ETV Bharat / sports

ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে প্রত্যেকে : ইউসুফ পাঠান - srh

ইডেনে নাইটদের বিরুদ্ধে IPL-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসন। যেই কারণে গত IPL-এ খেলা হয়নি ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের IPL প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন নাইট ইউসুফ পাঠান বলেন, "প্রত্যেকেই তাই ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছেন।"

ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে প্রত্যেকে : ইউসুফ পাঠান
author img

By

Published : Mar 24, 2019, 3:36 AM IST

কলকাতা, ২৪ মার্চ : ইডেনে নাইটদের বিরুদ্ধে IPL-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসন। যেই কারণে গত IPL-এ খেলা হয়নি ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের IPL প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন নাইট ইউসুফ পাঠান বলেন,"ডেভিড ওয়ার্নার একজন এন্টারটেনার। শাস্তির মেয়াদ সরিয়ে মাঠে ফিরছেন। প্রত্যেকেই তাই ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছেন।" নতুন দলে নিজের সেরাটা দেওয়ার বাড়তি তাগিদ থাকলেও পাঠান সিনিয়রের মুখে অজ়ি ব্যাটসম্যানের জন্য বাছা বাছা বিশেষণ।

ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। তবে গত IPL-এ ক্যাপ্টেন ওয়ার্নারকে ছাড়া মাঠে নেমে ফাইনালে উঠেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। গত বছর দলের সঙ্গে না-থেকেও ছিলেন ওয়ার্নার। এমনটাই জানান ইউসুফ। ইউসুফের মতে দলগত সংহতির পক্ষে ভাল ছিল ব্যাপারটি। এদিকে এইবারের IPL-এ শিখর ধওয়ান ব্যাট হাতে মাঠে নামবেন দিল্লির হয়ে। তবে ওয়ার্নার দলে যোগ দেওয়াতে সেই খামতি মিটবে বলে আশাবাদী ইউসুফ।

পুরানো দলের বিরুদ্ধে টেক্কা দেওয়ার বাড়তি মোটিভেশন ইউসুফ পাঠানের সামনে। তবে তিনি বিষয়টিকে সেভাবে দেখতে নারাজ। বরং মনে করেন পেশাদার ক্রিকেটে এরকম হতেই পারে। ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ IPL। যা তিনি খোয়াতে চান না। তাই বিজয় হাজ়ারে, রণজি ট্রফি এবং মুস্তাক আলিতে নিজেকে তৈরি করেছেন। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও ইউসুফ পাঠান চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। দলের বোলিং কোচ মুরলীধরনের কাছে পরামর্শ নিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন।

IPL-এ দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে স্পিনাররা বড় ভূমিকা নেবে বলে নিশ্চিত ভদোদরার ক্রিকেটার। দলে রশিদ খানের মত স্পিনার রয়েছেন। T-20 ক্রিকেটে আফগান স্পিনার যেকোনও ব্যাটসম্যানের কাছে আতঙ্ক। তাই দলের সাফল্য অনেকটাই রাশিদের কাঁধে বলে জানালেন ইউসুফ।

যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। তাই দলের ওপর আস্থা রাখলেও সমীহর সুর ইউসুফ পাঠানের গলায়। পাশাপাশি জানালেন বিশ্বকাপের জন্য IPL-এর প্রত্যেক দলকেই ক্রিকেটারদের ছাড়তে হবে। তাই দ্রুত মানিয়ে নেওয়ার মধ্যে সাফল্যের রহস্য লুকিয়ে থাকবে বলে মনে করেন প্রাক্তন নাইট।

কলকাতা, ২৪ মার্চ : ইডেনে নাইটদের বিরুদ্ধে IPL-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসন। যেই কারণে গত IPL-এ খেলা হয়নি ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের IPL প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন নাইট ইউসুফ পাঠান বলেন,"ডেভিড ওয়ার্নার একজন এন্টারটেনার। শাস্তির মেয়াদ সরিয়ে মাঠে ফিরছেন। প্রত্যেকেই তাই ওয়ার্নারের ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছেন।" নতুন দলে নিজের সেরাটা দেওয়ার বাড়তি তাগিদ থাকলেও পাঠান সিনিয়রের মুখে অজ়ি ব্যাটসম্যানের জন্য বাছা বাছা বিশেষণ।

ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। তবে গত IPL-এ ক্যাপ্টেন ওয়ার্নারকে ছাড়া মাঠে নেমে ফাইনালে উঠেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। গত বছর দলের সঙ্গে না-থেকেও ছিলেন ওয়ার্নার। এমনটাই জানান ইউসুফ। ইউসুফের মতে দলগত সংহতির পক্ষে ভাল ছিল ব্যাপারটি। এদিকে এইবারের IPL-এ শিখর ধওয়ান ব্যাট হাতে মাঠে নামবেন দিল্লির হয়ে। তবে ওয়ার্নার দলে যোগ দেওয়াতে সেই খামতি মিটবে বলে আশাবাদী ইউসুফ।

পুরানো দলের বিরুদ্ধে টেক্কা দেওয়ার বাড়তি মোটিভেশন ইউসুফ পাঠানের সামনে। তবে তিনি বিষয়টিকে সেভাবে দেখতে নারাজ। বরং মনে করেন পেশাদার ক্রিকেটে এরকম হতেই পারে। ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ IPL। যা তিনি খোয়াতে চান না। তাই বিজয় হাজ়ারে, রণজি ট্রফি এবং মুস্তাক আলিতে নিজেকে তৈরি করেছেন। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও ইউসুফ পাঠান চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। দলের বোলিং কোচ মুরলীধরনের কাছে পরামর্শ নিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন।

IPL-এ দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে স্পিনাররা বড় ভূমিকা নেবে বলে নিশ্চিত ভদোদরার ক্রিকেটার। দলে রশিদ খানের মত স্পিনার রয়েছেন। T-20 ক্রিকেটে আফগান স্পিনার যেকোনও ব্যাটসম্যানের কাছে আতঙ্ক। তাই দলের সাফল্য অনেকটাই রাশিদের কাঁধে বলে জানালেন ইউসুফ।

যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। তাই দলের ওপর আস্থা রাখলেও সমীহর সুর ইউসুফ পাঠানের গলায়। পাশাপাশি জানালেন বিশ্বকাপের জন্য IPL-এর প্রত্যেক দলকেই ক্রিকেটারদের ছাড়তে হবে। তাই দ্রুত মানিয়ে নেওয়ার মধ্যে সাফল্যের রহস্য লুকিয়ে থাকবে বলে মনে করেন প্রাক্তন নাইট।

Intro:আইপিএলে পারফরম্যান্স করলে বিশ্বকাপ উপলক্ষে তাঁর জন্য ভালো খবর অপেক্ষা করবে। এভাবেই আইপিএলে নিজের লক্ষ্য টা বেধে নিয়ে ছেন দীনেশ কার্তিক। তাই বিশ্বকাপের ভাবনা সরিয়ে কেবলমাত্র আইপিএলে চোখ তার। দ্বাদশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। নিজামের শহরের বিরুদ্ধে একবছর আগে শেষ বেলায় জয়ের স্বপ্ন ভেঙে ছিল নাইটদের। নতুন লক্ষ্যে সেই দুঃস্বপ্নের পূনরাবৃত্তি চায় না তারা। তাই জ্যাক কালিসের কোচিং এ নিজেদের ঝালিয়ে নিল কেকেআর।


Body:করব লড়ব জিতব রে এই পুরানো স্লোগান ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের নতুন রিংটোন আখরি দম তক, আখরি বল তক।
দাতে দাত চেপে লড়াইয়ের শপথ নিয়ে হায়দরাবাদ সানরাইজার্স দলের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে নাইটরা। অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন প্রতিপক্ষ হায়দরাবাদ সম্বন্ধে তাদের হোম ওয়ার্ক সারা। এক বছর আগে রশিদ খানের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স নাইটদের স্বপ্ন ভেঙে ছিল।আফগানিস্তানে র স্পিনার নতুন বছরে আরও শানিত। সেকথা মাথায় রেখে দীনেশ কার্তিক জানিয়েছেন,"টি টোয়েন্টি ক্রিকেটে রশিদ দারুন বোলার।আমরা আমাদের সেরাটা দিয়ে ওকে মোকাবিলা করব। সেভাবেই পরিকল্পনা সাজানো হয়েছে। দুটো দলের বোলিং আক্রমন শক্তিশালী। তাই লড়াই আকর্ষণীয় হবে।"
প্রতি বছরের মত এবারের আইপিএল দীনেশ কার্তিকের কাছে গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন আইপিএলে র ভালো পারফরম্যান্স নাইট অধিনায়কের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। তবে কার্তিক স্বয়ং বিষয়টিকে দেখতে চান না। তার কাছে বেগুনি জার্সিতে আইপিএলে ভালো পারফরম্যান্স পাখি র চোখ। যা করতে পারলে বিশ্বকাপ উপলক্ষে তার কাছে ভালো খবর আসতে পারে।
আইপিএলে সাফল্য পেতে বোলিং বিভাগের অলরাউন্ড পারফরম্যান্স জরুরি বলে মনে করেন নাইট অধিনায়ক। তাই স্পিনারদের ওপর বাড়তি নির্ভরতার চেয়ে বোলারদের সামগ্রিক ভালো পারফরম্যান্সের কথা তার মুখ।
নেটে শুভমান গিল তিন নম্বরে ব্যাট করলেও নাইটদের ব্যাটিং অর্ডার এখনও ঠিক হয়নি।তেমনই রাসেল ও ব্রেথ ওয়েটকে খেলানোর বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
মহেন্দ্র সিং ধোনি পরবর্তী ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিক উঠে এসেছেন। আইপিএলে নাইট অধিনায়কের ফিনিশার ভূমিকা দলকে নির্ভরতা দেয়। ফিনিশার হিসেবে নিজের ভূমিকা র কথা বলতে গিয়ে দীনেশ কার্তিক বলেছেন,"পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করবে। গতবছর অনেক গুলো ম্যাচে 17 ওভারে ব্যাট করতে নেমে ম্যাচ শেষ করতে হয়েছিল।যদি এবার বেশি ওভার খেলার সুযোগ আসে তাহলে খুশি হব।,"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.