2023-এর ওয়ান ডে বিশ্বকাপ ভারতেই

author img

By

Published : Aug 7, 2020, 7:47 PM IST

Updated : Aug 7, 2020, 8:47 PM IST

ক্রিকেট বিশ্বকাপ
ক্রিকেট বিশ্বকাপ

19:42 August 07

মুম্বই, 7 অগাস্ট : 2021 টি-20 বিশ্বকাপ ও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে ৷ শুক্রবার টেলি কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত জানানো হয় ৷  

আগের সূচি অনুযায়ী 2021 সালের টি-20 বিশ্বকাপ ভারতেরই আয়োজন করার কথা ছিল ৷ আর 2020 সালের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায় ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে চলতি বছরে অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপ স্থগিত করতে বাধ্য হয় ICC  ৷ পরে তারা জানায়, পর পর তিন বছর দু'টি টি-20 ও একটি ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ৷ তবে কোথায় বিশ্বকাপের আসর বসবে সেই বিষয়ে কিছু জানায়নি ICC ৷  

শুক্রবার টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন ICC কর্তারা ৷ সেখানেই ঠিক হয়, আগের সূচির মতোই 2021 ও 2023 সালের দু'টি বিশ্বকাপ আয়োজনের ভার থাকছে ভারতের উপরই ৷ অর্থাৎ 2022 সালের টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে ৷  

সংবাদ সংস্থা PTI- এর খবর অনুযায়ী BCCI ও ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের আয়োজন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছিল ৷ শুক্রবারই ঠিক হয়ে যায়, আগের মতো দুটি বিশ্বকাপ হবে ভারতেই ৷ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, কোরোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের প্রথম টুর্নামেন্ট খেলবে অস্ট্রেলিয়ায় ৷ প্রসঙ্গত মার্চের পর থেকে কোনও ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া ৷ 

19:42 August 07

মুম্বই, 7 অগাস্ট : 2021 টি-20 বিশ্বকাপ ও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে ৷ শুক্রবার টেলি কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত জানানো হয় ৷  

আগের সূচি অনুযায়ী 2021 সালের টি-20 বিশ্বকাপ ভারতেরই আয়োজন করার কথা ছিল ৷ আর 2020 সালের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায় ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে চলতি বছরে অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপ স্থগিত করতে বাধ্য হয় ICC  ৷ পরে তারা জানায়, পর পর তিন বছর দু'টি টি-20 ও একটি ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ৷ তবে কোথায় বিশ্বকাপের আসর বসবে সেই বিষয়ে কিছু জানায়নি ICC ৷  

শুক্রবার টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন ICC কর্তারা ৷ সেখানেই ঠিক হয়, আগের সূচির মতোই 2021 ও 2023 সালের দু'টি বিশ্বকাপ আয়োজনের ভার থাকছে ভারতের উপরই ৷ অর্থাৎ 2022 সালের টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে ৷  

সংবাদ সংস্থা PTI- এর খবর অনুযায়ী BCCI ও ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের আয়োজন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছিল ৷ শুক্রবারই ঠিক হয়ে যায়, আগের মতো দুটি বিশ্বকাপ হবে ভারতেই ৷ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, কোরোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের প্রথম টুর্নামেন্ট খেলবে অস্ট্রেলিয়ায় ৷ প্রসঙ্গত মার্চের পর থেকে কোনও ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া ৷ 

Last Updated : Aug 7, 2020, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.