ETV Bharat / sports

লোকেশ, রোহিত ও বিরাট ঝড়ে রানের পাহাড়ে ভারত

লোকেশ রাহুল, বিরাট কোহলি, ও রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে নির্ধারিত 20 ওভারের শেষে ভারতের রান তিন উইকেটের বিনিময়ে 240 ৷

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Dec 11, 2019, 9:08 PM IST

মুম্বই, 11 ডিসেম্বর : লোকেশ রাহুল ও রোহিত শর্মার চওড়া ব্যাটে ভর করে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত ৷ সিরিজ় নির্ণায়ক ম্যাচে নির্ধারিত 20 ওভারে তিন উইকেটের বিনিময়ে 240 রান বোর্ডে তোলে ভারত ৷ শেষ দিকে বিরাটের ক্যামিও মন ভরাল দর্শকদের ৷ মাত্র 29 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি ৷

আজ ফের টস হারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন দুই ভারতীয় ওপেনার ৷ ক্যারিবিয়ান বোলারদের কার্যত গলিস্তরে নামিয়ে আনলেন রোহিত, রাহুল ও বিরাট ৷ 18 ওভারেই 200-র গণ্ডি টপকে যায় মেন ইন ব্লুরা ৷

55 বলে 91 রানের ইনিংস খেললেন লোকেশ রাহুল ৷ নয়টি চার ও চারটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ প্রথম ম্যাচে 62 রান করার পর আজ 91, ওপেনিংয়ে জায়গাটা পাকা করে ফেললেন রাহুল ৷ রোহিত করলেন 71 রান ৷ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের প্রয়োজন 241 রান ৷

মুম্বই, 11 ডিসেম্বর : লোকেশ রাহুল ও রোহিত শর্মার চওড়া ব্যাটে ভর করে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত ৷ সিরিজ় নির্ণায়ক ম্যাচে নির্ধারিত 20 ওভারে তিন উইকেটের বিনিময়ে 240 রান বোর্ডে তোলে ভারত ৷ শেষ দিকে বিরাটের ক্যামিও মন ভরাল দর্শকদের ৷ মাত্র 29 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি ৷

আজ ফের টস হারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন দুই ভারতীয় ওপেনার ৷ ক্যারিবিয়ান বোলারদের কার্যত গলিস্তরে নামিয়ে আনলেন রোহিত, রাহুল ও বিরাট ৷ 18 ওভারেই 200-র গণ্ডি টপকে যায় মেন ইন ব্লুরা ৷

55 বলে 91 রানের ইনিংস খেললেন লোকেশ রাহুল ৷ নয়টি চার ও চারটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ প্রথম ম্যাচে 62 রান করার পর আজ 91, ওপেনিংয়ে জায়গাটা পাকা করে ফেললেন রাহুল ৷ রোহিত করলেন 71 রান ৷ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের প্রয়োজন 241 রান ৷

New Delhi, Dec 11 (ANI): Congress Leader Anand Sharma in Rajya Sabha said that Citizenship (Amendment) Bill 2019tabled by BJP, is an assault on the very foundation and values of the India Constitution. "There should be a scrutiny of the changes which have brought in the bill," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.