ETV Bharat / sports

"শেষ নিশ্বাস পর্যন্ত নিজের সেরাটা দেব" - new zealand

ম্যাচ হারলেও জাদেজার হার না মানা মনোভাব মন জয় করেছে ক্রিকেট বিশ্বের । আর ম্যাচ শেষে সমর্থকদের প্রতি টুইট করেন তিনি ।

জাদেজা
author img

By

Published : Jul 11, 2019, 7:17 PM IST

ম্যনচেস্টার, 11 জুলাই : জিমি নিশামের বলে দ্রুত দুই রান নিয়েই ব্যাটটা তলোয়ারের মতো করে ঘোরাতে শুরু করলেন । জাদেজার সাহসী ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই ম্যাচের চাকা ঘুরেছে ভারতের দিকে । যে পিচে রান তুলতে হিমশিম খেয়েছেন রোহিত-কোহলিরা, সেই একই পিচে কী অবলীলায় খেলে গেলেন তিনি । তবে শেষ পর্যন্ত ম্যাচের ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হয় তাঁকে ।

ম্যাচ হারলেও তাঁর হার না মানা মনোভাব মন জয় করেছে ক্রিকেট বিশ্বের । আর ম্যাচ শেষে সমর্থকদের প্রতি টুইট করেন জাদেজা । টুইটে লেখেন, "ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে । আমাকে শিখিয়েছে, পড়ে গিয়েও কী করে উঠে দাঁড়াতে হয় । যারা আমাকে সমর্থন করেছেন তাঁদের জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট না । আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন । আমাকে সমর্থন ও অনুপ্রাণিত করতে থাকুন । শেষ নিশ্বাস পর্যন্ত সেরাটা দেব । আপনাদের সবার প্রতি রইল ভালবাসা ।"

গতকাল শুরু থেকেই ব্যাটিংয়ে ছিলেন আক্রমণাত্মক । ষষ্ঠ বলেই নিশামকে ছয় মেরে বুঝিয়ে দিতে চাইলেন, আজ দিনটা তাঁর হতে চলেছে । ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি, সব জায়গায় তখন ভারতীয়দের মলিন মুখ । অসাধারণ ব্যাটিংয়ে জাদেজা হাসি আনলেন সবার মুখে। ম্যানচেস্টারের ঝিমিয়ে পড়া গ্যালারিতে আনলেন প্রাণ । জাদেজা একটি করে বাউন্ডারি মারছিলেন, আর ড্রেসিংরুমে রোহিত শর্মার উল্লসিত মুখই বলে দিচ্ছিল নতুন করে আশার সঞ্চার করেছেন তিনি ।

শুধু ব্যাট হাতে নয়, জাদেজা উজ্জ্বল ছিলেন পুরো ম্যাচেই। বোলিংয়ে ছিলেন দলের সবচেয়ে কৃপণ বোলার । পুরো 10 ওভার বল করে মাত্র 34 রান দিয়ে নিয়েছিলেন হেনরি নিকোলসের উইকেটটি । এরপর দুর্দান্ত থ্রোতে রান আউট করেছেন রস টেইলরকে । উইলিয়ামসন ও ল্যাথামের ক্যাচ দুটিও নিয়েছেন । হেরে যাওয়ার আগে হার মানেননি তিনি । সব করেও জাদেজা যেন এ ম্যাচের ট্র্যাজিক হিরো ।

ম্যনচেস্টার, 11 জুলাই : জিমি নিশামের বলে দ্রুত দুই রান নিয়েই ব্যাটটা তলোয়ারের মতো করে ঘোরাতে শুরু করলেন । জাদেজার সাহসী ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই ম্যাচের চাকা ঘুরেছে ভারতের দিকে । যে পিচে রান তুলতে হিমশিম খেয়েছেন রোহিত-কোহলিরা, সেই একই পিচে কী অবলীলায় খেলে গেলেন তিনি । তবে শেষ পর্যন্ত ম্যাচের ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হয় তাঁকে ।

ম্যাচ হারলেও তাঁর হার না মানা মনোভাব মন জয় করেছে ক্রিকেট বিশ্বের । আর ম্যাচ শেষে সমর্থকদের প্রতি টুইট করেন জাদেজা । টুইটে লেখেন, "ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে । আমাকে শিখিয়েছে, পড়ে গিয়েও কী করে উঠে দাঁড়াতে হয় । যারা আমাকে সমর্থন করেছেন তাঁদের জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট না । আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন । আমাকে সমর্থন ও অনুপ্রাণিত করতে থাকুন । শেষ নিশ্বাস পর্যন্ত সেরাটা দেব । আপনাদের সবার প্রতি রইল ভালবাসা ।"

গতকাল শুরু থেকেই ব্যাটিংয়ে ছিলেন আক্রমণাত্মক । ষষ্ঠ বলেই নিশামকে ছয় মেরে বুঝিয়ে দিতে চাইলেন, আজ দিনটা তাঁর হতে চলেছে । ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি, সব জায়গায় তখন ভারতীয়দের মলিন মুখ । অসাধারণ ব্যাটিংয়ে জাদেজা হাসি আনলেন সবার মুখে। ম্যানচেস্টারের ঝিমিয়ে পড়া গ্যালারিতে আনলেন প্রাণ । জাদেজা একটি করে বাউন্ডারি মারছিলেন, আর ড্রেসিংরুমে রোহিত শর্মার উল্লসিত মুখই বলে দিচ্ছিল নতুন করে আশার সঞ্চার করেছেন তিনি ।

শুধু ব্যাট হাতে নয়, জাদেজা উজ্জ্বল ছিলেন পুরো ম্যাচেই। বোলিংয়ে ছিলেন দলের সবচেয়ে কৃপণ বোলার । পুরো 10 ওভার বল করে মাত্র 34 রান দিয়ে নিয়েছিলেন হেনরি নিকোলসের উইকেটটি । এরপর দুর্দান্ত থ্রোতে রান আউট করেছেন রস টেইলরকে । উইলিয়ামসন ও ল্যাথামের ক্যাচ দুটিও নিয়েছেন । হেরে যাওয়ার আগে হার মানেননি তিনি । সব করেও জাদেজা যেন এ ম্যাচের ট্র্যাজিক হিরো ।

Surat (Gujarat), Jul 05 (ANI): At least 4-5 policemen were injured after a clash broke out in Gujarat's Surat where people were taking out a rally in Nanpura area on Friday. The clash broke out when police tried to stop people from taking out the rally. Section 144, which prohibits assembly of more than 4 people in an area has been imposed in the area. The rally didn't have permission.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.