দিল্লি, 4 মে : আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে ব্যক্তিত্বহীন, দাম্ভিক বলে আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি । নিজের টুইটার অ্যাকাউন্টে শাহিদ আফ্রিদির এই আক্রমণের পালটা দিলেন গম্ভীর । গম্ভীর লেখেন, "আফ্রিদি তুমি একজন উন্মাদ । যাইহোক, ভারত এখনও মেডিকেলের জন্য পাকিস্তানিদের এখনও ভিসা প্রদান করছে । আমি নিজে তোমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব ।"
৩০ এপ্রিল বাজারে এসেছে আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার । সেখানে কেরিয়ারের একাধিক চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয় এই বইয়ে তুলে ধরেছেন আফ্রিদি । বইয়ের একটি অধ্যায়ে গৌতম গম্ভীরকে নিয়ে লেখেন, "২০০৭ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছে । সিঙ্গেলস নেওয়ার সময় গম্ভীর আচমকাই আমার দিকে তেড়ে এসেছিল । ওর দাবি ছিল, আমি ওর পথ আটকেছিলাম । হঠাৎ করেই ও আমার মা ও পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে শুরু করে । সেই দিনটার কথা আমার এখনও মনে আছে । আমার ওকে অসুস্থ মানসিকতার একজন মানুষ বলে মনে হয়েছিল । অনেক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে আমি খেলেছি । কিন্তু গম্ভীরের মতো দাম্ভিক কাউকে দেখিনি । আর ওর এত দম্ভ তো অমূলক । ওর রেকর্ড আহামরি কিছু নয় ।"
আফ্রিদি আরও লিখেছিলেন, "আমি খুশি ও ইতিবাচক মানুষ পছন্দ করি । তারা যদি আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হয়, তাতেও সমস্যা নেই । তবে গম্ভীর কোনওভাবেই ইতিবাচক নয় । ওর সবটাই নেগেটিভ ।" এই পরিপ্রেক্ষেতে টুইটারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে ভারতে এসে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ।