ETV Bharat / sports

"তোমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব", আফ্রিদিকে বললেন গম্ভীর

author img

By

Published : May 4, 2019, 10:40 PM IST

Updated : May 4, 2019, 10:45 PM IST

গৌতম গম্ভীরকে ব্যক্তিত্বহীন, দাম্ভিক বলে আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি । পালটা দিলেন গম্ভীর ।

আফ্রিদিকে বললেন গম্ভীর

দিল্লি, 4 মে : আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে ব্যক্তিত্বহীন, দাম্ভিক বলে আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি । নিজের টুইটার অ্যাকাউন্টে শাহিদ আফ্রিদির এই আক্রমণের পালটা দিলেন গম্ভীর । গম্ভীর লেখেন, "আফ্রিদি তুমি একজন উন্মাদ । যাইহোক, ভারত এখনও মেডিকেলের জন্য পাকিস্তানিদের এখনও ভিসা প্রদান করছে । আমি নিজে তোমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব ।"

৩০ এপ্রিল বাজারে এসেছে আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার । সেখানে কেরিয়ারের একাধিক চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয় এই বইয়ে তুলে ধরেছেন আফ্রিদি । বইয়ের একটি অধ্যায়ে গৌতম গম্ভীরকে নিয়ে লেখেন, "২০০৭ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছে । সিঙ্গেলস নেওয়ার সময় গম্ভীর আচমকাই আমার দিকে তেড়ে এসেছিল । ওর দাবি ছিল, আমি ওর পথ আটকেছিলাম । হঠাৎ করেই ও আমার মা ও পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে শুরু করে । সেই দিনটার কথা আমার এখনও মনে আছে । আমার ওকে অসুস্থ মানসিকতার একজন মানুষ বলে মনে হয়েছিল । অনেক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে আমি খেলেছি । কিন্তু গম্ভীরের মতো দাম্ভিক কাউকে দেখিনি । আর ওর এত দম্ভ তো অমূলক । ওর রেকর্ড আহামরি কিছু নয় ।"

আফ্রিদি আরও লিখেছিলেন, "আমি খুশি ও ইতিবাচক মানুষ পছন্দ করি । তারা যদি আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হয়, তাতেও সমস্যা নেই । তবে গম্ভীর কোনওভাবেই ইতিবাচক নয় । ওর সবটাই নেগেটিভ ।" এই পরিপ্রেক্ষেতে টুইটারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে ভারতে এসে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ।

দিল্লি, 4 মে : আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে ব্যক্তিত্বহীন, দাম্ভিক বলে আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি । নিজের টুইটার অ্যাকাউন্টে শাহিদ আফ্রিদির এই আক্রমণের পালটা দিলেন গম্ভীর । গম্ভীর লেখেন, "আফ্রিদি তুমি একজন উন্মাদ । যাইহোক, ভারত এখনও মেডিকেলের জন্য পাকিস্তানিদের এখনও ভিসা প্রদান করছে । আমি নিজে তোমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব ।"

৩০ এপ্রিল বাজারে এসেছে আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার । সেখানে কেরিয়ারের একাধিক চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয় এই বইয়ে তুলে ধরেছেন আফ্রিদি । বইয়ের একটি অধ্যায়ে গৌতম গম্ভীরকে নিয়ে লেখেন, "২০০৭ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছে । সিঙ্গেলস নেওয়ার সময় গম্ভীর আচমকাই আমার দিকে তেড়ে এসেছিল । ওর দাবি ছিল, আমি ওর পথ আটকেছিলাম । হঠাৎ করেই ও আমার মা ও পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে শুরু করে । সেই দিনটার কথা আমার এখনও মনে আছে । আমার ওকে অসুস্থ মানসিকতার একজন মানুষ বলে মনে হয়েছিল । অনেক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে আমি খেলেছি । কিন্তু গম্ভীরের মতো দাম্ভিক কাউকে দেখিনি । আর ওর এত দম্ভ তো অমূলক । ওর রেকর্ড আহামরি কিছু নয় ।"

আফ্রিদি আরও লিখেছিলেন, "আমি খুশি ও ইতিবাচক মানুষ পছন্দ করি । তারা যদি আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হয়, তাতেও সমস্যা নেই । তবে গম্ভীর কোনওভাবেই ইতিবাচক নয় । ওর সবটাই নেগেটিভ ।" এই পরিপ্রেক্ষেতে টুইটারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে ভারতে এসে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ।


New Delhi, May 05 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal took jibe on Bharatiya Janata Party (BJP) MP Manoj Tiwari and called him a dancer. CM Kejriwal said, "Manoj Tiwari dances very well. Dilip Pandey doesn't know how to dance, he knows how to work. This time, vote for someone who works. Do not vote for a dancer". Responding to Arvind Kejriwal's comment, Manoj Tiwari said, "By abusing me he has directly insulted people of 'Purvanchal' and the same people will now show him what will be its consequences."
Last Updated : May 4, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.