সাউদাহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল । সেইসঙ্গে ক্রিকেট দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে পঞ্চাশতম জয় পেল ভারত । ভারতের আগে জয়ের হাফ সেঞ্চুরি ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের । ইতিমধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে অজ়িরা । নিউজিল্যান্ড চারবছর আগে প্রথমবার রানার্স হওয়ার কৃতিত্ব দেখিয়েছে । ভারত তৃতীয় দেশ হিসেবে জয়ের হাফ সেঞ্চুরি করলেও দু'বার কাপ ঘরে তুলেছে । ইংল্যান্ডে কাপ জয়ের অন্যতম ফেভারিট ভারতের প্রথম জয়ের স্বাদ এসেছিল ১৯৭৫ সালে । প্রথম বিশ্বকাপে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত ।
এই সংক্রান্ত আরও খবর : শামির হ্যাটট্রিক, আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত
1983 সালে প্রথম বিশ্বকাপ জয় পায় ভারতীয় দল । এরপর জয় আসে ধোনিবাহিনীর হাত ধরে । 2011 সালে । মাঝে 2003 সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় গাঙ্গুলি ব্রিগেড ।
এখনও পর্যন্ত ভারত বিশ্বকাপে ৭৯টি ম্যাচ খেলেছে। তাঁর মধ্যে ৫০টি জয় পেয়েছে । ২৭টি ম্যাচ টিম ইন্ডিয়া হেরেছে । এবং দুটো ম্যাচের মধ্যে একটি টাই হয়েছে অন্যটি পরিত্যক্ত ।
এই সংক্রান্ত আরও খবর : আফগানিস্তানকে হারিয়ে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি
বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৯০টি ম্যাচ খেলেছে । তার মধ্যে ৬৭টি ম্যাচে জয় পেয়েছে তারা । পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২১টি ম্যাচে পরাজিত হয়েছে । তাদের একটি ম্যাচ টাই ও অপরটি পরিত্যক্ত । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড । তারা এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ৫৩টিতে জয় পেয়েছে । তিরিশটি ম্যাচে পরাজিত । একটি ম্যাচে কোনও রেজ়াল্ট হয়নি ।