ETV Bharat / sports

বিরাটের রাজকীয় সেঞ্চুরি, দাপুটে জয় ভারতের

বিরাট কোহলি 120 রানের অনবদ্য ইনিংস খেলেন । এনিয়ে 42 তম ODI সেঞ্চুরি করলেন বিরাট । সেইসঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেলেন সৌরভ গাঙ্গুলিকেও । এখন বিরাটের সামনে শুধুই সচিন তেন্ডুলকর ।

বিরাট কোহলি
author img

By

Published : Aug 12, 2019, 4:11 AM IST

Updated : Aug 12, 2019, 4:19 AM IST

পোর্ট অফ স্পেন, 12 অগাস্ট : ভারতের জয়ের ধারা অব্যাহত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে এল সহজ জয় । সৌজন্যে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 279 রান তোলে ভারতীয় দল । বিরাট কোহলি 120 রানের অনবদ্য ইনিংস খেলেন । এনিয়ে 42 তম ODI সেঞ্চুরি করলেন বিরাট । সেইসঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেলেন সৌরভ গাঙ্গুলিকেও । এখন বিরাটের সামনে শুধুই সচিন তেন্ডুলকর । ভারতীয় ইনিংসে বিরাটকে যোগ্য সহায়তা করেন শ্রেয়স আইয়ার । তিনি 71 রান করে আউট হন । লোয়ার মিডল অর্ডার সফল না হওয়ায় ভারতীয় দলের রান 300 টপকায়নি ।

india vs west indies odi
উচ্ছ্বসিত বিরাট কোহলি ও খলিল আহমেদ

ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন গেইলরা । বৃষ্টিতে একাধিকবার খেলাও বন্ধ হয় । টার্গেট কমে দাঁড়ায় 270 (46 ওভার) । একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ় । বলার মতো স্কোর করেন এভিন লিউইস (65) ও নিকোলাস পুরান (42) । তবে, তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট নয় । শেষপর্যন্ত 42 ওভারে 210 রানেই থামতে হয় ক্যারিবিয়ানদের । 59 রানে জয় পায় ভারতীয় দল ।

india vs west indies odi
উইকেট পাওয়ার পর ভুবনেশ্বর কুমার ও বিরাট কোহলি

ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার 31 রানে 4 উইকেট নেন । শামি ও কুলদীপ নেন 2টি করে উইকেট । এছাড়া খলিল আহমেদ, রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট সংগ্রহ করেন ।

প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেছিল ।

পোর্ট অফ স্পেন, 12 অগাস্ট : ভারতের জয়ের ধারা অব্যাহত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে এল সহজ জয় । সৌজন্যে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 279 রান তোলে ভারতীয় দল । বিরাট কোহলি 120 রানের অনবদ্য ইনিংস খেলেন । এনিয়ে 42 তম ODI সেঞ্চুরি করলেন বিরাট । সেইসঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেলেন সৌরভ গাঙ্গুলিকেও । এখন বিরাটের সামনে শুধুই সচিন তেন্ডুলকর । ভারতীয় ইনিংসে বিরাটকে যোগ্য সহায়তা করেন শ্রেয়স আইয়ার । তিনি 71 রান করে আউট হন । লোয়ার মিডল অর্ডার সফল না হওয়ায় ভারতীয় দলের রান 300 টপকায়নি ।

india vs west indies odi
উচ্ছ্বসিত বিরাট কোহলি ও খলিল আহমেদ

ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন গেইলরা । বৃষ্টিতে একাধিকবার খেলাও বন্ধ হয় । টার্গেট কমে দাঁড়ায় 270 (46 ওভার) । একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ় । বলার মতো স্কোর করেন এভিন লিউইস (65) ও নিকোলাস পুরান (42) । তবে, তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট নয় । শেষপর্যন্ত 42 ওভারে 210 রানেই থামতে হয় ক্যারিবিয়ানদের । 59 রানে জয় পায় ভারতীয় দল ।

india vs west indies odi
উইকেট পাওয়ার পর ভুবনেশ্বর কুমার ও বিরাট কোহলি

ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার 31 রানে 4 উইকেট নেন । শামি ও কুলদীপ নেন 2টি করে উইকেট । এছাড়া খলিল আহমেদ, রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট সংগ্রহ করেন ।

প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেছিল ।

New Delhi, Aug 12 (ANI): A research studying the effects of eating marijuana in mice found that they became less active, and their body temperatures dropped when they consumed edible THC, the primary psychoactive component in marijuana. The research published in the journal 'Drug and Alcohol Dependence' reported on voluntary oral THC consumption in animals, a method of consumption that is similar to the way humans take the drug. The study opens the door to additional studies that will help shed light on behavioural and physiological effects that occur in people when they eat food infused with marijuana. The researchers also noted that the effects of edible THC varied based on the subject's sex, said Michael Smoker, first author of the paper. Understanding the health effects of eating marijuana edibles is important, given the growing popularity of that method of consumption in states where marijuana has been legalised, Smoker said. Marijuana edibles can elicit extreme, adverse reactions, Smoker said. Many of the commercially made marijuana-based products have a relatively higher concentration of THC than does marijuana plant material. In some cases, people are unsure how much of marijuana edible they should eat and end up eating more than they should.
Last Updated : Aug 12, 2019, 4:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.