ETV Bharat / sports

সবুজ-মেরুনে প্রথম গোল ম্য়াকলারেনের, মিনি ডার্বিতে তিন গোলে এগিয়ে বাগান - ISL 2024 25 - ISL 2024 25

ISL MINI DERBY: বাগানের দুরন্ত ফুটবলে মিনি ডার্বিতে অনেকটাই ব্য়াকফুটে আইএসএলে নবাগত মহামেডান স্পোর্টিং ৷ প্রথমার্ধের শেষ 3-0 গোলে এগিয়ে মোহনবাগান ৷

ISL MINI DERBY
আইএসএল মিনি ডার্বি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 5, 2024, 8:32 PM IST

কলকাতা, 5 অক্টোবর: আইএসএলে মরশুমের প্রথম ডার্বিতে দুরন্ত ফুটবল মোহনবাগান সুপার জায়ান্টের ৷ জামশেদপুরের মাটিতে ইস্টবেঙ্গল ফের হারলেও যুবভারতীতে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথমার্ধে দুরন্ত ফুটবল উপহার দিল হোসে মোলিনার ছেলেরা ৷ আর বাগানের দুরন্ত ফুটবলে মিনি ডার্বিতে অনেকটাই ব্য়াকফুটে আইএসএলে নবাগত মহামেডান স্পোর্টিং ৷ প্রথমার্ধের শেষ 3-0 গোলে এগিয়ে মোহনবাগান ৷

যুবভারতীতে এদিন প্রথমার্ধে বাগানের হয়ে প্রথমার্ধে গোল করলেন জেমি ম্য়াকলারেন, শুভাশিস বসু এবং গ্রেগ স্টুয়ার্ট ৷ সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল এল অজি বিশ্বকাপার ম্যাকলারেনের ৷ ম্য়াচের অষ্টম মিনিটে এদিন প্রাক্তন মেলবোর্ন সিটি ফুটবলারের হেডেই গোলের খাতা খোলে বাগান ৷ লিস্ট কোলাসোর কর্নারে স্টুয়ার্টের ফ্লিক ম্য়াকলারেনের কাছে আসতেই তা জোরালো হেডে জালে রাখেন মেলবোর্ন সিটির সর্বকালের সর্বাধিক গোলস্কোরার ৷

এরপর প্রথমার্ধে আর ম্য়াচে ফিরতে পারেনি মহামেডান ৷ মুহুর্মুহু আক্রমণে সাদা-কালো রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন বাগান ফুটবলাররা ৷ সেটপিসকে কাজে লাগিয়েই মিনি ডার্বিতে দ্বিতীয় গোলটি করে যায় সবুজ-মেরুন ৷ গ্রেগ স্টুয়ার্টের ফ্রি-কিক থেকে ড্রপ হেডারে মহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন বাগান অধিনায়ক শুভাশিস ৷

প্রথম দু'টি গোলে অ্যাসিস্ট করার পর দলের তৃতীয় গোলটি করেন স্কটিশ মিডিও গ্রেগ স্টুয়ার্ট নিজেই ৷ শুভাশিস বোসের বাড়ানো বল ধরে মহামেডান রক্ষণ ও গোলরক্ষককে বোকা বানিয়ে দুরন্ত প্লেসিংয়ে তৃতীয় গোল করে যান রেঞ্জার্সের প্রাক্তনী ৷ প্রথমার্ধে বল পজেশনে মহামেডান এগিয়ে থাকলেও গোল লক্ষ্য করে শট এবং অন-টার্গেটে অনেক এগিয়ে বাগান ৷ প্রথমার্ধে সবুজ-মেরুন ফুটবলাররা 6টি শট অন-টার্গেট রাখলেও মহামেডান একটিও অন-টার্গেট রাখতে ব্যর্থ ৷

  • মোহনবাগান ‘বধে’ মরিয়া মহমেডান, ছেলেদের খেলায় খুশি কোচ চের্নিশভ

কলকাতা, 5 অক্টোবর: আইএসএলে মরশুমের প্রথম ডার্বিতে দুরন্ত ফুটবল মোহনবাগান সুপার জায়ান্টের ৷ জামশেদপুরের মাটিতে ইস্টবেঙ্গল ফের হারলেও যুবভারতীতে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথমার্ধে দুরন্ত ফুটবল উপহার দিল হোসে মোলিনার ছেলেরা ৷ আর বাগানের দুরন্ত ফুটবলে মিনি ডার্বিতে অনেকটাই ব্য়াকফুটে আইএসএলে নবাগত মহামেডান স্পোর্টিং ৷ প্রথমার্ধের শেষ 3-0 গোলে এগিয়ে মোহনবাগান ৷

যুবভারতীতে এদিন প্রথমার্ধে বাগানের হয়ে প্রথমার্ধে গোল করলেন জেমি ম্য়াকলারেন, শুভাশিস বসু এবং গ্রেগ স্টুয়ার্ট ৷ সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল এল অজি বিশ্বকাপার ম্যাকলারেনের ৷ ম্য়াচের অষ্টম মিনিটে এদিন প্রাক্তন মেলবোর্ন সিটি ফুটবলারের হেডেই গোলের খাতা খোলে বাগান ৷ লিস্ট কোলাসোর কর্নারে স্টুয়ার্টের ফ্লিক ম্য়াকলারেনের কাছে আসতেই তা জোরালো হেডে জালে রাখেন মেলবোর্ন সিটির সর্বকালের সর্বাধিক গোলস্কোরার ৷

এরপর প্রথমার্ধে আর ম্য়াচে ফিরতে পারেনি মহামেডান ৷ মুহুর্মুহু আক্রমণে সাদা-কালো রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন বাগান ফুটবলাররা ৷ সেটপিসকে কাজে লাগিয়েই মিনি ডার্বিতে দ্বিতীয় গোলটি করে যায় সবুজ-মেরুন ৷ গ্রেগ স্টুয়ার্টের ফ্রি-কিক থেকে ড্রপ হেডারে মহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন বাগান অধিনায়ক শুভাশিস ৷

প্রথম দু'টি গোলে অ্যাসিস্ট করার পর দলের তৃতীয় গোলটি করেন স্কটিশ মিডিও গ্রেগ স্টুয়ার্ট নিজেই ৷ শুভাশিস বোসের বাড়ানো বল ধরে মহামেডান রক্ষণ ও গোলরক্ষককে বোকা বানিয়ে দুরন্ত প্লেসিংয়ে তৃতীয় গোল করে যান রেঞ্জার্সের প্রাক্তনী ৷ প্রথমার্ধে বল পজেশনে মহামেডান এগিয়ে থাকলেও গোল লক্ষ্য করে শট এবং অন-টার্গেটে অনেক এগিয়ে বাগান ৷ প্রথমার্ধে সবুজ-মেরুন ফুটবলাররা 6টি শট অন-টার্গেট রাখলেও মহামেডান একটিও অন-টার্গেট রাখতে ব্যর্থ ৷

  • মোহনবাগান ‘বধে’ মরিয়া মহমেডান, ছেলেদের খেলায় খুশি কোচ চের্নিশভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.