ETV Bharat / state

আরজি কর থেকে শিক্ষা নেয়নি, জয়নগর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর - Jayanagar Rape and Murder Case

মহিষমারির ঘটনাকে 'লজ্জা' বলে উল্লেখ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন তিনি ৷

JAYANAGAR RAPE AND MURDER CASE
জয়নগর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 8:20 PM IST

আলিপুরদুয়ার, 5 অক্টোবর: জয়নগরের মহিষমারিতে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করলেন, আরজি করের ঘটনা থেকে শিক্ষা নেয়নি রাজ্য সরকার ৷ সেই সঙ্গে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থানে বসা জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য বলে জানালেন বিরোধী দলনেতা ৷

একদিকে আরজি কর-কাণ্ডে চাপের মুখে রাজ্যের পুলিশ-প্রশাসন ৷ তারই মধ্যে দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারিতে শনিবার সকালে এক নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসীরা ৷ এমনকি ফাঁড়ির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ জনরোষ রুখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ ৷

জয়নগর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী৷ (ইটিভি ভারত)

এই পুরো ঘটনার নিন্দা করেছেন এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এ নিয়ে বলেন,, "ধর্ষণ তো লজ্জা ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ৷ পদত্যাগ করুন উনি ৷ আরজি করের ঘটনা থেকে রাজ্য সরকার ও পুলিশ কোনও শিক্ষা নেয়নি ৷ তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি ৷"

Jayanagar Rape and Murder Case
স্বাধীনতা সংগ্ৰামী মেজর দুর্গা মল্ল ও বীরসা মুন্ডার মূর্তি উন্মোচনে শুভেন্দু অধিকারী ৷ (নিজস্ব চিত্র)

এই ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বিকেলের দিকে সাংবাদিকদের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল না ৷ যদিও, নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, প্রথমে মহিষমারি পুলিশ ফাঁড়িতে গেলে তাঁদের জয়নগর থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানেও তাঁদের অভিযোগ নেওয়া হয়নি ৷ সেখান থেকে কুলতলি থানায় যেতে বলা হয় ৷ কিন্তু, কোথাও নাবালিকার নিখোঁজের অভিযোগ নেয়নি পুলিশ ৷ যদিও, সেই সব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ৷

আলিপুরদুয়ার, 5 অক্টোবর: জয়নগরের মহিষমারিতে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করলেন, আরজি করের ঘটনা থেকে শিক্ষা নেয়নি রাজ্য সরকার ৷ সেই সঙ্গে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থানে বসা জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য বলে জানালেন বিরোধী দলনেতা ৷

একদিকে আরজি কর-কাণ্ডে চাপের মুখে রাজ্যের পুলিশ-প্রশাসন ৷ তারই মধ্যে দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারিতে শনিবার সকালে এক নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসীরা ৷ এমনকি ফাঁড়ির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ জনরোষ রুখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ ৷

জয়নগর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী৷ (ইটিভি ভারত)

এই পুরো ঘটনার নিন্দা করেছেন এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এ নিয়ে বলেন,, "ধর্ষণ তো লজ্জা ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ৷ পদত্যাগ করুন উনি ৷ আরজি করের ঘটনা থেকে রাজ্য সরকার ও পুলিশ কোনও শিক্ষা নেয়নি ৷ তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি ৷"

Jayanagar Rape and Murder Case
স্বাধীনতা সংগ্ৰামী মেজর দুর্গা মল্ল ও বীরসা মুন্ডার মূর্তি উন্মোচনে শুভেন্দু অধিকারী ৷ (নিজস্ব চিত্র)

এই ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বিকেলের দিকে সাংবাদিকদের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল না ৷ যদিও, নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, প্রথমে মহিষমারি পুলিশ ফাঁড়িতে গেলে তাঁদের জয়নগর থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানেও তাঁদের অভিযোগ নেওয়া হয়নি ৷ সেখান থেকে কুলতলি থানায় যেতে বলা হয় ৷ কিন্তু, কোথাও নাবালিকার নিখোঁজের অভিযোগ নেয়নি পুলিশ ৷ যদিও, সেই সব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.