ETV Bharat / sports

ইনস্ট্রাগ্রামে হরভাজনকে ট্রোলড যুবরাজের - যুবরাজ সিং

হরভাজন ও যুবরাজ দু’জনেই খেলার বাইরে মজা করতে ভালোবাসেন ৷ ভারতের এই দুই ক্রিকেটারের বন্ধুত্বও বেশ গাঢ় ৷ তবে সুযোগ পেলে একে অপরকে নিয়ে মজা করতেও ছাড়েন না ৷ সোশাল মিডিয়ায় বেশ কয়েকবার নিজেদের মধ্যে মজা করতে দেখা গিয়েছে ৷

image
yuvraj singh
author img

By

Published : Jun 29, 2020, 4:41 AM IST

দিল্লি, 28 জুন : ইনস্টাগ্রামে যুবরাজের হাতে ট্রোলড হলেন হরভাজন সিং ৷ রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন হরভাজন সিং ৷ ছবিতে দেখা যায় একটি স্কেটবোর্ড হাতে পোজ দিয়ে আছেন দা টার্ব্রুনেটর ৷ আর এই ছবি পোস্ট করার পরই ভাজ্জিকে ট্রোলড করেন এক সময়ের সতীর্থ যুবরাজ সিং ৷

ইনস্ট্রাগ্রামে স্কেট বোর্ড হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন ভাজ্জি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন,‘‘ শায়েরি ’’ ৷ এরপর প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান হরভাজনের এই ছবির প্রশংসা করে লেখেন,‘‘ বাহ শায়ের সাহেব ’’ ৷ কিন্তু মজার মুডে ছিলেন যুবি ৷ তিনি ছবিতে কমেন্ট করে ভারতের এই প্রাক্তন অফ স্পিনারকে স্কেট বোর্ডিং করার আহ্বান জানান ৷ কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘‘ পাজি থোরি স্কেট বোর্ডিং করকে দিখাও ৷’’

যদিও এর প্রত্যুতর দেন দা টার্ব্রুনেটর হরভাজন সিং ৷ 39 বছরের ভাজ্জি লেখেন, ‘‘ চলো আমরা একসঙ্গে স্কেট বোর্ডিং করি ৷’’ হরভাজন ও যুবরাজ দু’জনেই খেলার বাইরে মজা করতে ভালোবাসেন ৷ ভারতের এই দুই ক্রিকেটারের বন্ধুত্বও বেশ গাঢ় ৷ তবে সুযোগ পেলে একে অপরকে নিয়ে মজা করতেও ছাড়েন না ৷ সোশাল মিডিয়ায় বেশ কয়েকবার তাজের নিজেদের মধ্যে মজা করতে দেখা গিয়েছে ৷ কয়েকদিন আগেই নিজেদের আমস্টারডাম বেড়াতে যাওয়ার পুরানো ছবি পোস্ট করেন ৷ যেখানে যুবিকে নিয়ে মজা করেন হরভাজন সিং ৷ ওই ছবিতে একটি মোবাইল ফোন নিয়ে ভাজ্জি ও যুবির মধ্যে মজার মারপিট হয় ৷

ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং ও ইরফান পাঠান ৷ তবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাননি হরভাজন ৷ বর্তমানে তিনি IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন ৷ কোরোনা ভাইরাসের প্রকোপের আগে চেন্নাইয়ের ট্রেনিং ক্যাম্পে তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছিল ৷ এপ্রিল মাসের 16 তারিখে ভারতীয় ক্রিকেট বোর্ড কোরোনার কথা মাথায় রেখে অনির্দৃষ্ট কালের জন্য IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

দিল্লি, 28 জুন : ইনস্টাগ্রামে যুবরাজের হাতে ট্রোলড হলেন হরভাজন সিং ৷ রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন হরভাজন সিং ৷ ছবিতে দেখা যায় একটি স্কেটবোর্ড হাতে পোজ দিয়ে আছেন দা টার্ব্রুনেটর ৷ আর এই ছবি পোস্ট করার পরই ভাজ্জিকে ট্রোলড করেন এক সময়ের সতীর্থ যুবরাজ সিং ৷

ইনস্ট্রাগ্রামে স্কেট বোর্ড হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন ভাজ্জি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন,‘‘ শায়েরি ’’ ৷ এরপর প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান হরভাজনের এই ছবির প্রশংসা করে লেখেন,‘‘ বাহ শায়ের সাহেব ’’ ৷ কিন্তু মজার মুডে ছিলেন যুবি ৷ তিনি ছবিতে কমেন্ট করে ভারতের এই প্রাক্তন অফ স্পিনারকে স্কেট বোর্ডিং করার আহ্বান জানান ৷ কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘‘ পাজি থোরি স্কেট বোর্ডিং করকে দিখাও ৷’’

যদিও এর প্রত্যুতর দেন দা টার্ব্রুনেটর হরভাজন সিং ৷ 39 বছরের ভাজ্জি লেখেন, ‘‘ চলো আমরা একসঙ্গে স্কেট বোর্ডিং করি ৷’’ হরভাজন ও যুবরাজ দু’জনেই খেলার বাইরে মজা করতে ভালোবাসেন ৷ ভারতের এই দুই ক্রিকেটারের বন্ধুত্বও বেশ গাঢ় ৷ তবে সুযোগ পেলে একে অপরকে নিয়ে মজা করতেও ছাড়েন না ৷ সোশাল মিডিয়ায় বেশ কয়েকবার তাজের নিজেদের মধ্যে মজা করতে দেখা গিয়েছে ৷ কয়েকদিন আগেই নিজেদের আমস্টারডাম বেড়াতে যাওয়ার পুরানো ছবি পোস্ট করেন ৷ যেখানে যুবিকে নিয়ে মজা করেন হরভাজন সিং ৷ ওই ছবিতে একটি মোবাইল ফোন নিয়ে ভাজ্জি ও যুবির মধ্যে মজার মারপিট হয় ৷

ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং ও ইরফান পাঠান ৷ তবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাননি হরভাজন ৷ বর্তমানে তিনি IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন ৷ কোরোনা ভাইরাসের প্রকোপের আগে চেন্নাইয়ের ট্রেনিং ক্যাম্পে তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছিল ৷ এপ্রিল মাসের 16 তারিখে ভারতীয় ক্রিকেট বোর্ড কোরোনার কথা মাথায় রেখে অনির্দৃষ্ট কালের জন্য IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.