পোর্ট অফ স্পেন, 12 অগাস্ট : ভারতের জয়ের ধারা অব্যাহত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে এল সহজ জয় । সৌজন্যে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 279 রান তোলে ভারতীয় দল । বিরাট কোহলি 120 রানের অনবদ্য ইনিংস খেলেন । এনিয়ে 42 তম ODI সেঞ্চুরি করলেন বিরাট । সেইসঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেলেন সৌরভ গাঙ্গুলিকেও । এখন বিরাটের সামনে শুধুই সচিন তেন্ডুলকর । ভারতীয় ইনিংসে বিরাটকে যোগ্য সহায়তা করেন শ্রেয়স আইয়ার । তিনি 71 রান করে আউট হন । লোয়ার মিডল অর্ডার সফল না হওয়ায় ভারতীয় দলের রান 300 টপকায়নি ।
ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন গেইলরা । বৃষ্টিতে একাধিকবার খেলাও বন্ধ হয় । টার্গেট কমে দাঁড়ায় 270 (46 ওভার) । একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ় । বলার মতো স্কোর করেন এভিন লিউইস (65) ও নিকোলাস পুরান (42) । তবে, তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট নয় । শেষপর্যন্ত 42 ওভারে 210 রানেই থামতে হয় ক্যারিবিয়ানদের । 59 রানে জয় পায় ভারতীয় দল ।
ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার 31 রানে 4 উইকেট নেন । শামি ও কুলদীপ নেন 2টি করে উইকেট । এছাড়া খলিল আহমেদ, রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট সংগ্রহ করেন ।
প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেছিল ।