ETV Bharat / sports

অনন্য কীর্তি ; বিশ্বকাপে ভারতের জয়ের হাফসেঞ্চুরি - kapil dev

আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল । সেইসঙ্গে ক্রিকেট দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে পঞ্চাশতম জয় পেল ভারত ।

ভারত
author img

By

Published : Jun 23, 2019, 1:43 AM IST

সাউদাহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল । সেইসঙ্গে ক্রিকেট দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে পঞ্চাশতম জয় পেল ভারত । ভারতের আগে জয়ের হাফ সেঞ্চুরি ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের । ইতিমধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে অজ়িরা । নিউজিল্যান্ড চারবছর আগে প্রথমবার রানার্স হওয়ার কৃতিত্ব দেখিয়েছে । ভারত তৃতীয় দেশ হিসেবে জয়ের হাফ সেঞ্চুরি করলেও দু'বার কাপ ঘরে তুলেছে । ইংল্যান্ডে কাপ জয়ের অন্যতম ফেভারিট ভারতের প্রথম জয়ের স্বাদ এসেছিল ১৯৭৫ সালে । প্রথম বিশ্বকাপে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত ।

এই সংক্রান্ত আরও খবর : শামির হ্যাটট্রিক, আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত

1983 সালে প্রথম বিশ্বকাপ জয় পায় ভারতীয় দল । এরপর জয় আসে ধোনিবাহিনীর হাত ধরে । 2011 সালে । মাঝে 2003 সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় গাঙ্গুলি ব্রিগেড ।

এখনও পর্যন্ত ভারত বিশ্বকাপে ৭৯টি ম্যাচ খেলেছে। তাঁর মধ্যে ৫০টি জয় পেয়েছে । ২৭টি ম্যাচ টিম ইন্ডিয়া হেরেছে । এবং দুটো ম্যাচের মধ্যে একটি টাই হয়েছে অন্যটি পরিত্যক্ত ।

এই সংক্রান্ত আরও খবর : আফগানিস্তানকে হারিয়ে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি


বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৯০টি ম্যাচ খেলেছে । তার মধ্যে ৬৭টি ম্যাচে জয় পেয়েছে তারা । পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২১টি ম্যাচে পরাজিত হয়েছে । তাদের একটি ম্যাচ টাই ও অপরটি পরিত্যক্ত । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড । তারা এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ৫৩টিতে জয় পেয়েছে । তিরিশটি ম্যাচে পরাজিত । একটি ম্যাচে কোনও রেজ়াল্ট হয়নি ।

সাউদাহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল । সেইসঙ্গে ক্রিকেট দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে পঞ্চাশতম জয় পেল ভারত । ভারতের আগে জয়ের হাফ সেঞ্চুরি ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের । ইতিমধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে অজ়িরা । নিউজিল্যান্ড চারবছর আগে প্রথমবার রানার্স হওয়ার কৃতিত্ব দেখিয়েছে । ভারত তৃতীয় দেশ হিসেবে জয়ের হাফ সেঞ্চুরি করলেও দু'বার কাপ ঘরে তুলেছে । ইংল্যান্ডে কাপ জয়ের অন্যতম ফেভারিট ভারতের প্রথম জয়ের স্বাদ এসেছিল ১৯৭৫ সালে । প্রথম বিশ্বকাপে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত ।

এই সংক্রান্ত আরও খবর : শামির হ্যাটট্রিক, আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত

1983 সালে প্রথম বিশ্বকাপ জয় পায় ভারতীয় দল । এরপর জয় আসে ধোনিবাহিনীর হাত ধরে । 2011 সালে । মাঝে 2003 সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় গাঙ্গুলি ব্রিগেড ।

এখনও পর্যন্ত ভারত বিশ্বকাপে ৭৯টি ম্যাচ খেলেছে। তাঁর মধ্যে ৫০টি জয় পেয়েছে । ২৭টি ম্যাচ টিম ইন্ডিয়া হেরেছে । এবং দুটো ম্যাচের মধ্যে একটি টাই হয়েছে অন্যটি পরিত্যক্ত ।

এই সংক্রান্ত আরও খবর : আফগানিস্তানকে হারিয়ে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি


বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৯০টি ম্যাচ খেলেছে । তার মধ্যে ৬৭টি ম্যাচে জয় পেয়েছে তারা । পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২১টি ম্যাচে পরাজিত হয়েছে । তাদের একটি ম্যাচ টাই ও অপরটি পরিত্যক্ত । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড । তারা এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ৫৩টিতে জয় পেয়েছে । তিরিশটি ম্যাচে পরাজিত । একটি ম্যাচে কোনও রেজ়াল্ট হয়নি ।

Intro:বিশ্বকাপে ভারতের জয়ের হাফসেঞ্চুরি

কলকাতা,২৩জুনঃ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নেওয়ার দিনে ভারতীয় দল দুটো নয়া কীর্তি নিজেদের দখলে নিল। ক্রিকেট দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপে পঞ্চাশতম জয় পেল ভারত। বিশ্বকাপে জয়ের অর্ধশতক। ভারতের আগে জয়ের হাফ সেঞ্চুরি ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের। ইতিমধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে অজিরা। নিউজিল্যান্ড চারবছর আগে প্রথমবার রানার্স হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। ভারত তৃতীয় দেশ হিসেবে জয়ের হাফ সেঞ্চুরি করলেও দুই দুবার কাপ ঘরে তুলেছে। ইংল্যান্ডে কাপ জয়ের অন্যতম ফেভারিট ভারতের প্রথম জয়ের স্বাদ এসেছিল ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে। এখনও পর্যন্ত ভারত বিশ্বকাপে ৭৯টি ম্যাচ খেলেছে। তাঁর মধ্যে ৫০ টি জয় পেয়েছে। ২৭টি ম্যাচ টিম ইন্ডিয়া হেরেছে এবং দুটো ম্যাচের মধ্যে টাই হয়েছে বাকি একটি পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৯০টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৬৭টি ম্যাচে জয় পেয়েছে তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২১ টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদের একটি ম্যাচ টাই ও অপরটি অপরটি পরিত্যক্ত।
পঞ্চাশ ম্যাচে জয় পাওয়ার তালিকায় নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে। তারা এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচে ৫২টি জয় পেয়েছে। তিরিশটি ম্যাচে তারা পরাজিত। একটি ম্যাচে কোনও রেজাল্ট হয়নি।
পরিসংখ্যান শুধুই সংখ্যার কচকচানি। তবে রেকর্ডে মূল্য যেমন আছে তেমনই রেকর্ড ভাঙা গড়ার আনন্দ রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ক্রিকেট ইতিহাসে বড় ঘটনা নয়। তবে বিশ্বকাপে দলগত জয়ের হাফসেঞ্চুরির দিনে মহম্মদ শামির হ্যাটট্রিক আলাদা মাত্রা যোগ করল, সেব্যাপারে সন্দেহ নেই।Body:IndConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.