ETV Bharat / sports

অস্ট্রেলিয়াকে টপকে নতুন রেকর্ড বিরাট বাহিনীর - Virat Kohli

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয় ভারতের । গড়ল নতুন রেকর্ড ।

ভারত
author img

By

Published : Oct 13, 2019, 4:40 PM IST

Updated : Oct 13, 2019, 8:57 PM IST

পুনে, 13 অক্টোবর : এতদিন ছিল ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি । এবার দলের মুকুটে যোগ হল নতুন রেকর্ডের পালক । পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুরমার করে দেশের মাটিতে টানা 11 টেস্ট সিরিজ় জয়ের নজির গড়ল ভারত । পাশাপাশি, 100 শতাংশ জয়ের ধারা বজায় রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে রইল ভারত ।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারিয়েছিল ভারত । বিশাখাপটনমে দ্বিতীয় ইনিংসে তিন প্রোটিয়া ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দিয়েছিলেন মহম্মদ শামি । তালিকায় ছিলেন তেম্বা বাভুমাও । ভেঙে গেছিল তাঁর উইকেট । পরে ভাঙা স্টাম্প নিয়ে ছবি তুলেছিলেন শামি । সেটা যেন প্রতীকী ছিল । আসলে সেই ছবির মধ্যে ফুটে উঠেছিল দক্ষিণ আফ্রিকার করুণ চিত্রটা । সেই অবস্থাটা আরও করুণ হয়ে উঠল পুনেতে । রীতিমতো ছেলেখেলা করে এক ইনিংস ও 137 রানে প্রোটিয়াদের দুরমুশ করল ভারত । একবারও মনে হয়নি, দুটি দল খেলছে মাঠে । মনে হচ্ছিল, খেলছে ভারত । আর বিরাট,রোহিত, শামিদের দক্ষতার ঝলকানি দেখতে এসেছেন প্রোটিয়ারা । তাও বুমরা ছিলেন না । তাতেই দাঁড়াতে পারলেন না ডু'প্লেসিস, ডি ককরা ।

Virat Kohli
উচ্ছ্বাস অধিনায়ক বিরাটের

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ় পকেটে পুরল ভারত । গড়ল নতুন রেকর্ড । 2013 সাল থেকে দেশের মাটিতে টানা 11টি টেস্ট সিরিজ় জিতল ভারত । ভাঙল অস্ট্রেলিয়ার টানা 10টি টেস্ট সিরিজ় জয়ের রেকর্ড । 2000 সাল থেকে 2008 সালের মধ্যে এই নজির গড়েছিলেন অজ়িরা । 11টি সিরিজ়ে 32টি ম্যাচ খেলেছে ভারত । 25টিতে এসেছে জয় । একমাত্র হারের মুখ দেখতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পুনেতেই । সেই পুনের মাঠেই নতুন রেকর্ড গড়ল ভারত ।

India
মুকুটে নতুন রেকর্ডের পালক

একনজরে দেখে নেওয়া যাক ভারতের 11টি টেস্ট সিরিজ় জয়ের তালিকা -

  • বনাম অস্ট্রেলিয়া, 2013 : 4-0 (4)
  • বনাম ওয়েস্ট ইন্ডিজ়, 2013 : 2-0 (2)
  • বনাম দক্ষিণ আফ্রিকা, 2015 : 3-0 (4)
  • বনাম নিউজ়িল্যান্ড, 2016 : 3-0 (3)
  • বনাম ইংল্যান্ড, 2016 : 4-0 (5)
  • বনাম বাংলাদেশে, 2017 : 1-0 (1)
  • বনাম অস্ট্রেলিয়া, 2017 : 2-1 (4)
  • বনাম শ্রীলঙ্কা, 2017 : 1-0 (3)
  • বনাম আফগানিস্তান, 2018: 1-0 (1)
  • বনাম ওয়েস্ট ইন্ডিজ়, 2018 : 2-0 (2)

পুনে, 13 অক্টোবর : এতদিন ছিল ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি । এবার দলের মুকুটে যোগ হল নতুন রেকর্ডের পালক । পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুরমার করে দেশের মাটিতে টানা 11 টেস্ট সিরিজ় জয়ের নজির গড়ল ভারত । পাশাপাশি, 100 শতাংশ জয়ের ধারা বজায় রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে রইল ভারত ।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারিয়েছিল ভারত । বিশাখাপটনমে দ্বিতীয় ইনিংসে তিন প্রোটিয়া ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দিয়েছিলেন মহম্মদ শামি । তালিকায় ছিলেন তেম্বা বাভুমাও । ভেঙে গেছিল তাঁর উইকেট । পরে ভাঙা স্টাম্প নিয়ে ছবি তুলেছিলেন শামি । সেটা যেন প্রতীকী ছিল । আসলে সেই ছবির মধ্যে ফুটে উঠেছিল দক্ষিণ আফ্রিকার করুণ চিত্রটা । সেই অবস্থাটা আরও করুণ হয়ে উঠল পুনেতে । রীতিমতো ছেলেখেলা করে এক ইনিংস ও 137 রানে প্রোটিয়াদের দুরমুশ করল ভারত । একবারও মনে হয়নি, দুটি দল খেলছে মাঠে । মনে হচ্ছিল, খেলছে ভারত । আর বিরাট,রোহিত, শামিদের দক্ষতার ঝলকানি দেখতে এসেছেন প্রোটিয়ারা । তাও বুমরা ছিলেন না । তাতেই দাঁড়াতে পারলেন না ডু'প্লেসিস, ডি ককরা ।

Virat Kohli
উচ্ছ্বাস অধিনায়ক বিরাটের

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ় পকেটে পুরল ভারত । গড়ল নতুন রেকর্ড । 2013 সাল থেকে দেশের মাটিতে টানা 11টি টেস্ট সিরিজ় জিতল ভারত । ভাঙল অস্ট্রেলিয়ার টানা 10টি টেস্ট সিরিজ় জয়ের রেকর্ড । 2000 সাল থেকে 2008 সালের মধ্যে এই নজির গড়েছিলেন অজ়িরা । 11টি সিরিজ়ে 32টি ম্যাচ খেলেছে ভারত । 25টিতে এসেছে জয় । একমাত্র হারের মুখ দেখতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পুনেতেই । সেই পুনের মাঠেই নতুন রেকর্ড গড়ল ভারত ।

India
মুকুটে নতুন রেকর্ডের পালক

একনজরে দেখে নেওয়া যাক ভারতের 11টি টেস্ট সিরিজ় জয়ের তালিকা -

  • বনাম অস্ট্রেলিয়া, 2013 : 4-0 (4)
  • বনাম ওয়েস্ট ইন্ডিজ়, 2013 : 2-0 (2)
  • বনাম দক্ষিণ আফ্রিকা, 2015 : 3-0 (4)
  • বনাম নিউজ়িল্যান্ড, 2016 : 3-0 (3)
  • বনাম ইংল্যান্ড, 2016 : 4-0 (5)
  • বনাম বাংলাদেশে, 2017 : 1-0 (1)
  • বনাম অস্ট্রেলিয়া, 2017 : 2-1 (4)
  • বনাম শ্রীলঙ্কা, 2017 : 1-0 (3)
  • বনাম আফগানিস্তান, 2018: 1-0 (1)
  • বনাম ওয়েস্ট ইন্ডিজ়, 2018 : 2-0 (2)
Mumbai, Oct 13 (ANI): Television star Sanaya Irani is ready to make her debut on big screen with her upcoming film 'Ghost'. Shivam Bhaargava will be her co-star in the film which is helmed by Vikram Bhatt. The film's trailer has been released which has received good response from the audience. Film's music has also been topping the charts ever since its release. "I wanted to do something interesting. The film is based on a real life incident. When I heard the entire story, my character which was beautifully written by him (Vikram Bhatt), there was nothing left except to say yes."


Last Updated : Oct 13, 2019, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.