ETV Bharat / sports

কাল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টেস্টে নামছে ভারত

সিরিজ়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামিকাল ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত ৷ T20 সিরিজ় 2-1 ব্যবধানে জেতার পর এবার টেস্ট সিরিজ় জয়ই পাখির চোখ টিম কোহলির ৷ একই সঙ্গে মাথায় থাকবে প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷

টিম ইন্ডিয়া
author img

By

Published : Nov 13, 2019, 7:30 PM IST

দিল্লি, 13 নভেম্বর : T20 সিরিজ়ের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হার, কিন্তু পরের দুই ম্যাচেই বাউন্স ব্যাক করে বেঙ্গল টাইগার দের বিরুদ্ধে 2-1 ব্যবধানে সিরিজ় জয় মেন ইন ব্লুদের ৷ এবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ম্যাচের মহড়ায় নামতে চলেছে টিম কোহলি ৷ আগামীকাল মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকর স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত ৷ আগের সিরিজ়েই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে ভারত ৷ দু'প্লেসির দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দেননি টিম ইন্ডিয়া ৷

অন্যদিকে ভারত সফরের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে 224 রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছে বেঙ্গল টাইগাররা ৷ তার পর ভারত সফরের ঠিক আগেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ও অধিনায়ক শাকিব আল হাসানকে শর্ত সাপেক্ষে দুই বছরের নির্বাসন দিয়েছে ICC ৷ বুকিদের দেওয়া প্রস্তাবের তথ্য গোপনের জন্য এই শাস্তি পান তিনি ৷ ফলে তড়িঘড়ি তাঁর জায়গায় আমিনুল হককে টেস্টের জন্য অধিনায়ক করে পাঠানো হয় ভারতে ৷

এমতাবস্থায় ভারতের বিরুদ্ধে কার্যত অ্যাসিড টেস্টের সামনে টিম বাংলাদেশ ৷ যদিও নড়বড়ে বাংলাদেশকেও হালকা ভাবে নিচ্ছে না টিম কোহলি ৷ পচা শামুকে পা কাটতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ম্যাচ জেতার ছক কষতে চায় ভারতীয় দল ৷ যদিও 5 ম্যাচ থেকে 240 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভারত ৷

যদিও দুই ম্যাচের সিরিজ়ে বেশি চর্চায় দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ ইডেনে গোলাপি বলে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত ৷ ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ কিন্তু তার আগে লাল বলে শেষ বার মহড়ায় নামতে চলেছে টিম ইন্ডিয়া ৷

দিল্লি, 13 নভেম্বর : T20 সিরিজ়ের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হার, কিন্তু পরের দুই ম্যাচেই বাউন্স ব্যাক করে বেঙ্গল টাইগার দের বিরুদ্ধে 2-1 ব্যবধানে সিরিজ় জয় মেন ইন ব্লুদের ৷ এবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ম্যাচের মহড়ায় নামতে চলেছে টিম কোহলি ৷ আগামীকাল মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকর স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত ৷ আগের সিরিজ়েই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে ভারত ৷ দু'প্লেসির দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দেননি টিম ইন্ডিয়া ৷

অন্যদিকে ভারত সফরের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে 224 রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছে বেঙ্গল টাইগাররা ৷ তার পর ভারত সফরের ঠিক আগেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ও অধিনায়ক শাকিব আল হাসানকে শর্ত সাপেক্ষে দুই বছরের নির্বাসন দিয়েছে ICC ৷ বুকিদের দেওয়া প্রস্তাবের তথ্য গোপনের জন্য এই শাস্তি পান তিনি ৷ ফলে তড়িঘড়ি তাঁর জায়গায় আমিনুল হককে টেস্টের জন্য অধিনায়ক করে পাঠানো হয় ভারতে ৷

এমতাবস্থায় ভারতের বিরুদ্ধে কার্যত অ্যাসিড টেস্টের সামনে টিম বাংলাদেশ ৷ যদিও নড়বড়ে বাংলাদেশকেও হালকা ভাবে নিচ্ছে না টিম কোহলি ৷ পচা শামুকে পা কাটতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ম্যাচ জেতার ছক কষতে চায় ভারতীয় দল ৷ যদিও 5 ম্যাচ থেকে 240 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভারত ৷

যদিও দুই ম্যাচের সিরিজ়ে বেশি চর্চায় দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ ইডেনে গোলাপি বলে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত ৷ ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ কিন্তু তার আগে লাল বলে শেষ বার মহড়ায় নামতে চলেছে টিম ইন্ডিয়া ৷

New Delhi, Nov 13 (ANI): Being asked about the Delhi's current situation on air pollution and 'Odd-Even' scheme, Chief Minister Arvind Kejriwal said, "We all can see that till Oct 10, the AQI of Delhi was 'satisfactory'. But after Oct 10, they started burning stubble which eventually deteriorated the pollution level of Delhi. "Speaking on extension of 'Odd-Even' scheme, CM Kejriwal said, "If required, we can extend 'Odd-Even' scheme."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.