কলকাতা, ২৪ মার্চ : ইডেনে নাইটদের বিরুদ্ধে IPL-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসন। যেই কারণে গত IPL-এ খেলা হয়নি ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের IPL প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন নাইট ইউসুফ পাঠান বলেন,"ডেভিড ওয়ার্নার একজন এন্টারটেনার। শাস্তির মেয়াদ সরিয়ে মাঠে ফিরছেন। প্রত্যেকেই তাই ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছেন।" নতুন দলে নিজের সেরাটা দেওয়ার বাড়তি তাগিদ থাকলেও পাঠান সিনিয়রের মুখে অজ়ি ব্যাটসম্যানের জন্য বাছা বাছা বিশেষণ।
ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। তবে গত IPL-এ ক্যাপ্টেন ওয়ার্নারকে ছাড়া মাঠে নেমে ফাইনালে উঠেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। গত বছর দলের সঙ্গে না-থেকেও ছিলেন ওয়ার্নার। এমনটাই জানান ইউসুফ। ইউসুফের মতে দলগত সংহতির পক্ষে ভাল ছিল ব্যাপারটি। এদিকে এইবারের IPL-এ শিখর ধওয়ান ব্যাট হাতে মাঠে নামবেন দিল্লির হয়ে। তবে ওয়ার্নার দলে যোগ দেওয়াতে সেই খামতি মিটবে বলে আশাবাদী ইউসুফ।
পুরানো দলের বিরুদ্ধে টেক্কা দেওয়ার বাড়তি মোটিভেশন ইউসুফ পাঠানের সামনে। তবে তিনি বিষয়টিকে সেভাবে দেখতে নারাজ। বরং মনে করেন পেশাদার ক্রিকেটে এরকম হতেই পারে। ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ IPL। যা তিনি খোয়াতে চান না। তাই বিজয় হাজ়ারে, রণজি ট্রফি এবং মুস্তাক আলিতে নিজেকে তৈরি করেছেন। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও ইউসুফ পাঠান চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। দলের বোলিং কোচ মুরলীধরনের কাছে পরামর্শ নিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন।
IPL-এ দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে স্পিনাররা বড় ভূমিকা নেবে বলে নিশ্চিত ভদোদরার ক্রিকেটার। দলে রশিদ খানের মত স্পিনার রয়েছেন। T-20 ক্রিকেটে আফগান স্পিনার যেকোনও ব্যাটসম্যানের কাছে আতঙ্ক। তাই দলের সাফল্য অনেকটাই রাশিদের কাঁধে বলে জানালেন ইউসুফ।
যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। তাই দলের ওপর আস্থা রাখলেও সমীহর সুর ইউসুফ পাঠানের গলায়। পাশাপাশি জানালেন বিশ্বকাপের জন্য IPL-এর প্রত্যেক দলকেই ক্রিকেটারদের ছাড়তে হবে। তাই দ্রুত মানিয়ে নেওয়ার মধ্যে সাফল্যের রহস্য লুকিয়ে থাকবে বলে মনে করেন প্রাক্তন নাইট।