ETV Bharat / sports

পিঙ্ক টেস্ট, মরুদেশে IPL ; নানান কীর্তিতে ভারতীয় বোর্ডে একবছর পূর্ণ সৌরভের - বিসিসিআই

গায়ে লর্ডসে অভিষেক টেস্টের ব্লেজ়ার পরা সৌরভ জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বোর্ড প্রধান হিসেবে ঠিক সেভাবেই কাজ করবেন ।

Ganguly's BCCI team completes one year, crippled by Corona
Ganguly's BCCI team completes one year, crippled by Corona
author img

By

Published : Oct 24, 2020, 10:29 AM IST

মুম্বই, 24 অক্টোবর : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে একবছর পূর্ণ করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় । যদিও ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভের কাজ অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে কোরোনার কারণে । তা সত্ত্বেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে প্রথম থেকেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন । ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টের আয়োজন থেকে কোরোনার কারণে আরব আমিরশাহীতে IPL । ক্রিকেট অনুরাগীদের বাহবা কুড়িয়ে নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ।

গতবছর 23 অক্টোবর আনুষ্ঠানিকভাবে BCCI-এর প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তার আগে দীর্ঘ তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড ছিল জরুরি তৎপরতার মধ্যে । বোর্ডের মাথায় ছিল COA । সুপ্রিম কোর্ট নিয়োজিত COA-এর অবসান ঘটিয়ে বোর্ডের দায়িত্ব তুলে নেন সৌরভ । একেবারে নতুন টিম নিয়ে ক্রিকেট প্রশাসনে নতুনভাবে শুরু হয় তাঁর পথচলা । বোর্ডের সহ-সভাপতি হন মহিম ভার্মা । সচিব পদে বসেন জয় শাহ । যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব নেন জয়েশ জর্জ । কোষাধ্যক্ষ হন অরুণ সিং ধুমাল । লোধা কমিটির নিয়ম অনুযায়ী মাত্র 10 মাসের জন্য এই দায়িত্ব পান তিনি ।

ভারতীয় বোর্ডের কনিষ্ঠতম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌরভের প্রতি অগাধ আশা ছিল দেশের ক্রিকেট মহলের । গায়ে লর্ডসে অভিষেক টেস্টের ব্লেজ়ার পরা সৌরভও জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বোর্ড প্রধান হিসেবে ঠিক সেভাবেই কাজ করবেন । তাঁর আমলেই বছর শেষ হওয়ার আগেই দেশের মাটিতে প্রথম বসেছিল দিন-রাতের টেস্টের আসর । প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করে বিরাট কোহলি অ্যান্ড কোং । এরপরের পদক্ষেপ আরব আমিরশাহীতে IPL । কোরোনার কারণে বোর্ড সভাপতি হিসেবে প্রথম IPL -টা কেঁচে যেতে বসেছিল সৌরভের । ক্রিকেট অনুরাগীরাও হতাশ হয়ে পড়েছিলেন । এই পরিস্থিতিতে অনেক কাঠখড় পুড়িয়ে দেশের বাইরে ক্রোড়পতি লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয় সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড । রেকর্ড সংখ্যক দর্শক নিয়ে আরব আমিরশাহীতে চলতি IPL একেবারে সুপার ডুপার হিট ।

বোর্ডে সৌরভের বর্ষপূর্তি উপলক্ষে এক রাজ্য সংস্থার সভাপতি বলেছেন, "সত্যি কথা বলতে ওরা (সৌরভ ও তাঁর টিম) কাজ করার যথেষ্ট সুযোগ পায়নি । বোর্ডে অনভিজ্ঞ টিম খানিকটা যখন থিতু হতে শুরু করেছে ঠিক তখনই প্যানডেমিকে সব বন্ধ হয়ে যায় । এই অবস্থায় IPL-টা বাঁচানোর প্রয়োজন ছিল । সেটা ওরা করে দেখিয়েছে ।" প্যানডেমিকের কারণে 2020-21 ঘরোয়া ক্রিকেট মরশুম প্রশ্নচিহ্নের মুখে । কোরোনা সতর্কতা মেনে অনেক কাটছাঁট করে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট মরশুম । কোরোনা পরিস্থিতির মধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করাটাই এখন সৌরভ ও তাঁর দলবলের কাছে বড় চ্যালেঞ্জ ।

মুম্বই, 24 অক্টোবর : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে একবছর পূর্ণ করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় । যদিও ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভের কাজ অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে কোরোনার কারণে । তা সত্ত্বেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে প্রথম থেকেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন । ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টের আয়োজন থেকে কোরোনার কারণে আরব আমিরশাহীতে IPL । ক্রিকেট অনুরাগীদের বাহবা কুড়িয়ে নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ।

গতবছর 23 অক্টোবর আনুষ্ঠানিকভাবে BCCI-এর প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তার আগে দীর্ঘ তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড ছিল জরুরি তৎপরতার মধ্যে । বোর্ডের মাথায় ছিল COA । সুপ্রিম কোর্ট নিয়োজিত COA-এর অবসান ঘটিয়ে বোর্ডের দায়িত্ব তুলে নেন সৌরভ । একেবারে নতুন টিম নিয়ে ক্রিকেট প্রশাসনে নতুনভাবে শুরু হয় তাঁর পথচলা । বোর্ডের সহ-সভাপতি হন মহিম ভার্মা । সচিব পদে বসেন জয় শাহ । যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব নেন জয়েশ জর্জ । কোষাধ্যক্ষ হন অরুণ সিং ধুমাল । লোধা কমিটির নিয়ম অনুযায়ী মাত্র 10 মাসের জন্য এই দায়িত্ব পান তিনি ।

ভারতীয় বোর্ডের কনিষ্ঠতম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌরভের প্রতি অগাধ আশা ছিল দেশের ক্রিকেট মহলের । গায়ে লর্ডসে অভিষেক টেস্টের ব্লেজ়ার পরা সৌরভও জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বোর্ড প্রধান হিসেবে ঠিক সেভাবেই কাজ করবেন । তাঁর আমলেই বছর শেষ হওয়ার আগেই দেশের মাটিতে প্রথম বসেছিল দিন-রাতের টেস্টের আসর । প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করে বিরাট কোহলি অ্যান্ড কোং । এরপরের পদক্ষেপ আরব আমিরশাহীতে IPL । কোরোনার কারণে বোর্ড সভাপতি হিসেবে প্রথম IPL -টা কেঁচে যেতে বসেছিল সৌরভের । ক্রিকেট অনুরাগীরাও হতাশ হয়ে পড়েছিলেন । এই পরিস্থিতিতে অনেক কাঠখড় পুড়িয়ে দেশের বাইরে ক্রোড়পতি লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয় সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড । রেকর্ড সংখ্যক দর্শক নিয়ে আরব আমিরশাহীতে চলতি IPL একেবারে সুপার ডুপার হিট ।

বোর্ডে সৌরভের বর্ষপূর্তি উপলক্ষে এক রাজ্য সংস্থার সভাপতি বলেছেন, "সত্যি কথা বলতে ওরা (সৌরভ ও তাঁর টিম) কাজ করার যথেষ্ট সুযোগ পায়নি । বোর্ডে অনভিজ্ঞ টিম খানিকটা যখন থিতু হতে শুরু করেছে ঠিক তখনই প্যানডেমিকে সব বন্ধ হয়ে যায় । এই অবস্থায় IPL-টা বাঁচানোর প্রয়োজন ছিল । সেটা ওরা করে দেখিয়েছে ।" প্যানডেমিকের কারণে 2020-21 ঘরোয়া ক্রিকেট মরশুম প্রশ্নচিহ্নের মুখে । কোরোনা সতর্কতা মেনে অনেক কাটছাঁট করে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট মরশুম । কোরোনা পরিস্থিতির মধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করাটাই এখন সৌরভ ও তাঁর দলবলের কাছে বড় চ্যালেঞ্জ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.