প্রিটোরিয়া, 17 ফেব্রুয়ারি : টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস । টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথা আজ নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি । জাতীয় জার্সিতে 69 টি টেস্ট ম্যাচে 4163 রান করেছেন ফাফ । টেস্টে তাঁর গড় 40.02 ।
ইনস্টাগ্রামে তিনি আজ লেখেন, আমার মন পরিষ্কার । এটাই সঠিক সময় জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য । তিনি একটি বিবৃতি যোগ করেন । তাতে তিনি ভক্তদের জন্য কিছু বার্তা দেন । এই বিবৃতিতে বলেন, "এই বছর আমাদের কারোর জন্যই ভালো যায়নি । অনিশ্চয়তার এই বছর আমাকে অনেক বিষয়ে স্বচ্ছতা দান করেছে । আমি আমার মন পরিষ্কার রেখেই বলছি, জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য এটি সঠিক সময় । আমি দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলতে পেরে গর্বিত । কিন্তু টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময় এসে গেছে।"
তিনি বলেন, "15 বছর আগে কেউ যদি আমায় বলতেন যে আমি দেশের হয়ে 69 টি টেস্ট খেলব এবং দেশের হয়ে অধিনায়কত্ব করব, তাহলে আমি কোনওদিন বিশ্বাস করতাম না । আমার টেস্ট জীবনে আমি অনেক সম্মান পেয়েছি । এই সম্মান পেয়ে আমি সত্যিই ধন্য । এই যাত্রাপথের প্রতিটি চড়াই উতরাই আমাকে নতুনভাবে শিখতে সাহায্য়ে করেছে । আমি আজ যে মানুষ তার পিছনে এই যাত্রার অবদান অনেকটাই ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ডু প্লেসিস টি 20 ফরম্য়াটকে প্রাধান্য দিতে চান । এই কথা স্বীকার করে তিনি বলেন, আগামী দুই বছর আইসিসি টি-20 ওয়াল্ড কাপ হতে চলেছে । সেখানে আমি নিজের সেরাটা দিতে চাই । তিনি এও বলেন, এর মানে এটা নয় আমি 50 ওভারের ক্রিকেট থেকে সরে যাচ্ছি, কিন্তু অবশ্যই টি 20 ফরম্যাটকে আমি বেশি গুরুত্ব দিতে চাই ।
আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ম্যাচে বুমরাকে বিশ্রামের সম্ভাবনা
তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে বলার ইচ্ছা প্রকাশ করেন । সেই কথাই তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে । এরপর তিনি সেই সকলকে ধন্যবাদ জানান, যাঁরা তাঁর টেস্ট কেরিয়ারে অবদান রেখেছেন । তিনি বিশেষভাবে তাঁর স্ত্রী এবং পরিবারকে ধন্যবাদ জানান । তাঁর সমস্ত কোচ, দলের সহ খেলোয়াড় এবং দলের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানান । তিনি ধন্যবাদ জানান দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে । তাঁর উপর আস্থা রাখার জন্য এবং তাঁকে অধিনায়কত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য ।
উল্লেখ্য, গত বছরই তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং টি 20 দলের অধিনায়ক পদ ছেড়ে দেন । 2016 সালে এ বি ডি ভিলিয়ার্সের থেকে এই অধিনায়কত্ব তিনি পেয়েছিলেন ।