মুম্বই, 8 মার্চ : সামনেই IPL ৷ তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় খেলবে ভারত ৷ আর এই সিরিজ়েই হয়তো দলে ফিরতে চলেছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ৷
ভারতের নতুন নির্বাচক কমিটির প্রথম দল নির্বাচনের হাতেখড়ি হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ় দিয়েই ৷ 12 মার্চ ধরমশালায় ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ় ৷ 15 ও 18 তারিখ সিরিজ়ের বাকি দু'টি ম্যাচ হবে লখনউ ও কলকাতায় ৷
চোটের জন্য নিউজ়িল্যান্ড সফরের মাঝেই দেশে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে ৷ তিনি এখনও সুস্থ নন ৷ অন্যদিকে বিশ্রাম দেওয়া হবে মহম্মদ শামিকে ৷ তাই রোহিতের পরিবর্তে দলে ফিরতে চলেছেন শিখর ৷ অন্যদিকে শামির পরিবর্তে দলে ফিরতে চলেছেন ভুবনেশ্বর কুমার ৷
DY পাটিল টি-20 টুর্নামেন্টে দুরন্ত ছন্দে দেখা গেছে হার্দিককে ৷ চলতি সপ্তাহের প্রথমে 39 বলে 101 রান করেছিলেন তিনি ৷ নিয়েছিলেন 5টি উইকেট ৷ শুক্রবার একই টুর্নামেন্টে 58 বলে খেলেন 158 রানের ইনিংস ৷ তাই ধরে নেওয়াই হচ্ছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে দলে ফিরছেন শিখর, ভুবনেশ্বর ও হার্দিক ৷